পুরুলিয়া, 4 ডিসেম্বর : হোয়াটসঅ্যাপ ভিডিয়োয় গতকালও কথা হয়েছিল । তখনও বুঝতে পারেনি শেষবারের মতো কথা বলছেন ছেলের সঙ্গে । আর আজ সংবাদমাধ্যমের থেকে খবরটা পেতেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মীর গুলিতে মৃত জওয়ান বিশ্বরূপের মা ও বাবা । শোকের ছায়ায় ভেঙে পড়েছে পরিবারও ।
পুরুলিয়ার কুকড়ামুড়া গ্রামের বাসিন্দা ITBP জওয়ান বিশ্বরূপ মাহাত । 2014 সালে ITBP-তে যোগদান করেন । প্রথম রাজস্থানে কর্মরত ছিলেন । বছরখানেক আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে পোস্টিং হয় তাঁর ।
গতকাল ছত্তিশগড়ের নারায়ণপুরে মাসুদুল রহমান(33) নামে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে । ঘটনাস্থানেই মৃত্যু হয় চার জনের । পরে আত্মঘাতী হন মাসুদুল । এই ঘটনায় জখম হয় আরও তিন জওয়ান । তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয় । এই মৃত জওয়ানদের পশ্চিমবঙ্গের তিন জন ছিলেন । যার মধ্যে একজন হলেন বিশ্বরূপ মাহাত ।
বিশ্বরূপের বাবা ভীমচন্দ্র মাহাত বলেন, "কালীপুজোয় ছেলে ছুটিতে এসেছিল । প্রায়ই ভিডিয়ো কলে কথা হত । ভাবতেই পারছি না ছেলে আর নেই । ছেলে ইহলোক থেকে পরলোক চলে গেল । এখন আর কিছু চাওয়ার নেই ।"