ETV Bharat / state

Purulia Missing Posters: ভোটে জিতে বেপাত্তা, বিজেপি বিধায়ক-সাংসদের নামে নিখোঁজ পোস্টার সাঁটলেন যুবক

author img

By

Published : Jul 26, 2022, 1:01 PM IST

ভোটে জেতার পর এলাকায় দেখা যায়নি, এলাকায় কাজ করেননি তাই পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি ও বাঁকুড়া লোকসভার সাংসদ ডা: সুভাষ সরকারের ছবি দেওয়া নিখোঁজ পোস্টার লাগালেন এক যুবক (Missing Posters in name of BJP MLAs MPs in Purulia) ৷

Purulia Missing Posters
বিজেপি বিধায়ক, সাংসদের নামে নিখোঁজের পোস্টার দিল যুবক

পুরুলিয়া, 26 জুলাই: রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি ও বাঁকুড়া লোকসভার সাংসদ ডা: সুভাষ সরকারের ছবি দিয়ে নিখোঁজের পোস্টার লাগালেন এক যুবক (Missing Posters in name of BJP MLAs MPs in Purulia) ৷ ওই যুবক নিজেকে বিজেপি কর্মী বলেও দাবি করেছেন । পুরুলিয়া জেলার নিতুরিয়া ও সাঁতুড়ি এলাকার বিভিন্ন জায়গায় অঞ্জন গোস্বামী নামে এক যুবক ওই পোস্টারগুলি সেঁটেছেন বলে জানা গিয়েছে ।

অঞ্জন গোস্বামী বলেন, "আমি নিজে একজন বিজেপি কর্মী । লোকসভা নির্বাচন ছাড়াও বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করে মিথ্যে কেস খেয়েছি । বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরিকে নির্বাচনে জেতার পর কেউ দেখতে পায়নি । এরা দু'জন মানুষের পাশে দাঁড়ায় না । এতবড় লকডাউন হল, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি পর্যন্ত । ভোর চারটের সময় ট্রেন চললেও মুরাড্ডিতে তা দাঁড়ায় না । আমরা বলার পরও হাইকম্যাণ্ডকে পর্যন্ত বিষয়টি তারা জানায়নি ।"

তিনি আরও বলেন, "বাজে পরিবেশ করে রেখেছে সাংসদ ও বিধায়ক । ভোটের আগে বারবার এলাকায় ঘুরে বিভিন্ন কাজ করার কথা বলে গিয়েছিল । এখন তারা কোথায়? রাস্তাঘাট থেকে পানীয় জল-সহ মানুষের নুন্যতম চাহিদা পর্যন্ত মেটায়নি তারা । সাঁতুড়ির রাঙ্গাডাঙ্গা স্কুলের সামনে হাইমাস্ক লাইটটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিল । আমি নিজে বিধায়ক বিবেকানন্দ বাউরিকে ফোন করেছিলাম । তিনি ভালো করে কথা পর্যন্ত বলেননি । শেষে রামচন্দ্রপুর-কোটালডির পঞ্চায়েত প্রধান কে বলার পর তিনি লাইটটি ঠিক করে দেন । সাধারণ মানুষের জন্য যদি কোনও কাজেই না লাগে তবে কি লাভ? ভোটে জেতার পর সব ভুলে গিয়েছে ওরা । তাই বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি আমাদের কাছে নিঁখোজ । সেইজন্য আমি নিঁখোজের পোষ্টার লাগিয়েছি ৷"

বিজেপি বিধায়ক, সাংসদের নামে নিখোঁজের পোস্টার দিল যুবক

আরও পড়ুন : Kailash Vijayvargiya: পর্যবেক্ষক কৈলাসের বিদায় কি আসন্ন বঙ্গ বিজেপি থেকে ?

