ETV Bharat / state

পুরুলিয়ায় BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব, প্রশিক্ষণ শিবিরে হাতাহাতি

এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে জেলা BJP নেতৃত্ব । উভয় পক্ষই বরাবাজার থানায় অভিযোগ দায়ের করেছে l ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ l

author img

By

Published : Oct 17, 2020, 2:33 PM IST

Purulia
Purulia

পুরুলিয়া, 17 অক্টোবর : প্রকাশ্যে এল BJP-এর গোষ্ঠীদ্বন্দ্ব । দলীয় প্রশিক্ষণ শিবিরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে হাতাহাতি, মারামারি হয় । বচসা চরম পর্যায়ে চলে যাওয়ায় চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত হয় দু'পক্ষের মধ্যে । ঘটনায় দুই পক্ষের আহত হয়েছেন 10 জনেরও বেশি l ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বরাবাজারে l

এদিনের এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে জেলা BJP নেতৃত্ব । উভয় পক্ষই বরাবাজার থানায় অভিযোগ দায়ের করেছে l ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ l

জানা গিয়েছে, বরাবাজারে BJP-এর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় l ওই কর্মসূচি চলার সময়ই BJPএর দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা পরে হাতাহাতি শুরু হয় l ঘটনায় উভয় পক্ষের আহত হয় দশ জনেরও বেশী কর্মী l তাঁদের স্থানীয় বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় l এরপরই উভয় পক্ষই বরাবাজার থানায় অভিযোগ দায়ের করে l

এ বিষয়ে জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "এদিনের ঘটনায় ইন্ধন জুগিয়েছে তৃণমূল l তৃণমূলের উস্কানিতে দলের কিছু মানুষ এই ধরনের আচরণ করছে l যে সমস্ত BJP কর্মীরা এই ধরনের আচরণ করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল l"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব । জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালী বলেন, "বরাবাজারে পঞ্চায়েত সমিতি থেকে বেশ কিছু পঞ্চায়েত BJP-এর দখলে রয়েছে l একে অপরের দিকে দুর্নীতির অভিযোগ তুলেই এই ঘটনা ঘটেছে l BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব জেলার সর্বত্রই রয়েছে l"

পুরুলিয়া, 17 অক্টোবর : প্রকাশ্যে এল BJP-এর গোষ্ঠীদ্বন্দ্ব । দলীয় প্রশিক্ষণ শিবিরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে হাতাহাতি, মারামারি হয় । বচসা চরম পর্যায়ে চলে যাওয়ায় চেয়ার ছোড়াছুড়ি পর্যন্ত হয় দু'পক্ষের মধ্যে । ঘটনায় দুই পক্ষের আহত হয়েছেন 10 জনেরও বেশি l ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বরাবাজারে l

এদিনের এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পড়েছে জেলা BJP নেতৃত্ব । উভয় পক্ষই বরাবাজার থানায় অভিযোগ দায়ের করেছে l ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ l

জানা গিয়েছে, বরাবাজারে BJP-এর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় l ওই কর্মসূচি চলার সময়ই BJPএর দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা পরে হাতাহাতি শুরু হয় l ঘটনায় উভয় পক্ষের আহত হয় দশ জনেরও বেশী কর্মী l তাঁদের স্থানীয় বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় l এরপরই উভয় পক্ষই বরাবাজার থানায় অভিযোগ দায়ের করে l

এ বিষয়ে জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "এদিনের ঘটনায় ইন্ধন জুগিয়েছে তৃণমূল l তৃণমূলের উস্কানিতে দলের কিছু মানুষ এই ধরনের আচরণ করছে l যে সমস্ত BJP কর্মীরা এই ধরনের আচরণ করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল l"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব । জেলা তৃণমূল মুখপাত্র নবেন্দু মাহালী বলেন, "বরাবাজারে পঞ্চায়েত সমিতি থেকে বেশ কিছু পঞ্চায়েত BJP-এর দখলে রয়েছে l একে অপরের দিকে দুর্নীতির অভিযোগ তুলেই এই ঘটনা ঘটেছে l BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব জেলার সর্বত্রই রয়েছে l"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.