ETV Bharat / state

Witchcraft in Purulia : ডাইনি অপবাদে বৃদ্ধাকে হেনস্থার অভিযোগ, পুরুলিয়ার গ্রামে যুক্তিবাদী সমিতি ও বিজ্ঞানমঞ্চ - Witchcraft in Purulia

ডাইনি সন্দেহে প্রতিবেশী বৃদ্ধাকে হেনস্থার অভিযোগ (old lady attacked on suspicion of being a witch) ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার গারাফুসরা গ্রামে ৷

Witch Craft in Purulia
পুরুলিয়ার গ্রামে ডাইনি অপবাদের ঘটনা
author img

By

Published : Dec 9, 2021, 8:53 AM IST

পুরুলিয়া, 9 ডিসেম্বর : প্রতিবেশীর অসুস্থতার জন্য আরেক বৃদ্ধা প্রতিবেশীকে ডাইনি অপবাদ ( suspicion of being a witch) দিয়ে ঝগড়া করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটল পুরুলিয়ার মফস্বল থানার গারাফুসরা গ্রামে ৷ ঘটনাস্থল থেকে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর বাড়ির দূরত্ব 50 ফুট ৷ মন্ত্রীর এলাকায় এই ধরনের ঘটনায় হতবাক অনেকেই ৷

মঙ্গলবারের এই ঘটনায় বৃদ্ধা কৌশল্যা মাহাতো থানায় লিখিত অভিযোগ দায়ের করাতেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ বৃদ্ধার অভিযোগ, প্রতিবেশী অমর মাহাতোর স্ত্রীর অসুস্থতার জন্য তাঁকে ডাইনি অপবাদ দিয়ে বলা হচ্ছে তিনিই অমর মাহাতোর স্ত্রীর অসুস্থতার জন্য দায়ী ৷ এর জন্য তাঁর উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে ৷

এই বিষয়ে পুরুলিয়া মফস্বল থানার আইসি সঞ্জয় চক্রবর্তী জানান, ওরা কোনও নির্দিষ্ট কেস করেননি ৷ শুধু একটি ইনফরমেশন দিয়েছেন থানাকে ৷ তার ভিত্তিতেই পুলিশ গ্রামে গিয়ে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে ।

আরও পড়ুন : ডাইনি অপবাদ দেওয়াকে কেন্দ্র করে গুলি চলল পুরুলিয়ার গ্রামে

ডাইনি অপবাদের এই ঘটনায় বুধবার গ্রামে যান যুক্তিবাদী সমিতি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক ডাঃ নয়ন মুখোপাধ্যায় । উভয়পক্ষের সঙ্গে কথা বলে নয়নবাবু অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করবেন বলেও জানান ৷ এদিন তিনি বলেন, "এই ধরনের ঘটনা বন্ধ করতে আমরা প্রশাসনের সহযোগিতা চাই । যারা এই ধরনের ডাইনি অপবাদের মত জঘন্য কাজ করছেন তাদের কঠোরতম শাস্তি চেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আইন ও প্রশাসনের দ্বারস্থ হবে ।"

তবে এ ঘটনায় প্রশাসনকেই দায়ী করেছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো ৷ তিনি বলেন, "প্রশাসনের গা ছাড়া মনোভাবের জন্যই ডাইনি প্রথা নির্মূল করা যাচ্ছে না ৷ এই বিষয়ে নির্দিষ্ট কোনও আইন নেই ৷ আর জানার পরেও পুলিশ ওঝাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না ।"

আরও পড়ুন : Asansol tribal agitation: 'ডাইনি প্রথা' অবলুপ্তির দাবিতে প্রশাসনের দরজায় আদিবাসীরা

পুরুলিয়া, 9 ডিসেম্বর : প্রতিবেশীর অসুস্থতার জন্য আরেক বৃদ্ধা প্রতিবেশীকে ডাইনি অপবাদ ( suspicion of being a witch) দিয়ে ঝগড়া করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটল পুরুলিয়ার মফস্বল থানার গারাফুসরা গ্রামে ৷ ঘটনাস্থল থেকে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর বাড়ির দূরত্ব 50 ফুট ৷ মন্ত্রীর এলাকায় এই ধরনের ঘটনায় হতবাক অনেকেই ৷

মঙ্গলবারের এই ঘটনায় বৃদ্ধা কৌশল্যা মাহাতো থানায় লিখিত অভিযোগ দায়ের করাতেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ বৃদ্ধার অভিযোগ, প্রতিবেশী অমর মাহাতোর স্ত্রীর অসুস্থতার জন্য তাঁকে ডাইনি অপবাদ দিয়ে বলা হচ্ছে তিনিই অমর মাহাতোর স্ত্রীর অসুস্থতার জন্য দায়ী ৷ এর জন্য তাঁর উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে ৷

এই বিষয়ে পুরুলিয়া মফস্বল থানার আইসি সঞ্জয় চক্রবর্তী জানান, ওরা কোনও নির্দিষ্ট কেস করেননি ৷ শুধু একটি ইনফরমেশন দিয়েছেন থানাকে ৷ তার ভিত্তিতেই পুলিশ গ্রামে গিয়ে ওই বৃদ্ধার সঙ্গে কথা বলে ।

আরও পড়ুন : ডাইনি অপবাদ দেওয়াকে কেন্দ্র করে গুলি চলল পুরুলিয়ার গ্রামে

ডাইনি অপবাদের এই ঘটনায় বুধবার গ্রামে যান যুক্তিবাদী সমিতি ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা সম্পাদক ডাঃ নয়ন মুখোপাধ্যায় । উভয়পক্ষের সঙ্গে কথা বলে নয়নবাবু অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করবেন বলেও জানান ৷ এদিন তিনি বলেন, "এই ধরনের ঘটনা বন্ধ করতে আমরা প্রশাসনের সহযোগিতা চাই । যারা এই ধরনের ডাইনি অপবাদের মত জঘন্য কাজ করছেন তাদের কঠোরতম শাস্তি চেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আইন ও প্রশাসনের দ্বারস্থ হবে ।"

তবে এ ঘটনায় প্রশাসনকেই দায়ী করেছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো ৷ তিনি বলেন, "প্রশাসনের গা ছাড়া মনোভাবের জন্যই ডাইনি প্রথা নির্মূল করা যাচ্ছে না ৷ এই বিষয়ে নির্দিষ্ট কোনও আইন নেই ৷ আর জানার পরেও পুলিশ ওঝাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না ।"

আরও পড়ুন : Asansol tribal agitation: 'ডাইনি প্রথা' অবলুপ্তির দাবিতে প্রশাসনের দরজায় আদিবাসীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.