পুরুলিয়া, 22 জানুয়ারি : পুরুলিয়া জেলার হুড়া ব্লকের রখেরা বিশপুরিয়া অঞ্চলের বাজার কলোনিতে সদ্য মা ও বাবাকে হারিয়েছে চার শিশু । এই চার অনাথের পাশে দাঁড়ালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ।
প্রসঙ্গত,ওই পরিবারে প্রায় এক সপ্তাহ আগে মারা যান লক্ষ্মী সর্দার । এর আগে মাস ছয় আগেই মারা গেছেন মথুর সর্দার । পরিবারে এখন শুধুই তাঁদের তিন শিশু কন্যা এবং এক শিশু পুত্র । তাদের লালন পালনের জন্য বর্তমানে পরিবারে কেউ নেই । নেই কোনও আত্মীয় স্বজনও । সদ্য মা মারা যাওয়ার পর, গ্রামবাসীরাই চার সন্তানের ভরসা । অপরদিকে তাদের বাড়ি নেই বললেই চলে । প্রবল শীত উপেক্ষা করে ত্রিপল টাঙিয়ে কোনরকমে দিন কাটে তাদের । এই খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার তাদের বাড়িতে অভিভাবক রূপে অনাথ ছেলেমেয়েদের পাশে দাঁড়ালেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো । সেখানে গিয়ে, লক্ষ্মী সর্দারের সৎকর্যের জন্য যাবতীয় খরচ তুলে দেন গ্রামবাসীদের হাতে । পাশাপাশি অনাথ ছেলে মেয়েদের হোমে পাঠানোর ব্যবস্থাও করেন ।
আরও পড়়ুন : ছৌ নাচে ফুটে উঠবে নেতাজির জীবন, সৌজন্যে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়
সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এদিন বলেন,"সত্যিই খুব বেদনাদায়ক ঘটনা । অনাথ ছেলেমেয়েদের পাশে আমরা রয়েছি । তাদের যত তাড়াতাড়ি সম্ভব হোমে পাঠানোর ব্যবস্থা করছি । গ্রামবাসীদের কাছে আবেদন করলাম স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানানোর জন্য ।" হোমে পাঠানোর জন্য গ্রামবাসীদের কাছ থেকে একটি লিখিত আবেদন পত্রের প্রয়োজন বলে জানান তিনি । এই ঘটনায় স্থানীয় বিজেপি পরিচালিত রখেরা-বিশপুরিয়া গ্রামপঞ্চায়েত নজরদারি না দেওয়ার জন্য ক্ষোভ উগরে দেন তিনি ।