ETV Bharat / state

Suvendu Adhikari: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে না ; অভিযোগ শুভেন্দুর - West Bengal

রাজ্যে শিশুমৃত্যুর ঘটনায় রাজ্য সরকারকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ গতকাল পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালে যান তিনি ৷ সেখানেই এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
author img

By

Published : Sep 17, 2021, 8:38 AM IST

পুরুলিয়া, 17 সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে বেশ কয়েকটি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবার সেই প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকায় অনুষ্ঠিত বিজেপির একটি বিশেষ কর্মী সম্মেলনের শেষে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে দেখা করে অসুস্থ শিশুদের বিষয়ে খোঁজ খবর নেন তিনি ।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "শিশুদের মধ্যে করোনার লক্ষণ থাকা সত্ত্বেও করোনা পরীক্ষা করা হচ্ছে না । আজকে খবর জানাজানি হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতরের কর্তারা । এখানে চিকিৎসা পরিকাঠামোর যথেষ্ট ব্যবস্থা নেই । অন্তত বাড়ির সদস্যদের অনুমতি নিয়ে শিশুদের করোনা পরীক্ষা করাতে হবে । আর যদি কোনও শিশুর অবস্থা গুরুতর হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য কলকাতা কিংবা অন্য কোথাও নিয়ে গিয়ে সরকারিভাবে চিকিৎসা করানো হোক । যদি না পারেন তাহলে স্থানীয় সাংসদ, বিধায়কের সঙ্গে বলুন আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব । "

শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: পুরুলিয়ার সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 235 জন শিশু

শিশুমৃত্যুর বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ শাসক-বিরোধী কেউই কাউকে একইঞ্চিও জমি ছাড়ছে না ৷ গতকাল রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যকে আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পিছিয়ে নেই শাসক শিবিরও ৷ দু'দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্যে শিশুমৃত্যুর ঘটনার বিষয়ে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে তোপ দাগলেন তিনি ৷

পুরুলিয়া, 17 সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে বেশ কয়েকটি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবার সেই প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার পুরুলিয়া শহরের তেলকলপাড়া এলাকায় অনুষ্ঠিত বিজেপির একটি বিশেষ কর্মী সম্মেলনের শেষে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা। সেখানেই হাসপাতালের ডেপুটি সুপারের সঙ্গে দেখা করে অসুস্থ শিশুদের বিষয়ে খোঁজ খবর নেন তিনি ।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "শিশুদের মধ্যে করোনার লক্ষণ থাকা সত্ত্বেও করোনা পরীক্ষা করা হচ্ছে না । আজকে খবর জানাজানি হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতরের কর্তারা । এখানে চিকিৎসা পরিকাঠামোর যথেষ্ট ব্যবস্থা নেই । অন্তত বাড়ির সদস্যদের অনুমতি নিয়ে শিশুদের করোনা পরীক্ষা করাতে হবে । আর যদি কোনও শিশুর অবস্থা গুরুতর হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য কলকাতা কিংবা অন্য কোথাও নিয়ে গিয়ে সরকারিভাবে চিকিৎসা করানো হোক । যদি না পারেন তাহলে স্থানীয় সাংসদ, বিধায়কের সঙ্গে বলুন আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেব । "

শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: পুরুলিয়ার সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 235 জন শিশু

শিশুমৃত্যুর বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ শাসক-বিরোধী কেউই কাউকে একইঞ্চিও জমি ছাড়ছে না ৷ গতকাল রাজ্যে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যকে আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পিছিয়ে নেই শাসক শিবিরও ৷ দু'দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্যে শিশুমৃত্যুর ঘটনার বিষয়ে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে তোপ দাগলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.