ETV Bharat / state

রাজ্যে বজ্রাঘাতে মৃত 8 - lightning

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি ৷ বাজ পড়ে রাজ্যে মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আহত একাধিক ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 16, 2019, 4:42 PM IST

Updated : Aug 16, 2019, 9:36 PM IST

কলকাতা, 16 অগাস্ট : বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায় ৷ বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা ৷ বাজ পড়ে রাজ্যে মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আহত একাধিক ৷

কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দু'জনের ৷ মৃতদের নাম সুবীর পাল ও অপর্ণা মণ্ডল । সুবীর পালের বাড়ি দমদমে । অপর্ণা মণ্ডল থাকতেন বাঁশদ্রোণী এলাকায় ৷ দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ ভিক্টোরিয়ার সাউথ গেটের সামনে সুবীর দাঁড়িয়েছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ অন্যদিকে, বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন অপর্ণা মণ্ডল ৷ সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ আহত হয়েছেন আরও 16 জন ৷ সবাইকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুরে বাজ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের নাম রীনা বাউরি (23), তাঁর স্বামী রঞ্জিত বাউরি (30) ও রিঙ্কু বাউরি (26) ৷ বাড়ি রঘুনাথপুরের চেলিয়াম গ্রামে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রিঙ্কুর স্বামী সঞ্জয় বাউরি ৷

দেখুন ভিডিয়ো

পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচকে চাষের কাজে গিয়ে মৃত্যু হয়েছে স্বপন জানা নামে এক ব্যক্তির ৷ পূর্ব মেদিনাপুরের পটাশপুরে খাড়া মুস্তাফিজুর গ্রামের বাসিন্দা ধীরেন মুনিয়া বিকেল পাঁচটা নাগাদ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ৷ সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ অন্যদিকে,দক্ষিণ 24 পরগনার কল্যাণপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের ৷

কলকাতা, 16 অগাস্ট : বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায় ৷ বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা ৷ বাজ পড়ে রাজ্যে মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আহত একাধিক ৷

কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দু'জনের ৷ মৃতদের নাম সুবীর পাল ও অপর্ণা মণ্ডল । সুবীর পালের বাড়ি দমদমে । অপর্ণা মণ্ডল থাকতেন বাঁশদ্রোণী এলাকায় ৷ দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ ভিক্টোরিয়ার সাউথ গেটের সামনে সুবীর দাঁড়িয়েছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ অন্যদিকে, বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন অপর্ণা মণ্ডল ৷ সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ আহত হয়েছেন আরও 16 জন ৷ সবাইকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুরে বাজ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের নাম রীনা বাউরি (23), তাঁর স্বামী রঞ্জিত বাউরি (30) ও রিঙ্কু বাউরি (26) ৷ বাড়ি রঘুনাথপুরের চেলিয়াম গ্রামে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রিঙ্কুর স্বামী সঞ্জয় বাউরি ৷

দেখুন ভিডিয়ো

পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচকে চাষের কাজে গিয়ে মৃত্যু হয়েছে স্বপন জানা নামে এক ব্যক্তির ৷ পূর্ব মেদিনাপুরের পটাশপুরে খাড়া মুস্তাফিজুর গ্রামের বাসিন্দা ধীরেন মুনিয়া বিকেল পাঁচটা নাগাদ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ৷ সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ অন্যদিকে,দক্ষিণ 24 পরগনার কল্যাণপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের ৷

Intro:কলকাতা, ১৬ অগাস্ট: কলকাতায় বাজ পড়ে মৃত্যু ঘটনা। ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে বছর 35 হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন আরো 15 জন। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসা চলছে।



Body:পুলিশ সূত্রে খবর, ভিক্টোরিয়ার সাউথ গেটের সামনে ঘটে সেই ঘটনা। দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ বাজ পড়ে।



Conclusion:
Last Updated : Aug 16, 2019, 9:36 PM IST

For All Latest Updates

TAGGED:

lightning
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.