ETV Bharat / state

পুরুলিয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত স্কুটার চালক - পথ দুর্ঘটনা

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ৷ আহত হলেন আরও একজন ৷ দুর্ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারের চালক ও খালাসি পলাতক ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 4, 2020, 1:52 PM IST

পুরুলিয়া, ৪ ডিসেম্বর : ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার চালকের ৷ আহত হয়েছে আরও একজন ৷ দুর্ঘটনার পর থেকেই ডাম্পারের চালক ও খালাসি পলাতক । পুরুলিয়া-বরাকর রোডের মেকাতলা রেলগেটের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

মৃত ব্যক্তির নাম পরিমল পাল ৷ বাড়ি নিতুড়িয়া থানার রঙডি গ্রামে । ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ । আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে । দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

আজ নিতুড়িয়ার দিকে যাওয়া সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি স্কুটারে ধাক্কা মারে ডাম্পারটি ৷ ছিটকে পড়েন স্কুটারের চালক ও আরোহী ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকের ।

পুরুলিয়া, ৪ ডিসেম্বর : ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার চালকের ৷ আহত হয়েছে আরও একজন ৷ দুর্ঘটনার পর থেকেই ডাম্পারের চালক ও খালাসি পলাতক । পুরুলিয়া-বরাকর রোডের মেকাতলা রেলগেটের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷

মৃত ব্যক্তির নাম পরিমল পাল ৷ বাড়ি নিতুড়িয়া থানার রঙডি গ্রামে । ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ । আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে । দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

আজ নিতুড়িয়ার দিকে যাওয়া সময় নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি স্কুটারে ধাক্কা মারে ডাম্পারটি ৷ ছিটকে পড়েন স্কুটারের চালক ও আরোহী ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় চালকের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.