ETV Bharat / state

ভিন জাতের ছেলের সঙ্গে বিয়েতে না, আত্মহত্যা যুগলের - পুরুলিয়ায় আত্মহত্যা যুগলের

ভিন জাতের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি পরিবার । অনত্র বিয়ে ঠিক হয়েছিল যুবতির । বিয়ের তিন দিন আগেই প্রেমিকের সঙ্গে আত্মহত্যা যুবতির ।

Purulia
Purulia
author img

By

Published : Jun 22, 2020, 5:35 PM IST

পুরুলিয়া, 22 জুন : ভিন জাতের ছেলের সঙ্গে প্রেম । তাই মেনে নেয়নি পরিবার । কিছুটা জোর করেই অন্যত্র বিয়ে ঠিক করেন মেয়ের । হাতে ছিল মাত্র তিন দিন । প্রেমিকার বিয়ে হচ্ছে জেনেও কিছু করতে পারেননি যুবক । কারণ সে লকডাউনের জেরে কাজ খুইয়ে ঘরে বসা । উপায় না পেয়ে আজ ভোরে গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাঁরা । সকাল হতেই গাছের ডালে তাদের একই দড়িতে ঝুলতে দেখে এলাকাবাসী । নামিয়ে চিকিৎসকদের খবর দিলে, তাঁরা এই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদের নাম অনুপ রাজোয়াড় (21) এবং নয়নমনি মণ্ডল (19) । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ভান্ডারপুয়াড়া গ্রামের বাসিন্দা অনুপ রাজোয়াড়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল নয়নমনি মণ্ডলের । দীর্ঘ কয়েকমাস আগে ওই যুবকটি চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতে যায় । সেই সময়ও তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল । এদিকে ভিন জাতের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না বলে যুবতির পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করেন । বৃহস্পতিবার সেই বিবাহ হওয়ার কথা ছিল । এদিকে লকডাউনের সময় কাজ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে ফিরে আসে ওই যুবক । সে মেয়েটির বিয়ে ঠিক হওয়ার ব্যাপারে সব জানতে পারে । কিন্তু তাঁরা কিছুতেই যুবতির বাবা-মাকে বিয়েতে রাজি করাতে পারেনি । আজ ভোররাতে দু'জন বাড়ি থেকে পালিয়ে যায় । আর এই ঘটনার কয়েক ঘণ্টা পরই সকালে কংসাবতী নদীর পাড়ে ওই যুগলের দেহ উদ্ধার হয় ।

এরপর কেন্দা থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় । ঘটনায় দু'জনেরই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুরুলিয়া, 22 জুন : ভিন জাতের ছেলের সঙ্গে প্রেম । তাই মেনে নেয়নি পরিবার । কিছুটা জোর করেই অন্যত্র বিয়ে ঠিক করেন মেয়ের । হাতে ছিল মাত্র তিন দিন । প্রেমিকার বিয়ে হচ্ছে জেনেও কিছু করতে পারেননি যুবক । কারণ সে লকডাউনের জেরে কাজ খুইয়ে ঘরে বসা । উপায় না পেয়ে আজ ভোরে গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তাঁরা । সকাল হতেই গাছের ডালে তাদের একই দড়িতে ঝুলতে দেখে এলাকাবাসী । নামিয়ে চিকিৎসকদের খবর দিলে, তাঁরা এই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন । মৃতদের নাম অনুপ রাজোয়াড় (21) এবং নয়নমনি মণ্ডল (19) । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ভান্ডারপুয়াড়া গ্রামের বাসিন্দা অনুপ রাজোয়াড়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল নয়নমনি মণ্ডলের । দীর্ঘ কয়েকমাস আগে ওই যুবকটি চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতে যায় । সেই সময়ও তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল । এদিকে ভিন জাতের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না বলে যুবতির পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করেন । বৃহস্পতিবার সেই বিবাহ হওয়ার কথা ছিল । এদিকে লকডাউনের সময় কাজ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে ফিরে আসে ওই যুবক । সে মেয়েটির বিয়ে ঠিক হওয়ার ব্যাপারে সব জানতে পারে । কিন্তু তাঁরা কিছুতেই যুবতির বাবা-মাকে বিয়েতে রাজি করাতে পারেনি । আজ ভোররাতে দু'জন বাড়ি থেকে পালিয়ে যায় । আর এই ঘটনার কয়েক ঘণ্টা পরই সকালে কংসাবতী নদীর পাড়ে ওই যুগলের দেহ উদ্ধার হয় ।

এরপর কেন্দা থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় । ঘটনায় দু'জনেরই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.