ETV Bharat / state

জয়পুরে ধৃত বাইক চোর - arrested

বাইক চোর সন্দেহে দিলীপ নামে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 16, 2019, 7:41 PM IST

পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি : বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতের নাম দিলীপ (২৩)। পুলিশ জানিয়েছে, দিলীপের বাড়ি দক্ষিণ টাটুয়ারা এলাকায়। সে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা জেরায় স্বীকার করে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কাঁঠালটার এলাকায় নাকা চেকিংয়ের সময় দিলীপকে আটক করে কর্মরত পুলিশকর্মীরা। বাইকের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার হয় সে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। চাপের মুখে পড়ে বাইক চুরির কথা স্বীকার করে নেয় সে। গতকাল দিলীপকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

গত কয়েকমাসে বাইক চুরি বেড়েছে পুরুলিয়া জেলাজুড়ে। পুলিশের কাছে জমা পড়েছে একাধিক অভিযোগ। তবে বাইক চোরদের নাগাল পায়নি পুলিশ। দিলীপের গ্রেপ্তারি বাইক চুরি চক্রের শিকড়ে নিয়ে যাবে বলে মনে করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে দিলীপকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি : বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতের নাম দিলীপ (২৩)। পুলিশ জানিয়েছে, দিলীপের বাড়ি দক্ষিণ টাটুয়ারা এলাকায়। সে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা জেরায় স্বীকার করে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কাঁঠালটার এলাকায় নাকা চেকিংয়ের সময় দিলীপকে আটক করে কর্মরত পুলিশকর্মীরা। বাইকের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার হয় সে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। চাপের মুখে পড়ে বাইক চুরির কথা স্বীকার করে নেয় সে। গতকাল দিলীপকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

গত কয়েকমাসে বাইক চুরি বেড়েছে পুরুলিয়া জেলাজুড়ে। পুলিশের কাছে জমা পড়েছে একাধিক অভিযোগ। তবে বাইক চোরদের নাগাল পায়নি পুলিশ। দিলীপের গ্রেপ্তারি বাইক চুরি চক্রের শিকড়ে নিয়ে যাবে বলে মনে করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে দিলীপকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Munich - 16 February 2019
1. US Vice President Mike Pence and German Chancellor Angela Merkel shaking hands
2. Pence greeting Ukrainian President Petro Poroshenko in hallway of Bayerischer Hof hotel
STORYLINE:
US Vice President Mike Pence held talks with German Chancellor Angela Merkel in Munich on Saturday.
The two leaders were attending the Munich Security Conference.
Pence also greeted Ukrainian President Petro Poroshenko in the Bayerischer Hof hotel, where the event was being held.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.