পুরুলিয়া, 11 মার্চ: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া জেলা সফরে এসে জেলাশাসক ও পুলিশ সুপারকেও মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে বলেছিলেন। তারপরই পুরুলিয়া জেলার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় ও জেলাশাসক রজত নন্দা জনতার কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনছেন। শনিবার পুরুলিয়ার এক সময় মাও অধ্যুষিত এলাকা বলে পরিচিত বান্দোয়ানে রীতিমতো খাটিয়া পেতে এলাকার মানুষের সমস্যার কথা শুনলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় (Meeting of Superintendent of Police over Locality Problem)।
এমনকী এই এলাকাতেই 2003 সালে বান্দোয়ান থানার ওসি নীল মাধব দাসের গাড়ি ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিয়েছিলেন মাওবাদীরা। বর্তমানে শান্তি ফিরেছে জঙ্গলমহলে। এখন এই এলাকায় নিশ্চিন্তে যে কোনও সময় ঘোরা ফেরা করছেন মানুষজন। এদিনের এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) চিন্ময় মিত্তল-সহ ওই ব্লকের প্রশাসনিক আধিকারিক গণ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'আস্থা' জেলা পুলিশের এক কর্মসূচিতে ওই থানা এলাকার কাঁটাগড়া-সহ আরও চারটি গ্রামের দরিদ্র মানুষজনকে বস্ত্র বিতরণ, ও বাচ্চাদের শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশপাশি ওই এলাকার মানুষের নানা সুবিধা, অসুবিধা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: মাও আতঙ্ক পরিকল্পিত, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
ওই এলাকার মানুষদের দৈনন্দিন জীবনের সমস্যার কথা লিপিবদ্ধ করেছেন জেলা প্রশাসনের কর্তারা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, "প্রান্তিক এলাকার মানুষজনদের কাছে সরকারি সুযোগ, সুবিধা পৌঁছে দিতে এবং মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতেই জেলা পুলিশের এই 'আস্থা' নামক কর্মসূচি নিয়মিতভাবে করা হচ্ছে।" উল্লেখ্য, এর আগে বাঘমুণ্ডি, অযোধ্যা পাহাড় ও ঝালদার বেশকিছু অংশ যেখানে মাওবাদীদের একসময় দৌরাত্ম্য ছিল, সেইজায়গাতেও জনসংযোগমূলক শিবির করা হয়েছে ৷ এছাড়াও কাঁটাডিতে বন্ধ হয়ে থাকা পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে জেলা পুলিশের তরফে ৷ মাওবাদী আমলে এই ক্যাম্প থেকেই বন্দুক লুট করে পালিয়েছিল তারা ৷ তারপর থেকেই দীর্ঘ 15 বছর এই ক্যাম্প বন্ধ ছিল ৷