ETV Bharat / state

হাতির হানায় পুরুলিয়ায় মৃত ব্যক্তি - elephant , purulia

ছেলের সঙ্গে মোটরসাইকেলে চেপে বছর ষাটের মথুর লোহার তোড়াং স্টেশনে ট্রেন ধরার জন্য রওনা দিয়েছিলেন ৷ পুস্তি এলাকায় পৌঁছাতেই মাঝপথে দাঁতালের মুখোমুখি পড়ে যান তাঁরা ৷ সেখান থেকে পালাতে গেলে পিছু ধাওয়া করে ওই বুনো হাতিটি ৷ সেই সময়ই বাইক থেকে ফেলে মাথুর লোহারকে ধরে আছাড় মারে দাঁতালটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

photo
ছবি
author img

By

Published : Dec 20, 2019, 10:20 AM IST

20 ডিসেম্বর, পুস্তি (পুরুলিয়া) : হাতির হানায় মৃত্যু হল ব্যক্তির ৷ ট্রেন ধরতে যাওয়ার সময় মাঝপথে দাঁতালের মুখোমুখি হয়ে পড়েন তিনি গতকালঘটনাটি পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি এলাকার ৷ মৃত ব্যক্তির নাম মথুর লোহার (60) ৷ বাড়ি ভাকুয়াডি গ্রামে ৷ ঘটনার পরই বন দপ্তর ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় ৷

ছেলে সুভাষ লোহারকে সঙ্গে নিয়ে মাথুর বাবু মোটরসাইকেলে চেপে ভাকুয়াডি গ্রাম থেকে তোড়াং স্টেশনে ট্রেন ধরার জন্য রওনা দেন ৷ পুস্তি এলাকায় পৌঁছাতেই মাঝপথে দাঁতালের মুখোমুখি পড়ে যান তাঁরা ৷ সেখান থেকে পালাতে গেলে পিছু ধাওয়া করে ওই বুনো হাতিটি ৷ সেই সময়ই বাইক থেকে ফেলে মাথুর লোহারকে ধরে আছাড় মারে দাঁতালটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

যদিও ঘটনায় মথুর বাবুর ছেলে প্রাণে বেঁচে যান ৷ ঘটনার পরই এলাকাবাসী যায় সেখানে ৷ হাতিটি চলে যায় জঙ্গলের দিকে ৷ খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

20 ডিসেম্বর, পুস্তি (পুরুলিয়া) : হাতির হানায় মৃত্যু হল ব্যক্তির ৷ ট্রেন ধরতে যাওয়ার সময় মাঝপথে দাঁতালের মুখোমুখি হয়ে পড়েন তিনি গতকালঘটনাটি পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি এলাকার ৷ মৃত ব্যক্তির নাম মথুর লোহার (60) ৷ বাড়ি ভাকুয়াডি গ্রামে ৷ ঘটনার পরই বন দপ্তর ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় ৷

ছেলে সুভাষ লোহারকে সঙ্গে নিয়ে মাথুর বাবু মোটরসাইকেলে চেপে ভাকুয়াডি গ্রাম থেকে তোড়াং স্টেশনে ট্রেন ধরার জন্য রওনা দেন ৷ পুস্তি এলাকায় পৌঁছাতেই মাঝপথে দাঁতালের মুখোমুখি পড়ে যান তাঁরা ৷ সেখান থেকে পালাতে গেলে পিছু ধাওয়া করে ওই বুনো হাতিটি ৷ সেই সময়ই বাইক থেকে ফেলে মাথুর লোহারকে ধরে আছাড় মারে দাঁতালটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷

যদিও ঘটনায় মথুর বাবুর ছেলে প্রাণে বেঁচে যান ৷ ঘটনার পরই এলাকাবাসী যায় সেখানে ৷ হাতিটি চলে যায় জঙ্গলের দিকে ৷ খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:পুরুলিয়া : ট্রেন ধরতে যাওয়ার সময় মাঝপথে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির l ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় l বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি এলাকায় l মৃত ব্যক্তির নাম মথুর লোহার (60) l বাড়ি ওই থানা এলাকারই ভাকুয়াডি গ্রামে l ঘটনার পরই বন দপ্তর ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় lBody:জানা যায়, "ছেলে সুভাষ লোহারকে সঙ্গে নিয়ে মাথুর বাবু একটি মোটরসাইকেলে চেপে ভাকুয়াডি গ্রাম থেকে তোড়াং স্টেশনে ট্রেন ধরার জন্য রওনা দেয় l মাঝপথে পুস্তি এলাকায় পৌঁছাতেই মাঝপথে দাঁতালের মুখোমুখি পড়ে যান তারা l তড়িঘড়ি বাইক চেপে পালাতে গেলে পিছু ধাওয়া করে ওই বুনো হাতিটি l সেই সময়ই মাথুর লোহারকে ধরে আছাড় মারে দাঁতালটি l ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার l যদিও ঘটনায় মথুর বাবুর ছেলে প্রাণে বেঁচে যান l ঘটনার পরই এলাকাবাসীরা ছুটে যান ঘটনাস্থলে l হাতিটিও পালিয়ে যায় জঙ্গলের দিকে l খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশে l ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.