ETV Bharat / state

Groom Arrested before Marriage: বিয়ের পিঁড়িতে বসার আগেই শ্রীঘরে শিক্ষক বর

বুধবার বরবেশে গিয়েছিলেন বিয়ে করতে ৷ রাতে ঠাঁই হল শ্রীঘরে ৷ বরের এমন অবস্থা দেখে হতবাক সকলেই ৷

Groom Arrested before Marriage
বিয়ে করতে গিয়ে শ্রীঘরে বর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 11:38 AM IST

Updated : Nov 2, 2023, 12:32 PM IST

পুরুলিয়া, 2 নভেম্বর: বিয়ের পিঁড়িতে বসেছেন এক ব্যক্তি ৷ জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষা ৷ আচমকাই মণ্ডপে পুলিশ ৷ প্রতারণার অভিযোগে হাতে হাতকড়া বরের ৷ এমন দৃশ্য অনেক ছবিতে দেখা গিয়েছে ৷ তা দেখে হাততালিও দেয় দর্শক ৷ সেখানে অবশ্য কোনও একজনকে দেখা যায় হিরোর ভূমিকায়। তবে এই ছবিতে খোদ পুলিশই হিরো ৷ এমন নাটুকে ঘটনার সাক্ষী পুরুলিয়া ৷ এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে প্রাথমিক স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অনিমেষ রায়। বাড়ি বাঁকুড়ার ছাতনা থানায়। তিনি পুরুলিয়ার হুড়া থানা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানা এলাকার এক যুবতী বেশ কিছু দিন আগে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, অভিযুক্ত যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তার ফলে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। শারীরিক সম্পর্কও হয়। কিন্তু ওই যুবক পরবর্তী সময়ে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেন।

আরও পড়ুন: সুতপাকাণ্ডের ছায়া! বীরভূমের ব্যস্ত রাস্তায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের

থানায় অভিযোগ দায়ের হওয়ার পর যুবক লিখিতভাবে পুলিশকে জানান, বিয়ের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে 15 দিনের মধ্যে কোনও একটা সিদ্ধান্ত নেবেন। তখনকার মতো যুবক বিয়ে করতে রাজি হওয়ায় বিষয়টি সাময়িকভাবে বিষয়টি মিটেও গিয়েছিল। কিন্তু পরে ওই যুবক ফের বেঁকে বসেন।

শুধু তাই নয়, অন্যত্র বিয়ের পরিকল্পনাও করেন। তার ফলে ফের পুলিশের দ্বারস্থ হন যুবতী ৷ এরপরে বুধবার সন্ধ্যায় গ্রেফতার হন অভিযুক্ত। বিয়ের সাজে সুসজ্জিত স্কুল শিক্ষককে মণ্ডপ থেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ বিয়ের আগেই বরের ঠাঁই হল শ্রীঘরে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুরুলিয়া, 2 নভেম্বর: বিয়ের পিঁড়িতে বসেছেন এক ব্যক্তি ৷ জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষা ৷ আচমকাই মণ্ডপে পুলিশ ৷ প্রতারণার অভিযোগে হাতে হাতকড়া বরের ৷ এমন দৃশ্য অনেক ছবিতে দেখা গিয়েছে ৷ তা দেখে হাততালিও দেয় দর্শক ৷ সেখানে অবশ্য কোনও একজনকে দেখা যায় হিরোর ভূমিকায়। তবে এই ছবিতে খোদ পুলিশই হিরো ৷ এমন নাটুকে ঘটনার সাক্ষী পুরুলিয়া ৷ এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে প্রাথমিক স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অনিমেষ রায়। বাড়ি বাঁকুড়ার ছাতনা থানায়। তিনি পুরুলিয়ার হুড়া থানা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানা এলাকার এক যুবতী বেশ কিছু দিন আগে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর দাবি, অভিযুক্ত যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ তার ফলে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। শারীরিক সম্পর্কও হয়। কিন্তু ওই যুবক পরবর্তী সময়ে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেন।

আরও পড়ুন: সুতপাকাণ্ডের ছায়া! বীরভূমের ব্যস্ত রাস্তায় ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা যুবকের

থানায় অভিযোগ দায়ের হওয়ার পর যুবক লিখিতভাবে পুলিশকে জানান, বিয়ের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে 15 দিনের মধ্যে কোনও একটা সিদ্ধান্ত নেবেন। তখনকার মতো যুবক বিয়ে করতে রাজি হওয়ায় বিষয়টি সাময়িকভাবে বিষয়টি মিটেও গিয়েছিল। কিন্তু পরে ওই যুবক ফের বেঁকে বসেন।

শুধু তাই নয়, অন্যত্র বিয়ের পরিকল্পনাও করেন। তার ফলে ফের পুলিশের দ্বারস্থ হন যুবতী ৷ এরপরে বুধবার সন্ধ্যায় গ্রেফতার হন অভিযুক্ত। বিয়ের সাজে সুসজ্জিত স্কুল শিক্ষককে মণ্ডপ থেকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ বিয়ের আগেই বরের ঠাঁই হল শ্রীঘরে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Last Updated : Nov 2, 2023, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.