পুরুলিয়া, 12 সেপ্টেম্বর: রোগীর বিরুদ্ধে নয় কোরোনা রোগের বিরুদ্ধে লড়তে হবে । সাধারণ মানুষকে সচেতন করতে কোরোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে এই পরামর্শ দিলেন জেলাশাসক রাহুল মজুমদার ।
পাশাপাশি সর্বদা মাস্ক পরে বাইরে বেরোনো ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন তিনি । একইসঙ্গে পুরসভার স্বাস্থ্যকর্মীরা সকলের শরীরের অক্সিজেনের মাত্রাও মেপে দেখেন । এদিন পুরুলিয়া পুরসভা ও ঝালদা পুরসভা এলাকায় স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে কোরোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন জেলাশাসক রাহুল মজুমদার ।
জেলাশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ । প্রসঙ্গত, পুরুলিয়া জেলা জুড়ে দিন দিন বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বর্তমানে পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2054 জন । আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1288 জন । কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও এক শ্রেণীর মানুষ এখনও সচেতন হয়নি । মাস্ক না পরেই বেরিয়ে পড়ছেন রাস্তায়, মানছেন না সামাজিক দূরত্বও । এমনকি আতঙ্কে রোগী ও তার পরিবারের সাথে দূরত্ব বজায় রাখছে মানুষ ।
তাই রোগীর বিরুদ্ধে নয় কোরোনা রোগের বিরুদ্ধে এই লড়াইয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়া ও ঝালদা এই দুই পুরসভা এলাকায় অভিযান চালাল পুরুলিয়া জেলা প্রশাসন । কেমন পরিস্থিতিতে রয়েছেন কোরোনা আক্রান্তরা, এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন জেলা শাসক। আক্রান্তদের পরিবারকে কী কী করণীয় সে বিষয়ে সুপরামর্শও দেন তিনি l
কোরোনা সচেতনতায় আক্রান্তদের বাড়ি গিয়ে পরামর্শ জেলাশাসকের - District Magistrate Rahul Majumder
পুরুলিয়া পুরসভা ও ঝালদা পুরসভা এলাকায় স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে কোরোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন জেলাশাসক রাহুল মজুমদার ।
পুরুলিয়া, 12 সেপ্টেম্বর: রোগীর বিরুদ্ধে নয় কোরোনা রোগের বিরুদ্ধে লড়তে হবে । সাধারণ মানুষকে সচেতন করতে কোরোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে এই পরামর্শ দিলেন জেলাশাসক রাহুল মজুমদার ।
পাশাপাশি সর্বদা মাস্ক পরে বাইরে বেরোনো ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন তিনি । একইসঙ্গে পুরসভার স্বাস্থ্যকর্মীরা সকলের শরীরের অক্সিজেনের মাত্রাও মেপে দেখেন । এদিন পুরুলিয়া পুরসভা ও ঝালদা পুরসভা এলাকায় স্বাস্থ্যকর্মী ও আধিকারিকদের সঙ্গে নিয়ে কোরোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন জেলাশাসক রাহুল মজুমদার ।
জেলাশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ । প্রসঙ্গত, পুরুলিয়া জেলা জুড়ে দিন দিন বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বর্তমানে পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2054 জন । আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1288 জন । কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও এক শ্রেণীর মানুষ এখনও সচেতন হয়নি । মাস্ক না পরেই বেরিয়ে পড়ছেন রাস্তায়, মানছেন না সামাজিক দূরত্বও । এমনকি আতঙ্কে রোগী ও তার পরিবারের সাথে দূরত্ব বজায় রাখছে মানুষ ।
তাই রোগীর বিরুদ্ধে নয় কোরোনা রোগের বিরুদ্ধে এই লড়াইয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পুরুলিয়া ও ঝালদা এই দুই পুরসভা এলাকায় অভিযান চালাল পুরুলিয়া জেলা প্রশাসন । কেমন পরিস্থিতিতে রয়েছেন কোরোনা আক্রান্তরা, এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন জেলা শাসক। আক্রান্তদের পরিবারকে কী কী করণীয় সে বিষয়ে সুপরামর্শও দেন তিনি l