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "এই কাজ যে করেছে সে কোনওভাবেই বিজেপি কর্মী হতে পারে না । তৃণমূলের সঙ্গে হাত না-মেলালে এগুলো সম্ভব নয় । আর আমাদের যে সাংসদ ও বিধায়কের কথা বলা হচ্ছে তাঁরা যথেষ্ট ঘোরাফেরা করেন তাঁদের এলাকায় ও সেখানকার মানুষের কাজ করেন ।"

অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেল থরিয়া বলেন, "এই ঘটনার মাধ্যমে বিজেপি-কর্মীদের মনের দুঃখ বেদনা বেরিয়ে এসেছে ।"

পুরুলিয়া, 26 জুলাই: রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি ও বাঁকুড়া লোকসভার সাংসদ ডা: সুভাষ সরকারের ছবি দিয়ে নিখোঁজের পোস্টার লাগালেন এক যুবক (Missing Posters in name of BJP MLAs MPs in Purulia) ৷ ওই যুবক নিজেকে বিজেপি কর্মী বলেও দাবি করেছেন । পুরুলিয়া জেলার নিতুরিয়া ও সাঁতুড়ি এলাকার বিভিন্ন জায়গায় অঞ্জন গোস্বামী নামে এক যুবক ওই পোস্টারগুলি সেঁটেছেন বলে জানা গিয়েছে ।

অঞ্জন গোস্বামী বলেন, "আমি নিজে একজন বিজেপি কর্মী । লোকসভা নির্বাচন ছাড়াও বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করে মিথ্যে কেস খেয়েছি । বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরিকে নির্বাচনে জেতার পর কেউ দেখতে পায়নি । এরা দু'জন মানুষের পাশে দাঁড়ায় না । এতবড় লকডাউন হল, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি পর্যন্ত । ভোর চারটের সময় ট্রেন চললেও মুরাড্ডিতে তা দাঁড়ায় না । আমরা বলার পরও হাইকম্যাণ্ডকে পর্যন্ত বিষয়টি তারা জানায়নি ।"

তিনি আরও বলেন, "বাজে পরিবেশ করে রেখেছে সাংসদ ও বিধায়ক । ভোটের আগে বারবার এলাকায় ঘুরে বিভিন্ন কাজ করার কথা বলে গিয়েছিল । এখন তারা কোথায়? রাস্তাঘাট থেকে পানীয় জল-সহ মানুষের নুন্যতম চাহিদা পর্যন্ত মেটায়নি তারা । সাঁতুড়ির রাঙ্গাডাঙ্গা স্কুলের সামনে হাইমাস্ক লাইটটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়েছিল । আমি নিজে বিধায়ক বিবেকানন্দ বাউরিকে ফোন করেছিলাম । তিনি ভালো করে কথা পর্যন্ত বলেননি । শেষে রামচন্দ্রপুর-কোটালডির পঞ্চায়েত প্রধান কে বলার পর তিনি লাইটটি ঠিক করে দেন । সাধারণ মানুষের জন্য যদি কোনও কাজেই না লাগে তবে কি লাভ? ভোটে জেতার পর সব ভুলে গিয়েছে ওরা । তাই বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার ও রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি আমাদের কাছে নিঁখোজ । সেইজন্য আমি নিঁখোজের পোষ্টার লাগিয়েছি ৷"

বিজেপি বিধায়ক, সাংসদের নামে নিখোঁজের পোস্টার দিল যুবক

আরও পড়ুন : Kailash Vijayvargiya: পর্যবেক্ষক কৈলাসের বিদায় কি আসন্ন বঙ্গ বিজেপি থেকে ?

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, "এই কাজ যে করেছে সে কোনওভাবেই বিজেপি কর্মী হতে পারে না । তৃণমূলের সঙ্গে হাত না-মেলালে এগুলো সম্ভব নয় । আর আমাদের যে সাংসদ ও বিধায়কের কথা বলা হচ্ছে তাঁরা যথেষ্ট ঘোরাফেরা করেন তাঁদের এলাকায় ও সেখানকার মানুষের কাজ করেন ।"

অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেল থরিয়া বলেন, "এই ঘটনার মাধ্যমে বিজেপি-কর্মীদের মনের দুঃখ বেদনা বেরিয়ে এসেছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.