পুরুলিয়া, 4 মার্চ : ফের একবার রাজ্যে সক্রিয় হওয়ার চেষ্টায় মাওবাদীরা ৷ আর তার প্রমাণ মিলল পুরুলিয়ার আড়ষা ব্লকে ৷ 13 দফা দাবিতে আড়ষার চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকায় পোস্টার সাঁটল মাওবাদীরা (Maoist Poster With Several Demands in Purulia) ৷ সাদা কাগজ, লাল কালিতে ছাপা পোস্টারগুলি আজ সকালে স্থানীয়রা দেখতে পান ৷ পোস্টারের নিচে ‘সিপিআই (মাওবাদী)’ উল্লেখ করা হয়েছে ৷ সেখানে কর্মসংস্থান সহ একাধিক দাবি জানানো হয়েছে ৷ সেই দাবিগুলি পূরণ না হলে, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷
সাম্প্রতিক অতীতে, বেশ কয়েকবার মাওবাদীদের হুমকি পোস্টার পাওয়া গিয়েছে জঙ্গলমহল এলাকায় ৷ যা নিয়ে ভবানী ভবনে উচ্চপর্যায়ের বৈঠক ডাকতে বাধ্য হয়েছিলেন রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, ওই বৈঠকগুলিতে রাজ্যে মাওবাদীদের সক্রিয় করতে নতুন নেতৃত্ব গঠন হওয়া নিয়ে গম্ভীর আলোচনা হয় ৷ তার পর থেকে মোটামুটি স্বাভাবিক ছিল পরিস্থিতি ৷ কিন্তু, বিধানসভা ভোটের পর থেকে ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদী হুমকি ৷ আর এ বার কোনও প্রাণে মারার হুমকি নয় ৷ জঙ্গলমহলের সার্বিক উন্নয়নের দাবি দাওয়া নিয়ে পোস্টার মেরেছে মাওবাদীরা ৷
আরও পড়ুন : Purulia Maoist Poster : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, খুনের হুমকি তৃণমূল নেতাদের
যেখানে 13 দফা দাবি পেশ করা হয়েছে মাওবাদীদের তরফে ৷ যে দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, জঙ্গলমহলের বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান, 100 দিনের পরিবর্তে 365 দিনের কাজের সুবিধা, কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রদান, পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমানো, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা, জঙ্গলের কাঁচা কাঠ কাটা বন্ধ করা, দুয়ারে মদ প্রকল্প বন্ধ করা এবং মাওবাদীদের চাকরির প্রলোভন দেখিয়ে আত্মসমর্পণের রাজনীতি বন্ধ সহ একাধিক দাবি জানানো হয়েছে 'সিপিআই মাওবাদী' সংগঠনের তরফে ৷ আর তা না হলে, জঙ্গলমহলের জেলাগুলিতে ফের আন্দোলন শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