পুরুলিয়া, 3 নভেম্বর: ইডির নজরে এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি (Sabhadhipati of Purulia Zila Parishad) সুজয় বন্দ্যোপাধ্যায় (Sujoy Banerjee) । আগামী 14 নভেম্বর তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) । বুধবার এই সংক্রান্ত একটি নোটিশ এসেছে সভাধিপতির কাছে । আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগে তাঁকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর ।
উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পুরুলিয়া জেলায় দলীয় কর্মসূচীতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়লা পাচার মামলায় সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো এবং প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর নাম জড়িয়েছিলেন ।
আরও পড়ুন: দুয়ারে সরকার প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন শুভেন্দু
এর আগে বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে ইডি তলব করেছিল । এবার সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি । আর পঞ্চায়েত নির্বাচনের আগে সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ।