পুরুলিয়া, 22 এপ্রিল : 100 দিনের কাজে যোগ দেওয়া শ্রমিকরা মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব মেনে কাজ করছেন কি না তা খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার । একইসঙ্গে শ্রমিকদের স্বাস্থ্যেরও খোঁজ নেন তিনি ।
আজ পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকে 100 দিনের কাজ পরিদর্শনে যান জেলাশাসক । শ্রমিকরা সরকারি সাহায্য, রেশন সামগ্রী পাচ্ছেন কি না, জয় বাংলা স্কিমে নাম নথিভুক্ত রয়েছে কি না তা নিয়ে খোঁজ নেন তিনি। যাঁরা এই সব সরকারি সুবিধা পাননি, তাঁরা কীভাবে নাম নথিভুক্ত করাবেন সে বিষয়েও পরামর্শ দেন। একইসঙ্গে এলাকায় জলের সমস্যা রয়েছে কি না তাও খতিয়ে দেখেন ।
জেলাশাসক রাহুল মজুমদার জানান, "আজ বান্দোয়ান ব্লকে 100 দিনের কাজ খতিয়ে দেখলাম । সেখানে অনেকে পুকুর সংস্কারের কাজে যোগ দিয়েছেন । সকলেই সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক বা কাপড় জড়িয়ে কাজ করছেন । শ্রমিকরা সরকারি সাহায্য বা রেশনে ঠিকমতো চাল-গম পাচ্ছেন কি না এবং গ্রামে কোনও জলসংকট রয়েছে কি না তার খোঁজখবর নিয়েছি l তাঁরা কীভাবে জয় বাংলা স্কিমে নাম নথিভুক্ত করাবেন সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে ।"