পুরুলিয়া, 2 সেপ্টেম্বর: পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার এক গৃহবধূ আজ (শনিবার) চারদিন থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাঁর বাপের বাড়ির সদস্যরা। চার দিন ধরে নিখোঁজ থাকার পর শ্বশুরবাড়ির অদূরের একটি ঝোঁপ থেকে আজ রহস্যজনকভাবে ওই বধূর পরনের কাপড় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানার হিকিমডির ঘটনা।
বুধবার বিকেলে হিকিমডির বাসিন্দা ওই গৃহবধূ তাঁর শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় বাঘমুণ্ডিতে। পরে ওই গৃহবধূকে খোঁজাখুঁজি করে কোনও সন্ধান না-পাওয়ায় স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়েছে বলে খবর পরিবার সূত্রে। শনিবার বেলা 11টা নাগাদ ওই নিখোঁজ গৃহবধূর পরনের পোশাক উদ্ধার হয় বাড়ির অদূরের ঝোঁপ থেকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেই পোশাকগুলি উদ্ধার করে বাঘমুণ্ডি থানার পুলিশ। ঘটনার পরেই নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ি (বলরামপুর থানা)-র লোকজন-সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাঘমুণ্ডি থানাতে এসে মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: 23 দিন ধরে নিখোঁজ নাবালিকা, পুলিশ-প্রশাসনের দ্বারস্থ পরিবার
পরে নিখোঁজ গৃহবধূর পরিবারের লোকজন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে নানান অভিযোগ তোলেন। তাঁরা বলেন, "আমাদের মেয়েকে শ্বশুরবাড়িতে নির্যাতন করা হত। ফোন করে কান্নাকাটি করে সব কথা এর আগে বলেছে আমাদের মেয়ে। তারপর আমরা খবর পাই যে, শ্বশুরবাড়ি থেকে আমাদের মেয়ে উধাও ৷ ওরা আমাদের মেয়েকে লুকিয়ে রেখেছে বা কোনও কিছু করে দিয়েছে। পুলিশের কাছে আমাদের অনুরোধ তাড়াতাড়ি আমাদের মেয়েকে ফিরিয়ে দিন।
এদিন নিখোঁজ ওই বধূর ভাই বলেন, "আমরা কিছু চাই না শুধু আমার দিদিকে ফিরিয়ে দেওয়া হোক।" এই বিষয়ে বাঘমুণ্ডি থানার পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় বধূ নির্যাতন ও অপহরণের মামলা রুজু করা হয়েছে । ওই বধূর সন্ধান চলছে ।"
আরও পড়ুন: ধর্ষণের বিচার চেয়ে নবান্নে চিঠি নির্যাতিতার, অবশেষে গ্রেফতার অভিযুক্ত