ETV Bharat / state

পণের দাবিতে যুবতিকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী ও দেওর

বিয়ের বছরখানেকের মধ্যে অতিরিক্ত পণের দাবিতে এক যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি পুরুলিয়ার সাঁওতালডিহির বগড়া গ্রামের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিয়া সরকার (২০)।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 18, 2019, 5:03 AM IST

পুরুলিয়া, ১৮ মার্চ : বিয়ের বছরখানেকের মধ্যে অতিরিক্ত পণের দাবিতে এক যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি পুরুলিয়ার সাঁওতালডিহির বগড়া গ্রামের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিয়া সরকার (২০)। যুবতির মা রেবা বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে সাঁওতালডিহি থানার পুলিশ গতকাল বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ওই যুবতির স্বামী রাকেশ সরকার ও দেওর মুকেশ সরকারকে। তবে অপর দুই অভিযুক্ত শাশুড়ি বিভারানি সরকার ও আরেক দেওর রাজেন সরকার পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

বছরখানেক আগে রিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল বগড়া গ্রামের যুবক রাকেশ সরকারের। রেবা বিশ্বাস বলেন, বিয়ের সময় নগদ আড়াই লাখ টাকা, চার ভরি সোনার গহনা পণ দেওয়া হয়েছিল। তারপরও রাকেশ আরও অতিরিক্ত পণের দাবি করে। শ্বশুরবাড়ি থেকে রিয়াকে চাপ দিতে শুরু করে। রিয়া অবশ্য বেশ কয়েকবার নিজের বাড়িতে সে কথা জানিয়েছিল। কিন্তু এত টাকা পণ দেওয়ার সামর্থ্য তাঁর বাড়ির লোকজনের ছিল না। আর সেই কথা জানার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তবে এইভাবে যে তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হবে এটা ভাবতেও পারেননি তিনি।

শনিবার বিকেলে শ্বশুরবাড়িতে ওই যুবতিকে প্রথমে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তাঁর আত্মীয়রা। তাঁরাই তাঁকে নিয়ে যান পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পাড়া ব্লকের BDO অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকেন্দ্রে আসেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে।

ওই যুবতির আত্মীয়দের অভিযোগ, রিয়ার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের মেয়েকে যে খুন করা হয়েছে সেটা একদম পরিষ্কার।

পুরুলিয়া, ১৮ মার্চ : বিয়ের বছরখানেকের মধ্যে অতিরিক্ত পণের দাবিতে এক যুবতিকে খুনের অভিযোগ উঠল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি পুরুলিয়ার সাঁওতালডিহির বগড়া গ্রামের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিয়া সরকার (২০)। যুবতির মা রেবা বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে সাঁওতালডিহি থানার পুলিশ গতকাল বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ওই যুবতির স্বামী রাকেশ সরকার ও দেওর মুকেশ সরকারকে। তবে অপর দুই অভিযুক্ত শাশুড়ি বিভারানি সরকার ও আরেক দেওর রাজেন সরকার পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

বছরখানেক আগে রিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল বগড়া গ্রামের যুবক রাকেশ সরকারের। রেবা বিশ্বাস বলেন, বিয়ের সময় নগদ আড়াই লাখ টাকা, চার ভরি সোনার গহনা পণ দেওয়া হয়েছিল। তারপরও রাকেশ আরও অতিরিক্ত পণের দাবি করে। শ্বশুরবাড়ি থেকে রিয়াকে চাপ দিতে শুরু করে। রিয়া অবশ্য বেশ কয়েকবার নিজের বাড়িতে সে কথা জানিয়েছিল। কিন্তু এত টাকা পণ দেওয়ার সামর্থ্য তাঁর বাড়ির লোকজনের ছিল না। আর সেই কথা জানার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তবে এইভাবে যে তাঁদের মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হবে এটা ভাবতেও পারেননি তিনি।

শনিবার বিকেলে শ্বশুরবাড়িতে ওই যুবতিকে প্রথমে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তাঁর আত্মীয়রা। তাঁরাই তাঁকে নিয়ে যান পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পাড়া ব্লকের BDO অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকেন্দ্রে আসেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে।

ওই যুবতির আত্মীয়দের অভিযোগ, রিয়ার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের মেয়েকে যে খুন করা হয়েছে সেটা একদম পরিষ্কার।

