ETV Bharat / state

Man Commits Suicide : অগ্নিদগ্ধ হয়ে মেয়ের মৃত্যু, শোকে আত্মঘাতী বাবা - Man Committed Suicide in Purulia due to daughter death

মেয়ের মৃত্যুশোকে আত্মঘাতী হলেন এক ব্যক্তি (Man Committed Suicide) ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফঃস্বল থানার ঘাগরজুড়ি গ্রামে ৷ পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

Man Committed Suicide
অগ্নিদগ্ধ হয়ে মেয়ের মৃত্যু, শোকে আত্মঘাতী বাবা!
author img

By

Published : Dec 13, 2021, 4:51 PM IST

Updated : Dec 13, 2021, 5:59 PM IST

পুরুলিয়া, 13 ডিসেম্বর : মেয়ের মৃত্যুশোকে আত্মঘাতী হলেন বাবা ! এমন ঘটনাই ঘটেছে পুরুলিয়ার মফঃস্বল থানার ঘাগরজুড়ি গ্রামে (Man Committed Suicide in Purulia due to daughter death) ৷ রবিবার সকালে স্টোভ ব্লাস্ট করে অগ্নিদগ্ধ হয়ে যান বছর তেরোর বালিকা রীতা মাহাতো ৷ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রীতাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মেয়ের মৃত্যু শোকে গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে বাবা নির্মল মাহাতো আত্মহত্যা করেন (Man Commits Suicide) ৷ পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নির্মল মাহাতো এবং তাঁর স্ত্রী রবিবার সকালে মাঠে ধান কাটছিলেন ৷ সেই সময় বাড়িতে স্টোভ জ্বালিয়ে রান্না করছিল রীতা ৷ তখনই স্টোভ ব্লাস্ট করে ৷ রীতার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ মেয়েটির শরীরের অধিকাংশই পুড়ে যায় ৷ রীতাকে দেবেন সদর হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷

আরও পড়ুন : Suicide over family dispute in Ashoknagar : ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বৃদ্ধার

মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত নির্মল মাহাতো গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে খবর ৷ নির্মল মাহাতোর আরও দুই মেয়ে রয়েছে ৷ বাবা-মেয়ের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় ৷

পুরুলিয়া, 13 ডিসেম্বর : মেয়ের মৃত্যুশোকে আত্মঘাতী হলেন বাবা ! এমন ঘটনাই ঘটেছে পুরুলিয়ার মফঃস্বল থানার ঘাগরজুড়ি গ্রামে (Man Committed Suicide in Purulia due to daughter death) ৷ রবিবার সকালে স্টোভ ব্লাস্ট করে অগ্নিদগ্ধ হয়ে যান বছর তেরোর বালিকা রীতা মাহাতো ৷ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রীতাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মেয়ের মৃত্যু শোকে গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে বাবা নির্মল মাহাতো আত্মহত্যা করেন (Man Commits Suicide) ৷ পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নির্মল মাহাতো এবং তাঁর স্ত্রী রবিবার সকালে মাঠে ধান কাটছিলেন ৷ সেই সময় বাড়িতে স্টোভ জ্বালিয়ে রান্না করছিল রীতা ৷ তখনই স্টোভ ব্লাস্ট করে ৷ রীতার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ মেয়েটির শরীরের অধিকাংশই পুড়ে যায় ৷ রীতাকে দেবেন সদর হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷

আরও পড়ুন : Suicide over family dispute in Ashoknagar : ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বৃদ্ধার

মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত নির্মল মাহাতো গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে খবর ৷ নির্মল মাহাতোর আরও দুই মেয়ে রয়েছে ৷ বাবা-মেয়ের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায় ৷

Last Updated : Dec 13, 2021, 5:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.