পুরুলিয়া, 9 নভেম্বর: বিয়ের 6 মাসের মাথায় মৃত্যু হল এক গৃহবধূর (Housewife Death) । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় ৷ মৃতার নাম সোনামুখী কুমার (25) ৷ বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে জানিয়েছেন ওই বধূর বাবা । তাই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ।
জানা গিয়েছে, গত মে মাসের 3 তারিখ পুরুলিয়ার আড়ষা থানা এলাকার পলপল গ্রামের বাসিন্দা সোনামুখীর সঙ্গে জয়পুর থানার ভাটডি গ্রামের বাসিন্দা প্রাণকৃষ্ট কুমারের বিয়ে হয় । অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা ও বাইক নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি দিচ্ছিল ৷ আর তা না মেলায় সোনামুখীর ওপর অত্যাচার করছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন ৷
আরও পড়ুন: অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী
এরই মধ্যে সোনামুখী সন্তান সম্ভবা হয় ৷ কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলেন সোনামুখী ৷ এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় ৷ মেয়ের বাবা বিক্রম কুমারের অভিযোগ, তাঁর মেয়েকে বিষ কিছু খাইয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন ৷ সোমবার রাতে সোমামুখী মারা যান ৷ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ ৷