ETV Bharat / state

মনের দুঃখ ও বেকারত্বের জ্বালায় জ্বলছে ভারত ; কেন্দ্রকে আক্রমণ পার্থর - Sidhu Kanho University

পুরুলিয়ায় সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে "জঙ্গলমহল স্বীকৃতি" সম্মান প্রদান করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সেই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ।

Partha Chattapadhyay
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 5, 2020, 5:24 PM IST

Updated : Mar 5, 2020, 5:31 PM IST

পুরুলিয়া , 5 মার্চ : "ভারতের সমস্তটাই কমছে । কৃষকরা মারা যাচ্ছেন, সাধারণ মানুষকে মারা হচ্ছে , সমাজকে বিভাজিত করা হচ্ছে , বেকারত্ব বাড়ছে , অর্থনীতির দফারফা হচ্ছে । একইসঙ্গে কতিপয় ব্যবসায়ীর সুবিধা ওঁরা করে দিয়েছেন । বাকি ভারত জ্বলছে মনের দুঃখে, বেকারত্বের জ্বালায় ।" আজ পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই কেন্দ্রকে তোপ দাগেন পার্থ চট্টোপাধ্যায় ।

শিক্ষামন্ত্রী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক কুমার কর, রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাত, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তরফে "জঙ্গলমহল স্বীকৃতি" সম্মান প্রদান করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সেই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী । পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও উপস্থিত অধ্যক্ষ-অধ্যক্ষারা । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, "যাঁরা তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষায় উজ্জ্বল করেছেন সেই অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের এবং সমাজ, রাজ্য-দেশকে কোনও দিন ভুলবে না । সকলেই দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ গড়ার কাজে হাত লাগাও । জীবনে প্রতিষ্ঠিত হও ।"

শুনে নিন পার্থ চট্টোপাধ্য়ায়ের বক্তব্য

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , " BJP সরকার বর্তমানে সবচেয়ে বড় যে কাজ করেছে সেটা হল- মানুষের মধ্যে অবিশ্বাস এনে দিয়েছে । মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে । এটা কখনোই কাম্য নয় । দিল্লিতে যেভাবে গণহত্যা হল সেটা ভাবা যায় না । মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল স্বীকৃতি সম্মান প্রসঙ্গে তিনি বলেন, "জঙ্গলমহলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা কেউ করেননি । তাঁর এই স্বীকৃতি প্রাপ্য ।

পুরুলিয়া , 5 মার্চ : "ভারতের সমস্তটাই কমছে । কৃষকরা মারা যাচ্ছেন, সাধারণ মানুষকে মারা হচ্ছে , সমাজকে বিভাজিত করা হচ্ছে , বেকারত্ব বাড়ছে , অর্থনীতির দফারফা হচ্ছে । একইসঙ্গে কতিপয় ব্যবসায়ীর সুবিধা ওঁরা করে দিয়েছেন । বাকি ভারত জ্বলছে মনের দুঃখে, বেকারত্বের জ্বালায় ।" আজ পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই কেন্দ্রকে তোপ দাগেন পার্থ চট্টোপাধ্যায় ।

শিক্ষামন্ত্রী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক কুমার কর, রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাত, অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যারানি টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তরফে "জঙ্গলমহল স্বীকৃতি" সম্মান প্রদান করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সেই পুরস্কার গ্রহণ করেন শিক্ষামন্ত্রী । পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও উপস্থিত অধ্যক্ষ-অধ্যক্ষারা । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, "যাঁরা তোমাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষায় উজ্জ্বল করেছেন সেই অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের এবং সমাজ, রাজ্য-দেশকে কোনও দিন ভুলবে না । সকলেই দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ গড়ার কাজে হাত লাগাও । জীবনে প্রতিষ্ঠিত হও ।"

শুনে নিন পার্থ চট্টোপাধ্য়ায়ের বক্তব্য

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , " BJP সরকার বর্তমানে সবচেয়ে বড় যে কাজ করেছে সেটা হল- মানুষের মধ্যে অবিশ্বাস এনে দিয়েছে । মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে । এটা কখনোই কাম্য নয় । দিল্লিতে যেভাবে গণহত্যা হল সেটা ভাবা যায় না । মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল স্বীকৃতি সম্মান প্রসঙ্গে তিনি বলেন, "জঙ্গলমহলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটা কেউ করেননি । তাঁর এই স্বীকৃতি প্রাপ্য ।

Last Updated : Mar 5, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.