পুরুলিয়া, ১ মার্চ: "থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে।" রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে পরিচিত হতে সবুজ সাথির সাইকেল নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়েছেন তীর্থকুমার রায়।
জলপাইগুড়ির নাথুয়া পাড়া গ্রামের বাসিন্দা তীর্থ। ১৬ মার্চ ২০১৬ প্রথম সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন। এখনও পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর হওড়া জেলার কয়েকটা ব্লক বাদে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাই তাঁর ঘোরা হয়ে গেছে।
কিন্তু কেন সাইকেল নিয়ে এই অভিযানে বেরিয়েছে সে? তীর্থ বলেন, "আমি সারা বিশ্বকে চিনতে চাই। তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। শুধু বই পড়লেই সবটা জানা যায় না। কোনও জায়গা, সেখানকার মানুষ, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে সেখানে যাওটা প্রয়োজন।" আগে রাজ্য, তারপর দেশ আর তারপর শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে বিশ্বভ্রমণ। এটাই তাঁর স্বপ্ন। পুরুলিয়ার সাঁতুড়িতে পৌঁছে এমনটাই জানালো তীর্থ।
নিজের ভ্রমণ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, " সারাদিন সাইকেল চালাই। আর রাতে চেষ্টা করি কোনও থানা, সরকারি দপ্তর বা ক্লাবে থাকার। সেক্ষেত্রে কেউ কেউ সব শুনে সহযোগিতা করেন, কেউ বা করেন না। সঙ্গে লোটা -কম্বল ছাড়াও কিছু শুকনো খাবার। বাইরের খাবার খুব একটা খাই না। তাই সঙ্গে আছে চিড়ে, গুড়, বাদাম। এমনকি বইপত্রও।"