কলকাতা, 16 অগাস্ট : বিকেল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায় ৷ বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা ৷ বাজ পড়ে রাজ্যে মোট আটজনের মৃত্যু হয়েছে ৷ আহত একাধিক ৷
কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দু'জনের ৷ মৃতদের নাম সুবীর পাল ও অপর্ণা মণ্ডল । সুবীর পালের বাড়ি দমদমে । অপর্ণা মণ্ডল থাকতেন বাঁশদ্রোণী এলাকায় ৷ দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ ভিক্টোরিয়ার সাউথ গেটের সামনে সুবীর দাঁড়িয়েছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে ৷ অন্যদিকে, বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন অপর্ণা মণ্ডল ৷ সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ আহত হয়েছেন আরও 16 জন ৷ সবাইকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
অন্যদিকে পুরুলিয়ার রঘুনাথপুরে বাজ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের নাম রীনা বাউরি (23), তাঁর স্বামী রঞ্জিত বাউরি (30) ও রিঙ্কু বাউরি (26) ৷ বাড়ি রঘুনাথপুরের চেলিয়াম গ্রামে ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রিঙ্কুর স্বামী সঞ্জয় বাউরি ৷
পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচকে চাষের কাজে গিয়ে মৃত্যু হয়েছে স্বপন জানা নামে এক ব্যক্তির ৷ পূর্ব মেদিনাপুরের পটাশপুরে খাড়া মুস্তাফিজুর গ্রামের বাসিন্দা ধীরেন মুনিয়া বিকেল পাঁচটা নাগাদ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন ৷ সেইসময় বাজ পড়ে মৃত্যু হয় তাঁর ৷ অন্যদিকে,দক্ষিণ 24 পরগনার কল্যাণপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও একজনের ৷