পুরুলিয়া, 12 মে : পুরুলিয়া পুলিশের বড় সাফল্য ৷ গোপন সূত্রে খবর পেয়ে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করল পুলিশ ৷ এছাড়া অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় ঠেকগুলি ৷
বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অবৈধ চোলাই মদ পরে নষ্ট করে দেয় পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ । আজ ঝালদা থানার মাঠারি-খামার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লুসকুডি গ্রামে অভিযান চালায় পুলিশ । পাশাপাশি আরও বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানো হয় ৷
আরও পড়ুন: আমাদের বোলাররা একে অপরের সাফল্য উপভোগ করি : শামি
কয়েকমাস ধরেই ওই এলাকায় চোলাই মদ তৈরির কারবার রমরমিয়ে চলছিল বলে খবর । আজ হঠাৎ ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েক লিটার দেশি অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে পুলিশ ৷ এছা়ড়া বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির সরঞ্জাম ৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি ঝালদা থানার পুলিশ । আগামীদিনে এই অভিযান লাগাতার চলবে বলে পুলিশ সূত্রে খবর ।