ETV Bharat / state

Lighting Death: পুরুলিয়া ও দিঘায় বজ্রপাতে মৃত্যু 5 জনের, আহত 7 - পুরুলিয়া জেলা জুড়ে ধেয়ে আসে বৃষ্টি

পুরুলিয়া জেলাজুড়ে শুক্রবার দুপুরে একই সময় বজ্রাঘাতের ঘটনায় 3 জন মহিলার মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন 1 কিশোরী-সহ 4 জন মহিলা (Death Due to Lighting)। একই সঙ্গে এদিন দিঘায় স্নান করার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের ৷ আহত হয়েছেন 3 জন ৷

Lighting Death
রাজ্যজুড়ে বজ্রপাতে মৃত্যু 5 জনের, আহত 7
author img

By

Published : Jul 1, 2022, 8:09 PM IST

Updated : Jul 1, 2022, 8:22 PM IST

পুরুলিয়া, 1 জুলাই: শুক্রবার দুপুরের রাজ্যের দুই জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ পুরুলিয়া জেলায় বজ্রপাতে 3 জন মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ৷ এছাড়াও 1 কিশোরী-সহ 4 জন মহিলা গুরুতর আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে দিঘায় সমুদ্রে স্নান করার সময় মৃত্যু হয়েছে দুই পর্যটকের (Death Due to Lighting)।

এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় হঠাৎই বজ্রপাত হয় ৷ তাতে মৃত্যু হয় 1 জনের এবং আহত হন 2 জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (62) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (52), সুন্দরী সরেন (55) । আহত দু'জন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সকলেরই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।

অন্যদিকে, আড়ষা থানায় বলিয়া গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় চন্দনা মাহাতো (55) নামে এক মহিলার ৷ পাশাপাশি কোটশিলা থানার চাতরানি গ্রামে পুকুরে স্নান সেরে ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় হীরা কুমার (35) নামে এক মহিলার ।

আরও পড়ুন : বাঁকুড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে বজ্রপাত, আহত কমপক্ষে 10

একই থানার অন্তর্গত মোহনপুর গ্রামে স্নান করে ফিরছিলেন ৷ সেই সময় বাজ পড়ে মৌসুমী মহাদানি নামে 14 বছর বয়সি এক কিশোরী গুরুতর আহত হয় । অপরদিকে হুড়া থানার খৈরিপিহিড়া গ্রামে বজ্রাঘাতে আহত হন জ্যোৎস্না গরাই (60) নামে এক বৃদ্ধার। বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

অন্যদিকে, দিঘায় বেড়াতে গিয়ে এদিন বিকেলে সমুদ্রে স্নান করতে নেমে বাজ পড়ে মৃত্যু হয় দুই পর্যটকের ৷ পাশাপাশি আহত হয়েছেন আরও তিন জন। মৃতদের মধ্যে একজন হালিশহরের বাসিন্দা ৷ নাম সুগম পাল (24) ও আরেকজন শুভজিৎ পাল, (25) তিনি কল্যাণীর বাসিন্দা ৷ বাজ পড়ে যাঁরা আহত হয়েছেন তাঁদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুরুলিয়া, 1 জুলাই: শুক্রবার দুপুরের রাজ্যের দুই জেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের ৷ পুরুলিয়া জেলায় বজ্রপাতে 3 জন মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে ৷ এছাড়াও 1 কিশোরী-সহ 4 জন মহিলা গুরুতর আহত হয়েছেন ৷ বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে দিঘায় সমুদ্রে স্নান করার সময় মৃত্যু হয়েছে দুই পর্যটকের (Death Due to Lighting)।

এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় হঠাৎই বজ্রপাত হয় ৷ তাতে মৃত্যু হয় 1 জনের এবং আহত হন 2 জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (62) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (52), সুন্দরী সরেন (55) । আহত দু'জন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সকলেরই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।

অন্যদিকে, আড়ষা থানায় বলিয়া গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় চন্দনা মাহাতো (55) নামে এক মহিলার ৷ পাশাপাশি কোটশিলা থানার চাতরানি গ্রামে পুকুরে স্নান সেরে ফেরার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় হীরা কুমার (35) নামে এক মহিলার ।

আরও পড়ুন : বাঁকুড়ায় দুয়ারে সরকার ক্যাম্পে বজ্রপাত, আহত কমপক্ষে 10

একই থানার অন্তর্গত মোহনপুর গ্রামে স্নান করে ফিরছিলেন ৷ সেই সময় বাজ পড়ে মৌসুমী মহাদানি নামে 14 বছর বয়সি এক কিশোরী গুরুতর আহত হয় । অপরদিকে হুড়া থানার খৈরিপিহিড়া গ্রামে বজ্রাঘাতে আহত হন জ্যোৎস্না গরাই (60) নামে এক বৃদ্ধার। বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

অন্যদিকে, দিঘায় বেড়াতে গিয়ে এদিন বিকেলে সমুদ্রে স্নান করতে নেমে বাজ পড়ে মৃত্যু হয় দুই পর্যটকের ৷ পাশাপাশি আহত হয়েছেন আরও তিন জন। মৃতদের মধ্যে একজন হালিশহরের বাসিন্দা ৷ নাম সুগম পাল (24) ও আরেকজন শুভজিৎ পাল, (25) তিনি কল্যাণীর বাসিন্দা ৷ বাজ পড়ে যাঁরা আহত হয়েছেন তাঁদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Last Updated : Jul 1, 2022, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.