ETV Bharat / state

Jhalda Municipality: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের ! হাইকোর্টে মামলা দায়ের - কংগ্রেস

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করলেন পুরুলিয়ার (Purulia) ঝালদা পৌরসভার এক কাউন্সিলর ৷ তাঁর অভিযোগ, কংগ্রেসের (Congress) ডাকা অনাস্থা ভোটে তাঁকে অনুপস্থিত রাখতে পুলিশ ফাঁসানোর চেষ্টা করছে ৷ এই অভিযোগ জানিয়েই আদালতে মামলা দায়ের করেছেন ওই কাউন্সিলর ৷

Councilor of Jhalda Municipality Files Case in Calcutta High Court Against Purulia Police
Jhalda Municipality: ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের, হাইকোর্টে মামলা দায়ের
author img

By

Published : Nov 3, 2022, 4:30 PM IST

কলকাতা, 3 নভেম্বর: পুরুলিয়ার (Purulia) ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা করছে জেলা পুলিশ ও প্রশাসন । এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৷ পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে মামলা দায়েরেরও আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । বৃহস্পতিবার সেই মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

আদালত সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় ঝালদা পৌরসভার (Jhalda Municipality) কাউন্সিলর পিন্টু চন্দকে অক্টোবর মাসে নোটিশ পাঠায় জেলা পুলিশ । সাক্ষী থেকে কীভাবে তাঁকে ডেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হল ? সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন ওই কাউন্সিলর পিন্টু চন্দ ।

মামলাকারীর বক্তব্য, আগামী কয়েকদিনের মধ্যে ঝালদা পৌরসভায় অনাস্থা আনতে চলেছে কংগ্রেস (Congress) । যাতে তিনি অনাস্থায় ভোট দিতে না পারেন, তাই তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে । পুলিশকে যাতে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, সেই নির্দেশ দেওয়ার জন্য তিনি আদালতের কাছে আবেদন করেছেন ।

ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের, হাইকোর্টে মামলা দায়ের

এখানে উল্লেখ করা প্রয়োজন, ঝালদা পৌরসভায় 12টি আসন রয়েছে ৷ এর মধ্যে তৃণমূলের (Trinamool Congress) 6, নির্দলের এক ও কংগ্রেসের পাঁচজন কাউন্সিলর ৷ আরেক নির্দল কাউন্সিলর পরে তৃণমূলে যোগ দিলেও সম্প্রতি তৃণমূল ছেড়েছেন ৷ ফলে ওই পৌরসভায় তৃণমূল পরিচালিত বোর্ড এখন সংখ্যালঘু ৷ যদিও তার অনেক আগেই ঝালদা পৌরসভায় অনাস্থা আনে কংগ্রেস ৷ সেই নিয়ে তলবি সভা এখনও হয়নি ৷

আরও পড়ুন: কাউন্সিলর তৃণমূল ছাড়ায় ঝালদা পৌরসভায় চাপে শাসক দল

কলকাতা, 3 নভেম্বর: পুরুলিয়ার (Purulia) ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা করছে জেলা পুলিশ ও প্রশাসন । এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৷ পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তুলে মামলা দায়েরেরও আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । বৃহস্পতিবার সেই মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ।

আদালত সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় ঝালদা পৌরসভার (Jhalda Municipality) কাউন্সিলর পিন্টু চন্দকে অক্টোবর মাসে নোটিশ পাঠায় জেলা পুলিশ । সাক্ষী থেকে কীভাবে তাঁকে ডেকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হল ? সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন ওই কাউন্সিলর পিন্টু চন্দ ।

মামলাকারীর বক্তব্য, আগামী কয়েকদিনের মধ্যে ঝালদা পৌরসভায় অনাস্থা আনতে চলেছে কংগ্রেস (Congress) । যাতে তিনি অনাস্থায় ভোট দিতে না পারেন, তাই তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে । পুলিশকে যাতে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, সেই নির্দেশ দেওয়ার জন্য তিনি আদালতের কাছে আবেদন করেছেন ।

ঝালদা পৌরসভার কাউন্সিলরকে ফাঁসানোর চেষ্টা পুরুলিয়া জেলা পুলিশের, হাইকোর্টে মামলা দায়ের

এখানে উল্লেখ করা প্রয়োজন, ঝালদা পৌরসভায় 12টি আসন রয়েছে ৷ এর মধ্যে তৃণমূলের (Trinamool Congress) 6, নির্দলের এক ও কংগ্রেসের পাঁচজন কাউন্সিলর ৷ আরেক নির্দল কাউন্সিলর পরে তৃণমূলে যোগ দিলেও সম্প্রতি তৃণমূল ছেড়েছেন ৷ ফলে ওই পৌরসভায় তৃণমূল পরিচালিত বোর্ড এখন সংখ্যালঘু ৷ যদিও তার অনেক আগেই ঝালদা পৌরসভায় অনাস্থা আনে কংগ্রেস ৷ সেই নিয়ে তলবি সভা এখনও হয়নি ৷

আরও পড়ুন: কাউন্সিলর তৃণমূল ছাড়ায় ঝালদা পৌরসভায় চাপে শাসক দল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.