20 ডিসেম্বর, পুস্তি (পুরুলিয়া) : হাতির হানায় মৃত্যু হল ব্যক্তির ৷ ট্রেন ধরতে যাওয়ার সময় মাঝপথে দাঁতালের মুখোমুখি হয়ে পড়েন তিনি গতকাল ৷ ঘটনাটি পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি এলাকার ৷ মৃত ব্যক্তির নাম মথুর লোহার (60) ৷ বাড়ি ভাকুয়াডি গ্রামে ৷ ঘটনার পরই বন দপ্তর ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় ৷
ছেলে সুভাষ লোহারকে সঙ্গে নিয়ে মাথুর বাবু মোটরসাইকেলে চেপে ভাকুয়াডি গ্রাম থেকে তোড়াং স্টেশনে ট্রেন ধরার জন্য রওনা দেন ৷ পুস্তি এলাকায় পৌঁছাতেই মাঝপথে দাঁতালের মুখোমুখি পড়ে যান তাঁরা ৷ সেখান থেকে পালাতে গেলে পিছু ধাওয়া করে ওই বুনো হাতিটি ৷ সেই সময়ই বাইক থেকে ফেলে মাথুর লোহারকে ধরে আছাড় মারে দাঁতালটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷
যদিও ঘটনায় মথুর বাবুর ছেলে প্রাণে বেঁচে যান ৷ ঘটনার পরই এলাকাবাসী যায় সেখানে ৷ হাতিটি চলে যায় জঙ্গলের দিকে ৷ খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