ETV Bharat / state

PM Awas Yojana: পুরুলিয়ায় আবাস যোজনার তালিকায় পৌরপ্রধানের মায়ের নাম - TMC Councilor

এবার আবাস যোজনা তালিকায় (Pradhan Mantri Awas Yojana List) পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের মায়ের নাম। তাঁর নাম শংকরি মাহালি ৷ তিনি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালির মা। শংকরি মাহালির দু'টো পাকা বাড়ি, স্বামী প্রাক্তন রেলকর্মী, বড় ছেলে পৌরপ্রধান, বড়ো ছেলের স্ত্রী সরকারি কর্মী, ছোট ছেলে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর। নিয়ম অনুযায়ী তাঁর নাম আবাস যোজনার তালিকায় থাকার কথাই নয়। তবুও আবাস তালিকায় নাম আসতেই বিরোধীরা প্রশ্ন তুলছে শাসকদলের দিকে।

PM Awas Yojana
আবাস যোজনার তালিকায় পৌরপ্রধানের মায়ের নাম
author img

By

Published : Dec 31, 2022, 10:32 PM IST

পুরুলিয়ায় আবাস যোজনার তালিকায় পৌরপ্রধানের মায়ের নাম

পুরুলিয়া, 31 ডিসেম্বর: আবাস যোজনার তালিকায় পুরুলিয়া পৌরসভার (Purulia Municipality) পৌরপ্রধানের মায়ের নাম। এই তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকরি মাহালির নাম রয়েছে আবাস যোজনার তালিকার 793 নম্বরে। শংকরি মাহালি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালির মা। আবার শংকরি মাহালির স্বামী অর্থাৎ পৌরপ্রধানের বাবা উমাকান্ত মাহালি অবসরপ্রাপ্ত রেলকর্মী। তাঁদের ছোট ছেলে অর্থাৎ পৌরপ্রধান নবেন্দু মাহালির ছোট ভাই কৃষ্ণেন্দু মাহালি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)।

একদিকে যখন পুরুলিয়া জেলাজুড়ে দিকে দিকে আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাস যোজনার তালিকায় যোগ্য ব্যক্তিদের নাম না-থাকায় কোথাও পঞ্চায়েত অফিসে তালা, কোথাও পথ অবরোধ আবার কোথাও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বঞ্চিত সাধারণ মানুষজন। তারপরই পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের মায়ের নাম আবাস যোজনার তালিকায় থাকতেই বিরোধীরা আঙুল তুলেছে শাসকদলের দিকে। শংকরি মাহালির দু'টো পাকা বাড়ি, স্বামী প্রাক্তন রেলকর্মী, বড় ছেলে পৌরপ্রধান, বড়ো ছেলের স্ত্রী সরকারি কর্মী, ছোট ছেলে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর।

আরও পড়ুন: ফের আবাস বিতর্ক ! পদত্যাগ প্রধান, উপপ্রধান সহ-8 তৃণমূল কর্মীর

নিয়ম অনুযায়ী তাঁর নাম আবাস যোজনার তালিকায় থাকার কথাই নয়। তবুও আবাস তালিকায় নাম আসতেই বিরোধীরা প্রশ্ন তুলছে শাসকদলের দিকে। বিজেপি (BJP) জেলা সভাপতি বিবেক রাঙ্গার দাবি, আবাস যোজনার তালিকায় চূড়ান্ত দুর্নীতি হয়েছে তারই প্রমাণ এই ঘটনা। পৌরপ্রধানের মা শংকরি মাহালি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি জানান, আবাস যোজনার তালিকায় তাঁর নাম রয়েছে । তবে তা বাতিলের জন্য আবেদন করা হয়েছে। যদিও পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি এ বিষয়ে বলেন, "2017-2018 সালে যখন তালিকা প্রস্তুত করা হয় তখন তিনি পৌরপ্রধান ছিলেন না। ভাই কৃষ্ণেন্দু মাহালি তৃণমূলের কাউন্সিলর থাকার সময় সেই নাম তালিকায় দেওয়া হয়েছিল । যদিও নাম বাতিলের জন্য লিখিত আবেদন করা হয়েছে।"

পুরুলিয়ায় আবাস যোজনার তালিকায় পৌরপ্রধানের মায়ের নাম

পুরুলিয়া, 31 ডিসেম্বর: আবাস যোজনার তালিকায় পুরুলিয়া পৌরসভার (Purulia Municipality) পৌরপ্রধানের মায়ের নাম। এই তালিকা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

পুরুলিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শংকরি মাহালির নাম রয়েছে আবাস যোজনার তালিকার 793 নম্বরে। শংকরি মাহালি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালির মা। আবার শংকরি মাহালির স্বামী অর্থাৎ পৌরপ্রধানের বাবা উমাকান্ত মাহালি অবসরপ্রাপ্ত রেলকর্মী। তাঁদের ছোট ছেলে অর্থাৎ পৌরপ্রধান নবেন্দু মাহালির ছোট ভাই কৃষ্ণেন্দু মাহালি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (TMC Councilor)।

একদিকে যখন পুরুলিয়া জেলাজুড়ে দিকে দিকে আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ উঠেছে। আবাস যোজনার তালিকায় যোগ্য ব্যক্তিদের নাম না-থাকায় কোথাও পঞ্চায়েত অফিসে তালা, কোথাও পথ অবরোধ আবার কোথাও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন বঞ্চিত সাধারণ মানুষজন। তারপরই পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের মায়ের নাম আবাস যোজনার তালিকায় থাকতেই বিরোধীরা আঙুল তুলেছে শাসকদলের দিকে। শংকরি মাহালির দু'টো পাকা বাড়ি, স্বামী প্রাক্তন রেলকর্মী, বড় ছেলে পৌরপ্রধান, বড়ো ছেলের স্ত্রী সরকারি কর্মী, ছোট ছেলে প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর।

আরও পড়ুন: ফের আবাস বিতর্ক ! পদত্যাগ প্রধান, উপপ্রধান সহ-8 তৃণমূল কর্মীর

নিয়ম অনুযায়ী তাঁর নাম আবাস যোজনার তালিকায় থাকার কথাই নয়। তবুও আবাস তালিকায় নাম আসতেই বিরোধীরা প্রশ্ন তুলছে শাসকদলের দিকে। বিজেপি (BJP) জেলা সভাপতি বিবেক রাঙ্গার দাবি, আবাস যোজনার তালিকায় চূড়ান্ত দুর্নীতি হয়েছে তারই প্রমাণ এই ঘটনা। পৌরপ্রধানের মা শংকরি মাহালি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ৷ তিনি জানান, আবাস যোজনার তালিকায় তাঁর নাম রয়েছে । তবে তা বাতিলের জন্য আবেদন করা হয়েছে। যদিও পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি এ বিষয়ে বলেন, "2017-2018 সালে যখন তালিকা প্রস্তুত করা হয় তখন তিনি পৌরপ্রধান ছিলেন না। ভাই কৃষ্ণেন্দু মাহালি তৃণমূলের কাউন্সিলর থাকার সময় সেই নাম তালিকায় দেওয়া হয়েছিল । যদিও নাম বাতিলের জন্য লিখিত আবেদন করা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.