ETV Bharat / state

Murder Allegation against Wife: সেপটিক ট্যাংকে মিলল স্বামীর দেহ, পুলিশ দেখে অজ্ঞান অভিযুক্ত স্ত্রী

পুরুলিয়ায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ ওই ব্যক্তি ছ'দিন নিখোঁজ ছিলেন ৷ তাঁর স্ত্রীর বিরুদ্ধেই উঠেছে খুন করে দেহ লোপাটের অভিযোগ (Murder Allegation against Wife) !

Murder Allegations raised against Wife after a Missing Person Body recovered in Purulia
দেহ উদ্ধারে চাঞ্চল্য
author img

By

Published : Mar 25, 2023, 8:35 PM IST

পুরুলিয়া, 25 মার্চ: ছ'দিন ধরে নিখোঁজ ছিলেন পুরুলিয়ার জয়পুর থানা এলাকার রাঙ্গনি টাঁড় গ্রামের বাসিন্দা জুড়ন মাহাতো ৷ এ নিয়ে পরিবারের সদস্য, এমনকী পাড়া-পড়শিদের উদ্বেগ থাকলেও নিরুত্তাপ ছিলেন জুড়নের স্ত্রী উত্তরা মাহাত ৷ কেউ জিজ্ঞেস করলেই বলতেন, স্বামী হাটে গিয়েছেন ! শেষমেশ শনিবার উদ্ধার হল জুড়নের মৃতদেহ ৷ তাও কি না বাড়িরই সেপটিক ট্যাংক থেকে ! এই ঘটনার পর পুলিশ বাড়িতে আসতেই অজ্ঞান হয়ে যান জুড়নের স্ত্রী উত্তরা ৷ যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে রয়েছেন তিনিই (Murder Allegation against Wife) ! উত্তরার জ্ঞান ফিরলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ প্রয়োজনে উত্তরাকে গ্রেফতারও করা হতে পারে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুড়ন মাহাতোকে শেষবার এলাকায় দেখা গিয়েছিল গত রবিবার সকালে ৷ বেলা 11টা নাগাদ তাঁর সঙ্গে দেখা হয়েছিল গ্রামেরই অপর বাসিন্দা ভজহরি মাহাতর ৷ কিন্তু, তারপর কেউ আর জুড়নকে কোথাও দেখেননি ৷ জুড়নের ছেলে অপূর্ব মাহাত ভিনরাজ্যে কাজ করেন ৷ বাবা নিরুদ্দেশ শুনে গত মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি ৷ এরপর বুধবার স্থানীয় জয়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ তাতেও কাজের কাজ কিছু হয়নি ৷ এই অবস্থায় শনিবার সকালে প্রতিবেশী এক মহিলা বাড়ির শৌচালয়ের সেপটিক ট্যাংকের কাছে উত্তরাকে দেখতে পান ৷ তিনি দেখেন, উত্তরা সিমেন্ট দিয়ে কিছু একটা করছেন !

এরপর ওই মহিলা জুড়ন ও উত্তরার পুত্রবধূকে ডেকে সেই ঘটনা বলেন ৷ সন্দেহ হওয়ায় উত্তরার ভাই থানায় খবর দেন ৷ পুলিশ এসে সেপটিক ট্যাংকের ভিতর জুড়নের দেহ আবিষ্কার করে ! আর তারপরই জ্ঞান হারান উত্তরা ! তাঁকে আপাতত জয়পুর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এদিন বিকেল 5টা 30 মিনিট নাগাদ জয়পুরের বিডিও বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে সেপটিক ট্যাংক ভেঙে জুড়নের দেহ উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন: মাত্র 2 মাস হয়েছে বিয়ে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী

জুড়নের পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী, সকলেরই অভিযোগ, উত্তরাই স্বামীকে খুন করে সেপটিক ট্যাংকে দেহ ঢুকিয়ে রেখেছিলেন ! তবে, এই কাজ তাঁর একার, নাকি অন্য কারও মদত ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ বলা হচ্ছে, জুড়নের সঙ্গে উত্তরার রোজ ঝগড়া হত ৷ খুব সম্ভবত বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তরা ৷ তার জেরেই এই রোজের অশান্তি ৷ আর সেই অশান্তি থেকেই উত্তরা তাঁর স্বামী জুড়নকে খুন করে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ তবে, এক্ষেত্রে উত্তরার বয়ান সবথেকে গুরুত্বপূর্ণ ৷ তাই তাঁর সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পুলিশকে ৷ রবিবার জুড়নের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তাতে মৃত্যুর কারণ ও সময় স্পষ্ট হবে ৷

পুরুলিয়া, 25 মার্চ: ছ'দিন ধরে নিখোঁজ ছিলেন পুরুলিয়ার জয়পুর থানা এলাকার রাঙ্গনি টাঁড় গ্রামের বাসিন্দা জুড়ন মাহাতো ৷ এ নিয়ে পরিবারের সদস্য, এমনকী পাড়া-পড়শিদের উদ্বেগ থাকলেও নিরুত্তাপ ছিলেন জুড়নের স্ত্রী উত্তরা মাহাত ৷ কেউ জিজ্ঞেস করলেই বলতেন, স্বামী হাটে গিয়েছেন ! শেষমেশ শনিবার উদ্ধার হল জুড়নের মৃতদেহ ৷ তাও কি না বাড়িরই সেপটিক ট্যাংক থেকে ! এই ঘটনার পর পুলিশ বাড়িতে আসতেই অজ্ঞান হয়ে যান জুড়নের স্ত্রী উত্তরা ৷ যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ঘটনার নেপথ্যে রয়েছেন তিনিই (Murder Allegation against Wife) ! উত্তরার জ্ঞান ফিরলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ প্রয়োজনে উত্তরাকে গ্রেফতারও করা হতে পারে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুড়ন মাহাতোকে শেষবার এলাকায় দেখা গিয়েছিল গত রবিবার সকালে ৷ বেলা 11টা নাগাদ তাঁর সঙ্গে দেখা হয়েছিল গ্রামেরই অপর বাসিন্দা ভজহরি মাহাতর ৷ কিন্তু, তারপর কেউ আর জুড়নকে কোথাও দেখেননি ৷ জুড়নের ছেলে অপূর্ব মাহাত ভিনরাজ্যে কাজ করেন ৷ বাবা নিরুদ্দেশ শুনে গত মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি ৷ এরপর বুধবার স্থানীয় জয়পুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় ৷ তাতেও কাজের কাজ কিছু হয়নি ৷ এই অবস্থায় শনিবার সকালে প্রতিবেশী এক মহিলা বাড়ির শৌচালয়ের সেপটিক ট্যাংকের কাছে উত্তরাকে দেখতে পান ৷ তিনি দেখেন, উত্তরা সিমেন্ট দিয়ে কিছু একটা করছেন !

এরপর ওই মহিলা জুড়ন ও উত্তরার পুত্রবধূকে ডেকে সেই ঘটনা বলেন ৷ সন্দেহ হওয়ায় উত্তরার ভাই থানায় খবর দেন ৷ পুলিশ এসে সেপটিক ট্যাংকের ভিতর জুড়নের দেহ আবিষ্কার করে ! আর তারপরই জ্ঞান হারান উত্তরা ! তাঁকে আপাতত জয়পুর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ এদিন বিকেল 5টা 30 মিনিট নাগাদ জয়পুরের বিডিও বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে সেপটিক ট্যাংক ভেঙে জুড়নের দেহ উদ্ধার করে পুলিশ ৷

আরও পড়ুন: মাত্র 2 মাস হয়েছে বিয়ে, প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করল স্ত্রী

জুড়নের পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী, সকলেরই অভিযোগ, উত্তরাই স্বামীকে খুন করে সেপটিক ট্যাংকে দেহ ঢুকিয়ে রেখেছিলেন ! তবে, এই কাজ তাঁর একার, নাকি অন্য কারও মদত ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ বলা হচ্ছে, জুড়নের সঙ্গে উত্তরার রোজ ঝগড়া হত ৷ খুব সম্ভবত বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন উত্তরা ৷ তার জেরেই এই রোজের অশান্তি ৷ আর সেই অশান্তি থেকেই উত্তরা তাঁর স্বামী জুড়নকে খুন করে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ তবে, এক্ষেত্রে উত্তরার বয়ান সবথেকে গুরুত্বপূর্ণ ৷ তাই তাঁর সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পুলিশকে ৷ রবিবার জুড়নের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তাতে মৃত্যুর কারণ ও সময় স্পষ্ট হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.