Intro:পুরুলিয়া : সহভাগী প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট রচনার উদ্দেশ্যে জেলা স্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো পুরুলিয়ায় l বুধবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে এই কর্মশালার আয়োজন করা হয় l উপস্থিত ছিলেন জেলাশাসক অলকেশ প্রসাদ রায়, পঞ্চায়েত্ ও গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব দিব্যেন্দু দাস, এডিএম, জেলার ভিডিও, এসডিও, ১৭০টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, রাজ্যস্তরের বিশেষ প্রশিক্ষক সহ জেলার অন্যান্য স্তরের প্রতিনিধিরা l Body:প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলা সফরে এসে পঞ্চায়েত স্তরে বিকেন্দ্রীকরণ-এর উপর জোর দিতে, সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়নে জোর দেওয়ার উপর জেলা প্রশাসনকে নির্দেশ দেন l সেই নির্দেশ মতো পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এদিন এই কর্মশালার মাধ্যমে পঞ্চায়েত স্তরে উন্নয়ন এবং বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হয় l

এদিন সহভাগী প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট রচনার ক্ষেত্রে কার কি ভূমিকা সে সম্বন্ধে ধারণা বাড়ানো, পদ্ধতিগত রূপরেখা সম্বন্ধে জ্ঞান ও সচেতনতা বাড়ানো, গ্রাম পঞ্চায়েত স্তরে তথ্যভিত্তি তৈরীর রূপরেখা সম্বন্ধে ধারণা বাড়ানো ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় l নব নির্বাচিত প্রধানরা কিভাবে পঞ্চায়েত্ স্তরের কাজের রুপায়ন করবেন তা এদিন পাঠ দেওয়া হয়। আগামি দিনে কিভাবে পঞ্চায়েত স্তরে কাজের মূল্যায়ন, রুপান্তর ও ব্যাজেট তৈরী করে কাজের বাস্তব রুপ দেওয়া হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

জেলাশাসক অলকেশ প্রসাদ রায় জানান, "মুখ্যমন্ত্রী যেভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নে জোর দিয়েছেন তা বাস্তবায়িত করতে এই কর্মশালার আয়োজন করা হয় l গ্রামীণ রাস্তাঘাট, সরকারি বাড়ি তৈরী, শৌচাগার সহ অন্যান্য সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে l"
Conclusion:প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলা সফরে এসে পঞ্চায়েত স্তরে বিকেন্দ্রীকরণ-এর উপর জোর দিতে, সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়নে জোর দেওয়ার উপর জেলা প্রশাসনকে নির্দেশ দেন l সেই নির্দেশ মতো পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে এদিন এই কর্মশালার মাধ্যমে পঞ্চায়েত স্তরে উন্নয়ন এবং বিকেন্দ্রীকরণের উপর জোর দেওয়া হয় l

এদিন সহভাগী প্রক্রিয়ায় সমন্বিত গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও বাজেট রচনার ক্ষেত্রে কার কি ভূমিকা সে সম্বন্ধে ধারণা বাড়ানো, পদ্ধতিগত রূপরেখা সম্বন্ধে জ্ঞান ও সচেতনতা বাড়ানো, গ্রাম পঞ্চায়েত স্তরে তথ্যভিত্তি তৈরীর রূপরেখা সম্বন্ধে ধারণা বাড়ানো ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় l নব নির্বাচিত প্রধানরা কিভাবে পঞ্চায়েত্ স্তরের কাজের রুপায়ন করবেন তা এদিন পাঠ দেওয়া হয়। আগামি দিনে কিভাবে পঞ্চায়েত স্তরে কাজের মূল্যায়ন, রুপান্তর ও ব্যাজেট তৈরী করে কাজের বাস্তব রুপ দেওয়া হবে তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

জেলাশাসক অলকেশ প্রসাদ রায় জানান, "মুখ্যমন্ত্রী যেভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে বিকেন্দ্রীকরণ এবং উন্নয়নে জোর দিয়েছেন তা বাস্তবায়িত করতে এই কর্মশালার আয়োজন করা হয় l গ্রামীণ রাস্তাঘাট, সরকারি বাড়ি তৈরী, শৌচাগার সহ অন্যান্য সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে l"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.