পুরুলিয়া,30 জানুয়ারি: গৃহবধূ নাকি তথাকথিত সুন্দরী নন বলে স্বামীর অপছন্দ। আর তাই মারধর করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে (Housewife allegedly Tortured in Purulia)। এই মর্মে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বধূ। পুলিশ সূত্রে জানা গেছে যে, 2017 সালে পুরুলিয়া মফস্বল থানার আইমুন্ডি গ্রামের বাসিন্দা মিঠু চৌধুরীর সঙ্গে পুরুলিয়া শহরের নর্থ লেক রোডের বাসিন্দা সোমনাথ চৌধুরীর সম্বন্ধ করে বিয়ে হয় ।
বিয়ের সময় নগদ আড়াই লাখ টাকা ছাড়াও সোনার গয়না ও আসবাব পত্র দেওয়া হয়। কিন্তু তাঁর অভিযোগ বিয়ের পর থেকেই তার উপর স্বামী , শ্বশুর, শাশুড়ী নির্যাতন শুরু করেন । কারণ তাঁকে নাকি দেখতে খারাপ । তাছাড়া বাপের বাড়ির আর্থিক অবস্থাও ভালো নয় । বিয়ের একবছর অভিযোগকারিণীর একটি কন্যা সন্তান হওয়ার পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
লিখিত অভিযোগে নির্যাতিতা দাবি করেন, তাঁর স্বামী প্রতিদিনই তাকে মারধর করতেন । তাঁর কন্যা সন্তানকেও সহ্য করতে পারতেন না । স্বামীর হাতে নিয়মিত মার খেতে খেতে তিনি অসুস্থও হয়ে পড়েন। কন্যা সন্তানের বয়স পাঁচ বছর হয়ে গেলেও তাকে বিদ্যালয়ে ভর্তি পর্যন্ত করা হয়নি বলে দাবি।এমনকী তার বাপের বাড়ি থেকে আরো ৫০ হাজার টাকা আনতে বলেন।
ওই টাকা না-দেওয়ার ফলে তার স্বামী শ্বশুর ও শাশুড়ির কথায় তাকে গত অক্টোবর মাসের 10 তারিখ বাড়ি থেকে বের করে দেন। পাশাপাশি স্বামী হুমকি দেন, তিনি ফের বিয়ে করবেন । এরপরই নানা ঘটনা তাঁর মনের অবস্থা ভালো না থাকার কারণে অভিযোগ জানাতে দেরি হল। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: বকেয়া মহার্ঘভাতার দাবিতে কর্মবিরতির ডাক সরকারি কর্মীদের, প্রভাব হাসপাতাল-স্কুলেও