ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার BSF জওয়ান - molestation

১২ মে রিজ়ার্ভে থাকা ওই জওয়ান কাশীপুরে একটি জঙ্গলে যান । অভিযোগ, সেখানে এক নাবালিকাকে পেয়ে তার শ্লীলতাহানি করেন । ঘটনাস্থানে আসে স্থানীয়রা । নির্যাতিতাকে উদ্ধার করে তারা অভিযুক্তকে কাশীপুর থানার পুলিশের হাতে তুলে দেয় ।

harassment 2
author img

By

Published : May 15, 2019, 11:17 AM IST

পুরুলিয়া, ১৫ মে : পুরুলিয়ার কাশীপুরে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে । অভিযুক্তকে আটক করে কাশীপুর থানার পুলিশ । ধৃতের নাম রাজবীর সিং । রাজস্থানের বাসিন্দা রাজবীর BSF-র ASI পদে কর্মরত । গতকাল ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

১২ মে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রিজ়ার্ভে থাকা ওই জওয়ান কাশীপুরের আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের একটি জঙ্গলে যান । অভিযোগ, সেখানে এক নাবালিকাকে পেয়ে তার শ্লীলতাহানি করেন । নাবালিকার চিৎকারে তৎক্ষণাৎ ঘটনাস্থানে আসে স্থানীয়রা । তারাই নির্যাতিতাকে উদ্ধার করে । রাজবীরকে কাশীপুর থানার পুলিশের হাতে তুলে দেয় । সেদিন রাতে রাজবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই দু'ঘণ্টা ভোট বন্ধ থাকে । বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ফের ভোট প্রক্রিয়া শুরু হয় ।

এপ্রসঙ্গে কাশীপুরের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সৌমেন বেলথরিয়া বলেন, "ভোট করাতে এসে কেন্দ্রীয় বাহিনী যে এমন ঘটনা ঘটাবে তা আমরা ভাবতেও পারিনি । সাধারণ মানুষকে এরা অভয় দেবে কী ! এরা তো দেখছি নিজেরাই বিপদ হয়ে দাঁড়িয়েছে । কোথাও বুথে লাঠিচার্জ, কোথাও গুলি আবার কোথাও শ্লীলতাহানি । আমরা ভাবতে পারছি না, এরা ঠিক কী করতে চাইছে ? তবে আমি যা শুনেছি ওই জওয়ান সেদিন জঙ্গলে মদ খেতে গেছিল । সেসময় এই ঘটনাটি ঘটে ।"

পুরুলিয়া, ১৫ মে : পুরুলিয়ার কাশীপুরে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে । অভিযুক্তকে আটক করে কাশীপুর থানার পুলিশ । ধৃতের নাম রাজবীর সিং । রাজস্থানের বাসিন্দা রাজবীর BSF-র ASI পদে কর্মরত । গতকাল ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

১২ মে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন রিজ়ার্ভে থাকা ওই জওয়ান কাশীপুরের আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের একটি জঙ্গলে যান । অভিযোগ, সেখানে এক নাবালিকাকে পেয়ে তার শ্লীলতাহানি করেন । নাবালিকার চিৎকারে তৎক্ষণাৎ ঘটনাস্থানে আসে স্থানীয়রা । তারাই নির্যাতিতাকে উদ্ধার করে । রাজবীরকে কাশীপুর থানার পুলিশের হাতে তুলে দেয় । সেদিন রাতে রাজবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই দু'ঘণ্টা ভোট বন্ধ থাকে । বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ফের ভোট প্রক্রিয়া শুরু হয় ।

এপ্রসঙ্গে কাশীপুরের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সৌমেন বেলথরিয়া বলেন, "ভোট করাতে এসে কেন্দ্রীয় বাহিনী যে এমন ঘটনা ঘটাবে তা আমরা ভাবতেও পারিনি । সাধারণ মানুষকে এরা অভয় দেবে কী ! এরা তো দেখছি নিজেরাই বিপদ হয়ে দাঁড়িয়েছে । কোথাও বুথে লাঠিচার্জ, কোথাও গুলি আবার কোথাও শ্লীলতাহানি । আমরা ভাবতে পারছি না, এরা ঠিক কী করতে চাইছে ? তবে আমি যা শুনেছি ওই জওয়ান সেদিন জঙ্গলে মদ খেতে গেছিল । সেসময় এই ঘটনাটি ঘটে ।"

পুরুলিয়াঃ পুরুলিয়ার কাশীপুরে এক ন'বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে রাজবীর সিং নামে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ।কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজবীর সিং বিএসএফের এএসআই পদে রয়েছেন।তার বাড়ি রাজস্থানে।আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

জানা যায়, গত রবিবার ভোট চলাকালীন রিজার্ভে থাকা ওই বিএসএফ জওয়ান কাশীপুরের আগরডি চিত্রা গ্রাম পঞ্চায়েতের ভাটিন এলাকার জঙ্গলে যায়।সেখানেই ন’বছরের ওই আদিবাসী বালিকাকে পেয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।ওই কিশোরীর চিৎকারে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই নির্যাতিতাকে উদ্ধার করে কাশীপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।তারপর রাতে দায়ের হয় অভিযোগ।ঘটনার পর বিষয়টি এলাকায় চাউর হয়ে গেলে ভাটিন এলাকার বুথে ওই দিন দু’ঘণ্টা ভোট বন্ধ থাকে।বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।পরে পুলিশ বিক্ষোভ সামাল দিয়ে ভোট শুরু করে।

কাশীপুরের বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সৌমেন বেলথরিয়া বলেন, “ভোট করাতে এসে কেন্দ্রীয় বাহিনী যে এমন ঘটনা ঘটাবে তা আমরা ভাবতেও পারিনি।সাধারণ মানুষকে অভয় দেবে কী!এ তো দেখছি বিপদ হয়ে দাঁড়িয়েছে।কোথাও বুথে লাঠি চার্জ, কোথাও গুলি, আবার কোথায় শ্লীলতাহানি। আমরা ভাবতে পারছি না।এরা কি করতে চাইছেন? তবে আমি যা শুনেছি ওই জওয়ান জঙ্গলে মদ খেতে গিয়েছিল।সেইসময় এই ঘটনা ঘটায়।"


WB_PRL_10018_RAJBIR_SHING_PIC.jpg
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.