পুরুলিয়া, 16 অগস্ট : মনসা পুজো পুরুলিয়া জেলায় একটু যেন বেশিই উন্মাদনা তৈরি করে ৷ মনসা পুজো এখানে হাঁসের মাংস খাওয়ার পরব ৷ হাঁস বলির রীতি প্রচলন আছে এই পরবে ৷ তার সংখ্যা জেলাজুড়ে লক্ষাধিক ৷ এই মনসা পুজোর জনপ্রিয়তা এমনই, হয়তো জেলায় এমন একটিও হিন্দু পরিবার পাওয়া যাবে না যেখানে এদিন হাঁস বলি হয় না, সে যেকোন প্রত্যন্ত অঞ্চল হোক বা শহরই হোক না কেন ৷ বিগত কিছু বছর ধরে পুরুলিয়া শহর এবং সংলগ্ন এলাকায় হাঁস বলির চল কমে গিয়েছিল ৷ তবে ইদানীং তা ফের বেড়েছে ৷
পুরুলিয়ার বিশেষ পরব হল মনসা পুজো ৷ ধনী-দরিদ্র সকলেই মাতেন সর্পদেবীর পুজোয় ৷ পুজোর পর মাংস আর ভাত খাওয়ার চল খানিক প্রসাদ গ্রহণের মতোই ৷ এর পিছনে অনেকের যুক্তি, পুরুলিয়ার মানুষজন চাষের কাজ শেষ করার পর পুজোটি করেন ৷ চাষ আবাদ করা মানুষ ধান রোপণের কাজ করে শেষ করে এই উৎসব উপভোগ করেন ৷ তাই উৎসবের মেজাজে খাওয়া-দাওয়ার তালিকায় থাকে মাংস-ভাত ৷ যে বছর বৃষ্টি ভাল হয়, ধান চাষও ভাল হয় ৷ সেই বছর পুজোর আনন্দ দ্বিগুণ হয় ৷ আত্মীয় নিমন্ত্রণ করেও খাওয়ানোর চলও রয়েছে ৷
এবারে পুজো মঙ্গলবার অর্থাৎ কাল ৷ সারাদিন উপোসের পর পুজো এবং তারপর হাঁস বলি ৷ পুজোর আগের দিন অর্থাৎ আজ 'বার' পালন করা হয় ৷ এদিন নখ কাটার নিয়ম ৷ এদিনই বাড়ি-ঘর পরিষ্কার, ধোওয়া-মোছা, মনসা প্রতিমা নিয়ে আসা হয় ৷ এক কথায় এদিন সারাদিন ধরে চলেছে পুজোর প্রস্তুতি ৷ পুজোর পরের দিন অর্থাৎ বুধবার 'পান্না' পালন করা হয় ৷ এদিনই আসল খাওয়া-দাওয়ার ব্যবস্থা ৷ পুজোয় যে হাঁসটি প্রসাদ চড়িয়ে বলি দেওয়া হয়েছিল, সেটাই রান্না করে খাওয়ার দিন এটি ৷ এই মাংস-ভাত প্রসাদ হিসাবেই গ্রহণ করেন পুরুলিয়াবাসী ৷
সোমবার পুরুলিয়ার সমস্ত হাটে-বাজারে ছিল হাঁসের বিকিকিনি ৷ চৈ চৈ ডাকে ভরে ছিল এলাকা ৷ মনসা পুজোর বাজারকে ঘিরে পুরুলিয়ার বরটার হাটের রাস্তায় এত ভিড় হয় যে দীর্ঘ সময় যানজট তৈরি হয়ে যায় ৷ হাটে দেখা যায়, মুড়ি-মুড়কির মতো বিকোচ্ছে হাঁস ৷ সর্বনিম্ন 200 টাকা আর সর্বোচ্চ 400 টাকা প্রতিটি ৷ কোনও কোনও হাঁস বিক্রেতা আবার এই বলে আক্ষেপ করছেন যে, হাঁসের আমদানি প্রচুর তাই ভাল ভাল দামে বিক্রি করতে পারছেন না ৷
মনসা পুজোর এই রীতি নিয়ে পুরুলিয়ার অধ্যাপক দিলীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, "মনসা পুজো যেন পুরুলিয়াবাসীর কাছে জাতিগত আনন্দে পরিণত হয়েছে ৷ আগে জাতপাতের বিচারে যাঁদের নিম্নশ্রেণির বলে গণ্য করা হত, মনসা পুজো মূলত তাঁরাই করতেন ৷ কিন্তু এখন ধীরে ধীরে তথাকথিত উচ্চবর্গভুক্তরাও এই আনন্দে সামিল হচ্ছেন ৷"
পুরুলিয়ার মনসা পুজোর ইতিহাস বা তার ব্যাখ্যা যাই হোক না কেন, আগামী দু'টো দিন এখানে মানুষ মনসা পুজো আর হাঁসের মাংসের প্রসাদে মেতে থাকবেন ৷
আরও পড়ুন : নিভতে বসেছে হাজার বছরের দেউল, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন