ঝালদা, 20 মার্চ : ফের ভাইরাল অডিয়ো । ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় একটার পর একটা অডিয়ো ভাইরাল হাওয়ায় বেকায়দায় পুরুলিয়া জেলা পুলিশ । কারণ এই অডিয়োতেও নাম জড়িয়েছে ওই থানার আইসি সঞ্জীব ঘোষের । যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Controversy in Jhalda Congress councillor murder case as audio goes viral) ।
এই অডিয়োতে আইসি সঞ্জীব ঘোষ এবং তাপন কান্দুর ভাইপো মিঠুনের মধ্যে কথোপকথনে শোনা যাচ্ছে, আইসি বলছেন, "আমার নাম করে অভিযোগ করে কি ভাল করছিস ? আমি সাসপেন্ড হয়ে গেলে বা আমার চাকরি চলে গেলে বউ, ছেলে, মেয়ে না খেতে পেয়ে মারা গেলে কি তোদের ভাল হবে ?" তখন উলটো দিকে তপন কান্দুর ভাইপোকে বলছেন, "আমি করিনি, কাকিমা করেছে ।" এরপর আইসি অভিযোগ ফিরিয়ে নেওয়ার কথা বলে একটা বয়ানে তপন কান্দুর স্ত্রীর টিপসই নিয়ে আসতে বলেন ।
এমনকি দরকার হলে মিঠুন এসে আইসির বন্দুক নিয়ে তাঁর প্রাণ নিয়ে নিক ৷ তাহলেই তো তাঁর কাকার মৃত্যুর বদলা হয়ে যাবে বলেও আক্ষেপ করতে শোনা যাচ্ছে আইসিকে। তখন ফোনের উলটো প্রান্তে থাকা মিঠুন বলেন, "যা হওয়ার কাল হবে ।" তবে একের পর এক অডিয়ো প্রকাশ পাওয়ায় অস্বস্তিতে পুরুলিয়া জেলা পুলিশ । যদিও এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরগন বলেন, "এই বিষয়ে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করলে পদক্ষেপ করা হবে ।"
আরও পড়ুন : Jhalda Congress councillor murder : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ভাইরাল অডিও
সদ্য পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তৃণমূল প্রার্থী দীপক কান্দু একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো ৷ জয়ী হন কংগ্রেস প্রার্থী তপন কান্দু । পৌরবোর্ড গঠিত হওয়ার আগেই 13 মার্চ, রবিবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর । রাজনৈতিক কারণে এই খুন, তা অনুমান করে নিহতের দাদা নরেন কান্দু ও ভাইপোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ঝালদা থানার পুলিশ ৷ জেরায় দীপক কান্দুর বয়ানে সন্দেহ হওয়ায় মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ তাকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
পাশাপাশি এই ঘটনায় 6 জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ । একইসঙ্গে গুলিকাণ্ডের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ । প্রত্যক্ষদর্শীদের সহায়তায় জড়িত দুষ্কৃতীর স্কেচ প্রকাশ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। অভিযুক্তের সন্ধান দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান ।
আরও পড়ুন : Jhalda Congress councillor murder : ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় জড়িত পুলিশ, অভিযোগ অধীরের