ETV Bharat / state

Shootout in Purulia: পুরুলিয়ায় গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা, গ্রেফতার 3 - Purulia District DYFI

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত ডিওয়াইএফআই নেতা (Purulia District DYFI)৷ দলীয় কার্যালয় থেকে গ্রামে ফেরার সময় এই ঘটনা ঘটে ৷

ETV Bharat
গুলিবিদ্ধ ডিওয়াইএফআই নেতা
author img

By

Published : Jan 13, 2023, 10:45 PM IST

পুরুলিয়া, 13 জানুয়ারি: বান্দোয়ানে গুলিবিদ্ধ হলেন ডিওয়াইএফআই নেতা কৃষ্ণপদ টুডু (DYFI leader shot in Purulia)। শুক্রবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বান্দোয়ানে কুচিয়া দলীয় কার্যালয় থেকে মা কপালি গ্রামে ফিরছিলেন তিনি ৷ সেই সময় একটি মোটর সাইকেলে কয়েকজন এসে কৃষ্ণপদ টুডুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । বাঁ-হাতে দুটো এবং ডান হাতের নীচে একটি গুলি লাগায় ঘটনাস্থলে পড়ে যান তিনি । এরপরে খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদ টুডুকে স্থানীয় বান্দোয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ৷ পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায় হয়।

তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই এই গুলিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় বলে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রও । দুষ্কৃতীরা গ্রেফতার হলেও ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা । মোতায়েন করা হয়েছে পুলিশ । ধৃত তিন জনকে আগামিকাল অর্থাৎ শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

তবে ধৃত এক দুষ্কৃতী দাবি করেছে, চার বছর আগে চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণপদ টুডু নামে ওই ডিওয়াইএফআই নেতা 50 হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত না-পেয়েই কৃষ্ণপদকে গুলি করা হয়েছে বলে দাবি করেন ধৃত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য়দিকে, এদিন ভরসন্ধ্যায় দক্ষিণেশ্বর থানার অন্তর্গত আড়িয়াদহে একটি হোটেলে তল্লাশি চালানোর সময় পুলিশকে গুলি করে দুষ্কৃতীরা গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় পায়ে গুলি লেগে গুরুতর আহত হন এক সিভিক ভলান্টিয়ার ৷ তারপর পুরুলিয়ায় গুলি চালানোর ঘটনা ৷

আরও পড়ুন : মাঠে পড়ে দগ্ধ দেহ, চাঞ্চল্য় পুরুলিয়ায়

পুরুলিয়া, 13 জানুয়ারি: বান্দোয়ানে গুলিবিদ্ধ হলেন ডিওয়াইএফআই নেতা কৃষ্ণপদ টুডু (DYFI leader shot in Purulia)। শুক্রবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বান্দোয়ানে কুচিয়া দলীয় কার্যালয় থেকে মা কপালি গ্রামে ফিরছিলেন তিনি ৷ সেই সময় একটি মোটর সাইকেলে কয়েকজন এসে কৃষ্ণপদ টুডুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । বাঁ-হাতে দুটো এবং ডান হাতের নীচে একটি গুলি লাগায় ঘটনাস্থলে পড়ে যান তিনি । এরপরে খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণপদ টুডুকে স্থানীয় বান্দোয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান ৷ পরে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায় হয়।

তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই এই গুলিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় বলে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রও । দুষ্কৃতীরা গ্রেফতার হলেও ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে পুরো এলাকা । মোতায়েন করা হয়েছে পুলিশ । ধৃত তিন জনকে আগামিকাল অর্থাৎ শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।

তবে ধৃত এক দুষ্কৃতী দাবি করেছে, চার বছর আগে চাকরি দেওয়ার নাম করে কৃষ্ণপদ টুডু নামে ওই ডিওয়াইএফআই নেতা 50 হাজার টাকা নিয়েছিলেন। সেই টাকা ফেরত না-পেয়েই কৃষ্ণপদকে গুলি করা হয়েছে বলে দাবি করেন ধৃত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্য়দিকে, এদিন ভরসন্ধ্যায় দক্ষিণেশ্বর থানার অন্তর্গত আড়িয়াদহে একটি হোটেলে তল্লাশি চালানোর সময় পুলিশকে গুলি করে দুষ্কৃতীরা গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনায় পায়ে গুলি লেগে গুরুতর আহত হন এক সিভিক ভলান্টিয়ার ৷ তারপর পুরুলিয়ায় গুলি চালানোর ঘটনা ৷

আরও পড়ুন : মাঠে পড়ে দগ্ধ দেহ, চাঞ্চল্য় পুরুলিয়ায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.