ETV Bharat / state

পঞ্চায়েত প্রধান সহ BJP, CPI(M), কংগ্রেস থেকে তৃণমূলে যোগ - তৃণমূলে যোগ পাঁচ শতাধিক মানুষের

ওই এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল বলে মনে করছে তৃণমূল l

Tmc
author img

By

Published : Sep 19, 2020, 11:03 PM IST

পুরুলিয়া, 19 সেপ্টেম্বর : নির্দলের পঞ্চায়েত প্রধান সদস্য সহ BJP, CPI(M), কংগ্রেস থেকে 500- র বেশি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে ।

আজ পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের ভালুবাসা অঞ্চলে আয়োজিত দলীয় কর্মসূচির মাধ্যমে নির্দলের প্রধান ও মেম্বার সহ বিভিন্ন দল থেকে 500-র বেশি পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অনগ্রসর শ্রেণী ও কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা । ফলে ওই এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল বলে মনে করছে তৃণমূল l

যোগদানকারীরা জানান, "এলাকায় এতদিন উন্নয়নের কোন কাজ হয়নি । তাছাড়া অন্যান্য দলের বড় নেতাকর্মীরা নিচুতলায় কর্মীদের পাত্তাই দেয় না । আমরা চাই এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন । তাই তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।"

জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় জানান, "জেলায় তৃণমূলের বিকল্প কিছু নেই । অন্যান্য দলের সমর্থকেরা BJP, CPI(M)- এর আসল রূপটি দেখতে পাচ্ছেে । কিন্তু তৃণমূলের কাছে উন্নয়নই বড় কথা । তাই এলাকার ও সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে স্ব ইচ্ছায় দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছে ।"

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, "বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সাধারণ মানুষদের যোগদান করাচ্ছে । তবুও জেলায় তাদের জায়গা হবে । পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তা ভালোভাবে বুঝতে পেরেছে । আগামী একুশে নির্বাচনেও পুরুলিয়ার মানুষ যোগ্য জবাব দেবে ।"

পুরুলিয়া, 19 সেপ্টেম্বর : নির্দলের পঞ্চায়েত প্রধান সদস্য সহ BJP, CPI(M), কংগ্রেস থেকে 500- র বেশি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে ।

আজ পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের ভালুবাসা অঞ্চলে আয়োজিত দলীয় কর্মসূচির মাধ্যমে নির্দলের প্রধান ও মেম্বার সহ বিভিন্ন দল থেকে 500-র বেশি পরিবারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন অনগ্রসর শ্রেণী ও কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা । ফলে ওই এলাকায় যথেষ্ট শক্তিবৃদ্ধি ঘটল বলে মনে করছে তৃণমূল l

যোগদানকারীরা জানান, "এলাকায় এতদিন উন্নয়নের কোন কাজ হয়নি । তাছাড়া অন্যান্য দলের বড় নেতাকর্মীরা নিচুতলায় কর্মীদের পাত্তাই দেয় না । আমরা চাই এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়ন । তাই তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।"

জেলা সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় জানান, "জেলায় তৃণমূলের বিকল্প কিছু নেই । অন্যান্য দলের সমর্থকেরা BJP, CPI(M)- এর আসল রূপটি দেখতে পাচ্ছেে । কিন্তু তৃণমূলের কাছে উন্নয়নই বড় কথা । তাই এলাকার ও সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে স্ব ইচ্ছায় দলে দলে মানুষ তৃণমূলে যোগদান করছে ।"

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, "বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সাধারণ মানুষদের যোগদান করাচ্ছে । তবুও জেলায় তাদের জায়গা হবে । পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তা ভালোভাবে বুঝতে পেরেছে । আগামী একুশে নির্বাচনেও পুরুলিয়ার মানুষ যোগ্য জবাব দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.