পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি : বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতের নাম দিলীপ (২৩)। পুলিশ জানিয়েছে, দিলীপের বাড়ি দক্ষিণ টাটুয়ারা এলাকায়। সে বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা জেরায় স্বীকার করে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে কাঁঠালটার এলাকায় নাকা চেকিংয়ের সময় দিলীপকে আটক করে কর্মরত পুলিশকর্মীরা। বাইকের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার হয় সে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। চাপের মুখে পড়ে বাইক চুরির কথা স্বীকার করে নেয় সে। গতকাল দিলীপকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
গত কয়েকমাসে বাইক চুরি বেড়েছে পুরুলিয়া জেলাজুড়ে। পুলিশের কাছে জমা পড়েছে একাধিক অভিযোগ। তবে বাইক চোরদের নাগাল পায়নি পুলিশ। দিলীপের গ্রেপ্তারি বাইক চুরি চক্রের শিকড়ে নিয়ে যাবে বলে মনে করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে দিলীপকে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা।