পুরুলিয়া, 12 এপ্রিল : অগ্নিকাণ্ডে নাম জড়াল ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলরের ৷ পুরুলিয়ার ওই পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম বিপ্লব কয়াল ৷ তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত ভাবে অভিযোগ দায়ের করল ঝালদা থানার পুলিশ (Jahlda Police Files Suo Moto Case against Congress Councilor in a Fire) ।
অভিযোগ, গতকাল দুপুর প্রায় 1টা নাগাদ সুবর্ণ বণিক অন্নপূর্ণা প্রতিমার ঘট বিসর্জনের সময় বাজিপটকা ফাটানোর কারণে আগুন ছিটকে পড়ে পুরনো ঝালদা থানার বাজেয়াপ্ত করা গাড়িতে । আগুন লাগে পুরোনো ঝালদা থানার পার্কিংস্থলে রাখা বাজেয়াপ্ত করা গাড়িগুলিতে (Jhalda Fire) । তৎক্ষণাৎ ঘটনাস্থল দলমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ।
এরপরই সুবর্ণ বণিক অন্নপূর্ণা মন্দির কমিটির সম্পাদকের দায়িত্বে থাকা 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল (Jhalda Congress Councilor Biplab Kayal)-সহ মন্দির কমিটির দায়িত্বে থাকা বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঝালদা থানার পুলিশ । যদিও অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল ।
আরও পড়ুন : Jhalda police station fire: তপন কান্দু খুনের প্রমাণ লোপাটে ঝালদা থানায় আগুন ?