ETV Bharat / state

নতুন বছরে দুর্ঘটনায় মৃত্যু এক পুলিশকর্মীর, আহত ডিএসপি-সহ 4 - Purulia Road Accident

Purulia Road Accident: বর্ষশেষের রাতে রাস্তায় দুর্ঘটনার কবলে ডিএসপি-সহ 4 পুলিশকর্মী ৷ নতুন বছরের সকালে মৃত্যু হয় এক কনস্টেবলের ৷

ফাইল ছবি
Purulia Road Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 7:17 PM IST

পুরুলিয়া, 1 জানুয়ারি: বর্ষবরণের রাতে পুরুলিয়া শহরে ঘটে গেল দুর্ঘটনা! রবিবার গভীর রাতে ডিউটি সেরে ফেরার পথে পুরুলিয়ার রাঘবপুর মোড়ে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে পাঁচ পুলিশ কর্মীকে। যার ফলে ডিএসপি ট্রাফিক মিহির কুমার দে-সহ আরও চার পুলিশ কর্মী জখম হন। তাঁদের মধ্যে গুরুতর আহত এক পুলিশ কর্মীর সোমবার সকালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ বলেন, "মৃত ওই পুলিশকর্মীর নাম বাবলু গরাই। তার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানা এলাকায়। তিনি চাকরি সূত্রে পুরুলিয়া শহরে ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনাক্রমে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ডিউটি সেরে ফেরার সময় পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ের কাছে মোট পাঁচ পুলিশকর্মী যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তখন উলটোদিক থেকে আসা এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ ভ্যানে। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয়।

কিন্তু পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনার দিন রাতেই দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় আহতদের দেখতে হাসপাতালে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ-সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা।

আরও পড়ুন

  1. নববর্ষে পিকনিকে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জামশেদপুরে মৃত 6
  2. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12; আহত 14
  3. মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু একই পরিবারের 5 ভারতীয়ের

পুরুলিয়া, 1 জানুয়ারি: বর্ষবরণের রাতে পুরুলিয়া শহরে ঘটে গেল দুর্ঘটনা! রবিবার গভীর রাতে ডিউটি সেরে ফেরার পথে পুরুলিয়ার রাঘবপুর মোড়ে একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে পাঁচ পুলিশ কর্মীকে। যার ফলে ডিএসপি ট্রাফিক মিহির কুমার দে-সহ আরও চার পুলিশ কর্মী জখম হন। তাঁদের মধ্যে গুরুতর আহত এক পুলিশ কর্মীর সোমবার সকালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ বলেন, "মৃত ওই পুলিশকর্মীর নাম বাবলু গরাই। তার বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা থানা এলাকায়। তিনি চাকরি সূত্রে পুরুলিয়া শহরে ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনাক্রমে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ডিউটি সেরে ফেরার সময় পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ের কাছে মোট পাঁচ পুলিশকর্মী যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তখন উলটোদিক থেকে আসা এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ ভ্যানে। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয়।

কিন্তু পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ গাড়িটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। ঘটনার দিন রাতেই দলীয় কর্মসূচি সেরে ফেরার সময় আহতদের দেখতে হাসপাতালে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার প্রমুখ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ-সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা।

আরও পড়ুন

  1. নববর্ষে পিকনিকে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় জামশেদপুরে মৃত 6
  2. ডাম্পারের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ল বাস, জীবন্ত দগ্ধ হয়ে মৃত কমপক্ষে 12; আহত 14
  3. মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা! মৃত্যু একই পরিবারের 5 ভারতীয়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.