ETV Bharat / state

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলে শেষ কথা হয়েছিল বিশ্বরূপের - ভিডিয়ো কলে শেষ কথা হয়েছিল বিশ্বরূপের

শেষ কথা হয়েছিল গতকাল । আর আজ সংবাদমাধ্যমের থেকে খবরটা পেতেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মীর গুলিতে মৃত জওয়ান বিশ্বরূপের মা ও বাবা ।

ITBP Jawan Bishwarup last talk to his Family through Whatsapp Video Call
বিশ্বরূপ
author img

By

Published : Dec 4, 2019, 11:46 PM IST

পুরুলিয়া, 4 ডিসেম্বর : হোয়াটসঅ্যাপ ভিডিয়োয় গতকালও কথা হয়েছিল । তখনও বুঝতে পারেনি শেষবারের মতো কথা বলছেন ছেলের সঙ্গে । আর আজ সংবাদমাধ্যমের থেকে খবরটা পেতেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মীর গুলিতে মৃত জওয়ান বিশ্বরূপের মা ও বাবা । শোকের ছায়ায় ভেঙে পড়েছে পরিবারও ।

পুরুলিয়ার কুকড়ামুড়া গ্রামের বাসিন্দা ITBP জওয়ান বিশ্বরূপ মাহাত । 2014 সালে ITBP-তে যোগদান করেন । প্রথম রাজস্থানে কর্মরত ছিলেন । বছরখানেক আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে পোস্টিং হয় তাঁর ।

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । এই মৃত জওয়ানদের পশ্চিমবঙ্গের তিন জন ছিলেন । যার মধ্যে একজন হলেন বিশ্বরূপ মাহাত ।

ITBP Jawan Bishwarup last talk to his Family through Whatsapp Video Call
কান্না ভেঙে পড়েছেন সহকর্মীর গুলিতে মৃত জওয়ান বিশ্বরূপের মা

বিশ্বরূপের বাবা ভীমচন্দ্র মাহাত বলেন, "কালীপুজোয় ছেলে ছুটিতে এসেছিল । প্রায়ই ভিডিয়ো কলে কথা হত । ভাবতেই পারছি না ছেলে আর নেই । ছেলে ইহলোক থেকে পরলোক চলে গেল । এখন আর কিছু চাওয়ার নেই ।"

পুরুলিয়া, 4 ডিসেম্বর : হোয়াটসঅ্যাপ ভিডিয়োয় গতকালও কথা হয়েছিল । তখনও বুঝতে পারেনি শেষবারের মতো কথা বলছেন ছেলের সঙ্গে । আর আজ সংবাদমাধ্যমের থেকে খবরটা পেতেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মীর গুলিতে মৃত জওয়ান বিশ্বরূপের মা ও বাবা । শোকের ছায়ায় ভেঙে পড়েছে পরিবারও ।

পুরুলিয়ার কুকড়ামুড়া গ্রামের বাসিন্দা ITBP জওয়ান বিশ্বরূপ মাহাত । 2014 সালে ITBP-তে যোগদান করেন । প্রথম রাজস্থানে কর্মরত ছিলেন । বছরখানেক আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে পোস্টিং হয় তাঁর ।

গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । এই মৃত জওয়ানদের পশ্চিমবঙ্গের তিন জন ছিলেন । যার মধ্যে একজন হলেন বিশ্বরূপ মাহাত ।

ITBP Jawan Bishwarup last talk to his Family through Whatsapp Video Call
কান্না ভেঙে পড়েছেন সহকর্মীর গুলিতে মৃত জওয়ান বিশ্বরূপের মা

বিশ্বরূপের বাবা ভীমচন্দ্র মাহাত বলেন, "কালীপুজোয় ছেলে ছুটিতে এসেছিল । প্রায়ই ভিডিয়ো কলে কথা হত । ভাবতেই পারছি না ছেলে আর নেই । ছেলে ইহলোক থেকে পরলোক চলে গেল । এখন আর কিছু চাওয়ার নেই ।"

