ETV Bharat / state

Jhalda Congress Councillor: ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে রক্ষাকবচ দিল হাইকোর্ট - ঝালদা

ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে তপন কান্দু খুনের ঘটনায় তলব করেছে সিবিআই ৷ এছাড়া তাঁকে ঝালদা থানায় আগুন লাগানোর ঘটনায়ও পুলিশ নোটিশ পাঠিয়েছে ৷ এ নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন (HC protection to Jhalda Congress Councillor) ৷

Jhalda Purulia
ETV Bharat
author img

By

Published : Nov 4, 2022, 12:32 PM IST

Updated : Nov 4, 2022, 1:25 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ঝলদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । ঝালদা পৌরসভায় অনাস্থা প্রস্তাবের বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন তিনি । তাঁকে গ্রেফতার করা যাবে না । এছাড়া তদন্তে সহযোগিতা করবেন পিন্টু চন্দ এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

তপন কান্দু হত্যা মামলার তদন্ত করছে সিবিআই । সেই মামলাতে পিন্টু চন্দকে সাক্ষী হিসেবে তলব করেছে সিবিআই । পাশাপাশি ঝালদা থানায় আগুন লাগার ঘটনায় চন্দকে তদন্তের স্বার্থে নোটিশ পাঠানো হয়েছিল । দু'টি মামলার তদন্তে পিন্টু চন্দের নাম জড়িত ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের

আদালত সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে নোটিশ পাঠায় পুলিশ ৷ সেই সময় তিনি তপন কান্দু খুনের সাক্ষী ৷ এই অবস্থায় তাঁকে ডেকে সাক্ষী থেকে কী ভাবে অভিযুক্ত করা হল, সে প্রশ্ন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পিন্টু চন্দ ৷

পাশাপাশি 21 নভেম্বর অনাস্থা প্রস্তাবের বৈঠকের আগেই তাঁকে অপরাধী ঘোষণার আশঙ্কা করছেন পিন্টু । তাঁর আইনজীবীর দাবি, ঝলদা থানায় আগুন লাগার ঘটনায় অপরাধী ঘোষণার জন্য নিম্ন আদালতের দ্বারস্থ হয় পুলিশ। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তাই বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ ।

কলকাতা, 4 নভেম্বর: ঝলদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট । ঝালদা পৌরসভায় অনাস্থা প্রস্তাবের বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন তিনি । তাঁকে গ্রেফতার করা যাবে না । এছাড়া তদন্তে সহযোগিতা করবেন পিন্টু চন্দ এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

তপন কান্দু হত্যা মামলার তদন্ত করছে সিবিআই । সেই মামলাতে পিন্টু চন্দকে সাক্ষী হিসেবে তলব করেছে সিবিআই । পাশাপাশি ঝালদা থানায় আগুন লাগার ঘটনায় চন্দকে তদন্তের স্বার্থে নোটিশ পাঠানো হয়েছিল । দু'টি মামলার তদন্তে পিন্টু চন্দের নাম জড়িত ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের

আদালত সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দকে নোটিশ পাঠায় পুলিশ ৷ সেই সময় তিনি তপন কান্দু খুনের সাক্ষী ৷ এই অবস্থায় তাঁকে ডেকে সাক্ষী থেকে কী ভাবে অভিযুক্ত করা হল, সে প্রশ্ন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পিন্টু চন্দ ৷

পাশাপাশি 21 নভেম্বর অনাস্থা প্রস্তাবের বৈঠকের আগেই তাঁকে অপরাধী ঘোষণার আশঙ্কা করছেন পিন্টু । তাঁর আইনজীবীর দাবি, ঝলদা থানায় আগুন লাগার ঘটনায় অপরাধী ঘোষণার জন্য নিম্ন আদালতের দ্বারস্থ হয় পুলিশ। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তাই বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ ।

Last Updated : Nov 4, 2022, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.