ETV Bharat / state

Covid Cases in Purulia :পুরুলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 550 পার, আতঙ্কে জেলাবাসী

author img

By

Published : Jan 7, 2022, 1:11 PM IST

রাজ্য়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্য়া বাড়ছে জেলাগুলিতেও ৷ গত 24 ঘণ্টায় পুরুলিয়ায় সাড়ে পাঁচশো ছাড়াল আক্রান্তের সংখ্য়া ৷ উদ্বেগ বাড়ছে জেলাবাসীর (Number of Covid cases crosses 550 in Purulia) ৷

Covid Cases in Purulia
পুরুলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা 550 পার

পুরুলিয়া, 7 জানুয়ারি : গোটা রাজ্য়ে ইতিমধ্য়েই 15 হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একইভাবে কোভিড বাড়ছে পুরুলিয়াতেও । জেলাতে শেষ 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া সাড়ে পাঁচশো ছাড়িয়েছে যা তার আগের দিন ছিল 338 (Number of Covid cases crosses 550 in Purulia) । শুধুমাত্র পুরুলিয়া পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন 95 জন । বিশেষত জেলার স্বাস্থ্য আধিকারিকের মৃত্যুর পর মানুষের মধ্য়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্ক ।

করোনা আক্রান্তের এই তালিকায় নতুন সংযোজন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সকালেই ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানান তিনি ৷ একইসঙ্গে এই কদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই সমস্ত সরকারি অফিসে বিনা মাস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৷ একাধিক অফিসার করোনা আক্রান্ত হওয়ায় পৌরসভার তরফে বৃহস্পতিবার স্যানেটাইজ করা হয় পুরুলিয়া সদর থানা ।

আরও পড়ুন : করোনা থাবায় বন্ধ হল পুরুলিয়া সদর থানা

এবিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি বলেন, "যাঁরা বিভিন্ন কাজে পৌরসভায় আসছেন আমরা তাঁদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছি এবং পৌরসভার তরফে পুরুলিয়া শহরের পৌর এলাকাতে মাস্ক ব্যবহারের জন্য মাইকিংও করা হচ্ছে ।"

পুরুলিয়া, 7 জানুয়ারি : গোটা রাজ্য়ে ইতিমধ্য়েই 15 হাজার ছাড়িয়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একইভাবে কোভিড বাড়ছে পুরুলিয়াতেও । জেলাতে শেষ 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া সাড়ে পাঁচশো ছাড়িয়েছে যা তার আগের দিন ছিল 338 (Number of Covid cases crosses 550 in Purulia) । শুধুমাত্র পুরুলিয়া পৌরসভা এলাকাতেই আক্রান্ত হয়েছেন 95 জন । বিশেষত জেলার স্বাস্থ্য আধিকারিকের মৃত্যুর পর মানুষের মধ্য়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্ক ।

করোনা আক্রান্তের এই তালিকায় নতুন সংযোজন পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সকালেই ফেসবুক পোস্টের মাধ্যমে একথা জানান তিনি ৷ একইসঙ্গে এই কদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই সমস্ত সরকারি অফিসে বিনা মাস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ৷ একাধিক অফিসার করোনা আক্রান্ত হওয়ায় পৌরসভার তরফে বৃহস্পতিবার স্যানেটাইজ করা হয় পুরুলিয়া সদর থানা ।

আরও পড়ুন : করোনা থাবায় বন্ধ হল পুরুলিয়া সদর থানা

এবিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি বলেন, "যাঁরা বিভিন্ন কাজে পৌরসভায় আসছেন আমরা তাঁদের মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছি এবং পৌরসভার তরফে পুরুলিয়া শহরের পৌর এলাকাতে মাস্ক ব্যবহারের জন্য মাইকিংও করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.