Intro:পুরুলিয়া : গতকালই হোয়াটস্যাপে ভিডিও কলে শেষ বারের মতো গোটা পরিবারের সাথে কথা হয়েছিল পুরুলিয়ার কুকড়ামুড়া গ্রামের বাসিন্দা ITBP জওয়ান বিশ্বরূপ মাহাতোর l আর আজ বিকেলে সাংবাদিকদের মাধ্যমেই খবর পায় সহকর্মীদের গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর l ঘটনার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে ষাটোর্ধ বাবা-মা, দুই দাদা ও বৌদি ও খুদে ভাইজিরা l শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় l
Body:মৃত জওয়ানের দাদা আশীষ মাহাতো জানান, "বিগত কালীপুজোর ছুটিতে শেষ বারের মতো বাড়ি এসেছিল বিশ্বরূপ l সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম l বিগত 3 নভেম্বর ছুটি কাটিয়ে এখান থেকেই রওনা দেয় সে l তারপর প্রায়দিনই মোবাইল ফোনে হোয়াটস্যাপে ভিডিও কলে কথা হতো তার সাথে l কালকেও কথা হয় l আর আজকে জানলাম তার মৃত্যু হয়েছে l আমরা নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি l তাই একাধিকবার তাকে ফোন করার চেষ্টা করি l কিন্তু ফোন বন্ধ পাই l"

মৃতের বাবা ভীম চন্দ্র মাহাতো জানান, "ছেলের মুখটা এখনও ভেসে উঠছে চোখে l সে পরিবারের জন্য অনেক কিছু করেছে l 2014 সালে সে ITBP তে যোগদান করে l প্রথমে তার পোস্টিং ছিল রাজস্থানে l এক বছর আগে তার পোস্টিং হয় ছত্তিশগড়ের নারায়ণগড়ে l পরিবারের সকলকে খুবই ভালোবাসতো সে l তার বিয়ের ব্যাপারেও তোড়জোড় শুরু হয়েছিল l কিন্তু এভাবে হঠাৎ সবাইকে না জানিয়ে চলে যাবে তা স্বপ্নেও ভাবিনি l আমরা ঘটনার সত্যতা এখনও জানিনি l কি ঘটেছিলো সেখানে? কেনই বা গুলি চালালো তার সহকর্মী? আমরা চাইছি ঘটনার তদন্ত করুক পুলিশ-প্রশাসন l" মৃতের মা ভাগ্য মাহাতোর ঘটনার খবর শুনেই কান্নায় ভেঙে পড়েন l
Conclusion:পুলিশ সূত্রে খবর, ছত্তিশগড়ের নারায়নপুরে এক সহকর্মীর গুলিতেই প্রাণ হারান পুরুলিয়ার বাসিন্দা ITBP জওয়ান বিশ্বরূপ মাহাতোর (27) l একইভাবে প্রাণ হারান তার আরও চার সহকর্মী l পরে সেই জওয়ানও গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে খবর l এছাড়াও ঘটনায় আহত হন আরও দুই জওয়ান l বর্তমানে তারা চিকিৎসাধীন l মৃত জওয়ানদের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন তিনজন l তারা হলেন পুরুলিয়ার আড়ষা থানার কুকড়ামুড়া গ্রামের বাসিন্দা বিশ্বরূপ মাহাতো, বর্ধমানের কালনা এলাকার উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ সরকার ও নদীয়ার কৃষ্ণনগরের বিলকুমারী গ্রামের বাসিন্দা মাসুদুল রহমান l আরও জানা যায়, নারায়নপুরের কাদেনার ক্যাম্পে কর্মরত ছিলেন বিশ্বরূপ l সেখানে মাসদুল রহমান নামে এক আইটিবিপি কনস্টেবল বিবাদের জেরে হঠাৎ করে নিজের সার্ভিস রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় এবং নিজেও আত্মহত্যা করে l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.