পুরুলিয়া, 13 জুলাই: পুরুলিয়া জেলার কানালি গ্রামে জোড়া খুনের ঘটনার পর পার হয়ে গিয়েছে তিনটি দিন (Businessman Murder case in Purulia)। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । এমনকী এখনও পর্যন্ত খুনের কারণও পরিষ্কার নয় । কারণ শুধু ছিনতাই হলে বাবা-ছেলেকে এভাবে খুন হতে হত না বলেই মনে করছেন অনেকে । অন্যদিকে এই খুনে ক'জন ব্যক্তি জড়িত ছিলেন ? তারা কোন পথে গিয়েছে ? পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও শত্রুতার জেরে এই ঘটনা এমন সব বহু প্রশ্নের উত্তর এখনও অজানা ।
বুধবার ঘটনাস্থলের আশপাশের ঝোপ ঝাড়গুলো মেটাল ডিটেক্টর দিয়ে দেখা হয় । এই ঘটনায় জেলা পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি । তবু এখনও তদন্তে কোনও উন্নতি না হওয়ায় হতাশ পরিবার-পরিজন থেকে শুরু করে গ্রামবাসীরা । পেট্রল পাম্প মালিক থেকে শুরু করে কর্মী সকলেই বলছেন পাম্পে কারও সঙ্গে তাঁদের বিবাদ ছিল না । দুষ্কৃতীরা খুনের পর ঝাড়খণ্ডে গা ঢাকা দিতে পারে বলে মনে করছেন পুলিশকর্মীরা ৷ কারণ ঝাড়খণ্ড সীমান্তেই ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের দূরত্ব কম-বেশি তিন থেকে চার কিমি ।
আরও পড়ুন : পুরুলিয়ায় দুষ্কৃতীদের হাতে খুন পেট্রল পাম্প ব্যবসায়ী বাবা-ছেলে
উল্লেখ্য, শনিবার কানালি গ্রামের অদূরে ফাঁকা মাঠ দিয়ে মদন পাণ্ডে ও কানাই পাণ্ডে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় কিছু দুষ্কৃতী আচমকা তাঁদের ওপর চড়াও হয় ৷ ধারালো অস্ত্রের কোপে মারা যান বাবা-ছেলে দু'জনেই ৷ তাঁরা একটি পেট্রল পাম্পে কাজ করতেন ৷ তাঁদের মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই দোষীদের গ্রেফতারের দাবিতে চাষার মোড় এলাকা বেশ কিছুক্ষণ অবরোধ করেন এলাকাবাসী ৷ যদিও পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় ৷ পরিবারের পক্ষ থেকেও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ৷ এসপির নির্দেশে জেলা জুড়ে তড়িঘড়ি নাকাচেকিং শুরু হয় এলাকায় ।