ETV Bharat / state

দেড় বছর পর কর্মাধ্যক্ষ নির্বাচন পুরুলিয়া জেলা পরিষদে - কোনও বিতর্ক ছাড়াই কর্মাধ্যক্ষ নির্বাচন পুরুলিয়া জেলা পরিষদে

আজ জেলা পরিষদে নয়টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে নির্বাচন হয় ৷ তৃণমূল ভবন থেকে পাঠানো মুখবন্ধ খামে কর্মাধ্যক্ষদের নাম এসেছিল ৷ কোনও বিতর্ক ছাড়াই সেই নামগুলি অনুমোদিত হয় ৷

পুরুলিয়া জেলা পরিষদে
author img

By

Published : Sep 26, 2019, 3:40 PM IST

Updated : Sep 26, 2019, 6:22 PM IST

পুরুলিয়া, 26 সেপ্টেম্বর : টানাপোড়েন শেষে প্রায় দেড় বছর পর গঠিত হল পুরুলিয়া জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড ৷ আজ জেলা পরিষদে নয়টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে নির্বাচন হয় ৷ তৃণমূল ভবন থেকে পাঠানো মুখবন্ধ খামে কর্মাধ্যক্ষদের নাম এসেছিল ৷ কোনও বিতর্ক ছাড়াই সেই নামগুলি অনুমোদিত হয় ৷

যে কর্মাধ্যক্ষের পদ নিয়ে বেশি দাবিদার থাকায় সমস্যা হচ্ছিল সেই পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষের পদ পেয়েছেন হলধর মাহাত ৷ নতুন কর্মাধ্যক্ষরা হলেন জনস্বাস্থ্য সৌমেন বেলথরিয়া, কৃষি মীরা বাউরি, শিক্ষা গুরুপদ টুডু, শিশু ও নারী উন্নয়ন নিয়তি মাহাত, বনভূমি নির্মল কুমার রাউত, মৎস্য ও প্রাণী সম্পদ মেঘদূত মাহাত, খাদ্য মনোজ সাহা এবং ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ নমিতা সিং মুড়া ৷ এ দিনের কর্মাধ্যক্ষ নির্বাচনে জেলা পরিষদের বিরোধী সদস্যদের দেখা যায়নি ৷ কারণ আগেই গঠিত স্থায়ী সমিতিগুলিতে বিরোধীদের কোনও সদস্য সুযোগ পাননি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুরুলিয়া জেলা পরিষদ গঠিত হল আজ ৷ সকলেই এবার নিজ নিজ দায়িত্ব পালন করবে ৷ পদ নয় উন্নয়নই আমাদের লক্ষ্য ৷"

জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হলধর মাহাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের কটাক্ষ করে বলেন, "BJP পাগলের মতো কথা বলে ৷ তারা উন্নয়ন চোখে দেখতে পায় না ৷ এবার উন্নয়ন দেখবে ৷" যানজট এড়াতে প্রথমেই রাস্তাঘাটের উন্নয়নে নজর দেওয়া হবে বলে জানান তিনি ৷

পুরুলিয়া, 26 সেপ্টেম্বর : টানাপোড়েন শেষে প্রায় দেড় বছর পর গঠিত হল পুরুলিয়া জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড ৷ আজ জেলা পরিষদে নয়টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে নির্বাচন হয় ৷ তৃণমূল ভবন থেকে পাঠানো মুখবন্ধ খামে কর্মাধ্যক্ষদের নাম এসেছিল ৷ কোনও বিতর্ক ছাড়াই সেই নামগুলি অনুমোদিত হয় ৷

যে কর্মাধ্যক্ষের পদ নিয়ে বেশি দাবিদার থাকায় সমস্যা হচ্ছিল সেই পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষের পদ পেয়েছেন হলধর মাহাত ৷ নতুন কর্মাধ্যক্ষরা হলেন জনস্বাস্থ্য সৌমেন বেলথরিয়া, কৃষি মীরা বাউরি, শিক্ষা গুরুপদ টুডু, শিশু ও নারী উন্নয়ন নিয়তি মাহাত, বনভূমি নির্মল কুমার রাউত, মৎস্য ও প্রাণী সম্পদ মেঘদূত মাহাত, খাদ্য মনোজ সাহা এবং ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ নমিতা সিং মুড়া ৷ এ দিনের কর্মাধ্যক্ষ নির্বাচনে জেলা পরিষদের বিরোধী সদস্যদের দেখা যায়নি ৷ কারণ আগেই গঠিত স্থায়ী সমিতিগুলিতে বিরোধীদের কোনও সদস্য সুযোগ পাননি ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুরুলিয়া জেলা পরিষদ গঠিত হল আজ ৷ সকলেই এবার নিজ নিজ দায়িত্ব পালন করবে ৷ পদ নয় উন্নয়নই আমাদের লক্ষ্য ৷"

জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হলধর মাহাত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের কটাক্ষ করে বলেন, "BJP পাগলের মতো কথা বলে ৷ তারা উন্নয়ন চোখে দেখতে পায় না ৷ এবার উন্নয়ন দেখবে ৷" যানজট এড়াতে প্রথমেই রাস্তাঘাটের উন্নয়নে নজর দেওয়া হবে বলে জানান তিনি ৷

Intro:পুরুলিয়া : বিভিন্ন টানাপোড়েনের পর অবশেষে দেড় বছর পর গঠিত হল পুরুলিয়া জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড l আজ জেলা পরিষদে নয়টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদে নির্বাচন হয় l কলকাতার তৃণমূল ভবন থেকে পাঠানো মুখ বন্ধ খামে কর্মাধক্যদের নাম এসেছিল l কোনো বিতর্ক ছাড়াই সেই নামগুলি অনুমোদিত হয় l যে কর্মাধ্যক্ষ পদ নিয়ে বেশি দাবিদার থাকায় সমস্যা হচ্ছিল সেই পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ পদ পেয়েছেন হলধর মাহাতো l এছাড়াও অন্যান্য কর্মাধ্যক্ষ পদে নির্বাচিত হন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, কৃষি কর্মাধ্যক্ষ মীরা বাউরী, শিক্ষায় গুরুপদ টুডু, শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, বনভূমি কর্মাধ্যক্ষ নির্মল কুমার রাউত, মৎস ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ মেঘদূত মাহাতো, খাদ্য কর্মাধ্যক্ষ মনোজ সাহা বাবু এবং ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া নির্বাচিত হন l বিতর্ক ছাড়াই এদিনের কর্মাধ্যক্ষ নির্বাচনে জেলা পরিষদের বিরোধি সদস্যদের দেখা যায়নি l কারণ আগেই গঠিত স্থায়ী সমিতি গুলিতে বিরোধীদের কোনো সদস্য সুযোগ পাননি l
Body:এদিন জেলা পরিষদ সভাধিপতি বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পুরুলিয়া জেলা পরিষদ গঠিত হল আজ l সকলেই এবার নিজ নিজ দায়িত্ব পালন করে যাবে l পদ নয় উন্নয়নই আমাদের লক্ষ্য l" জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হলধর মাহাতো বিরোধীদের কটাক্ষ করে বলেন, "বিরোধীরা পাগলের মতো কথা বলে, তারা উন্নয়ন চোখে দেখতে পায় না l এবার তারা উন্নয়ন দেখবে l প্রথমেই রাস্তাঘাটের উন্নয়ন ও যানজট এড়াতে নজর দেওয়া হবে বলে জানান তিনি l"Conclusion:পুরুলিয়া
Last Updated : Sep 26, 2019, 6:22 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.