ETV Bharat / state

Student Missing from Hostel: হস্টেল থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির পড়ুয়া, চাঞ্চল্য পুরুলিয়ায় - class 7 student missing from hostel

হস্টেল থেকে ছাত্র নিখোঁজের ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে (Class 7 Student Missing from Hostel)৷ পুলিশে অভিযোগ দায়ের করলেন ছাত্রের বাবা ৷

ETV Bharat
নিখোঁজ ছাত্র
author img

By

Published : Feb 20, 2023, 6:51 AM IST

পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি: হস্টেলে দিয়ে যাওয়ার একদিন পর থেকেই নিখোঁজ সপ্তম শ্রেণির পড়ুয়া (Student Missing)৷ রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে (Purulia News)৷ পুরুলিয়া শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রাবাস থেকে নিখোঁজ হওয়া ওই আবাসিক পড়ুয়ার নাম জয়ন্ত গোপ ৷ বয়স 13 বছর ৷ পুরুলিয়া জেলার নেতুড়িয়া থানা এলাকার মালঞ্চ গ্রামের বাসিন্দা ।

ছেলে নিখোঁজ হওয়ার প্রসঙ্গে বাবা হরিপদ গোপ বলেন, "আমি শুক্রবার ছেলেকে এই স্কুলের হস্টেলে দিয়ে গিয়েছি ৷ মাঝে শনিবার দিন শুধু কেটেছে ৷ ওই একটা দিনই ও হস্টেলে থাকল ৷ আর তারপর রবিবার সকালেই স্কুল থেকে আমার কাছে ফোন যায় যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না । শনিবার রাতেও স্কুলের একজনের ফোন থেকে ছেলের সঙ্গে কথা বলেছি ৷ ওর নিখোঁজ হওয়ার খবর পেতেই স্কুলে এসে জানতে পারি রবিবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ জয়ন্তকে ঘুম থেকে তোলা হয়েছে অন্যান্য দিনের মতোই ৷ কিন্তু তারপর থেকে আর নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ কিন্তু স্কুলে নিরাপত্তারক্ষী আছে, সিসিটিভি ক্যামেরা বসানো আছে, এত বড় বাউন্ডারি আছে, তাও আমার ছেলেটি এত নিরাপত্তা বলয় ভেদ করে কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না । স্কুল কর্তৃপক্ষকে বলেছি আমার ছেলেটিকে ফিরিয়ে দিন ।"

পুরুলিয়া শহরে ঢোকার মুখে বাসস্ট্যান্ডের নিকট অবস্থিত এই স্কুলের ছাত্র নিখোঁজের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চিতা সেন বলেন, "ঘটনার কথা জানার পরই আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । সকাল সাড়ে 6টা-পৌনে সাতটা নাগাদ বিষয়টি আমি জানতে পারি । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে জানানোর পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ আশা করছি শীঘ্রই ছেলেটির খোঁজ মিলবে ।" বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাটি দেখার জন্য লোক ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি । এদিকে ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য রবিবার সন্ধ্যা নাগাদ পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ ছাত্রের বাবা ৷ এরপরই নিখোঁজ ছাত্রের সন্ধানে তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ ৷

আরও পড়ুন : স্কুলে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, 6 দিন পর থানার দ্বারস্থ পরিবার

পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি: হস্টেলে দিয়ে যাওয়ার একদিন পর থেকেই নিখোঁজ সপ্তম শ্রেণির পড়ুয়া (Student Missing)৷ রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে (Purulia News)৷ পুরুলিয়া শহরের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রাবাস থেকে নিখোঁজ হওয়া ওই আবাসিক পড়ুয়ার নাম জয়ন্ত গোপ ৷ বয়স 13 বছর ৷ পুরুলিয়া জেলার নেতুড়িয়া থানা এলাকার মালঞ্চ গ্রামের বাসিন্দা ।

ছেলে নিখোঁজ হওয়ার প্রসঙ্গে বাবা হরিপদ গোপ বলেন, "আমি শুক্রবার ছেলেকে এই স্কুলের হস্টেলে দিয়ে গিয়েছি ৷ মাঝে শনিবার দিন শুধু কেটেছে ৷ ওই একটা দিনই ও হস্টেলে থাকল ৷ আর তারপর রবিবার সকালেই স্কুল থেকে আমার কাছে ফোন যায় যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না । শনিবার রাতেও স্কুলের একজনের ফোন থেকে ছেলের সঙ্গে কথা বলেছি ৷ ওর নিখোঁজ হওয়ার খবর পেতেই স্কুলে এসে জানতে পারি রবিবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ জয়ন্তকে ঘুম থেকে তোলা হয়েছে অন্যান্য দিনের মতোই ৷ কিন্তু তারপর থেকে আর নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ কিন্তু স্কুলে নিরাপত্তারক্ষী আছে, সিসিটিভি ক্যামেরা বসানো আছে, এত বড় বাউন্ডারি আছে, তাও আমার ছেলেটি এত নিরাপত্তা বলয় ভেদ করে কোথায় চলে গেল আমি বুঝতে পারছি না । স্কুল কর্তৃপক্ষকে বলেছি আমার ছেলেটিকে ফিরিয়ে দিন ।"

পুরুলিয়া শহরে ঢোকার মুখে বাসস্ট্যান্ডের নিকট অবস্থিত এই স্কুলের ছাত্র নিখোঁজের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চিতা সেন বলেন, "ঘটনার কথা জানার পরই আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । সকাল সাড়ে 6টা-পৌনে সাতটা নাগাদ বিষয়টি আমি জানতে পারি । বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে জানানোর পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ আশা করছি শীঘ্রই ছেলেটির খোঁজ মিলবে ।" বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাটি দেখার জন্য লোক ডাকা হয়েছে বলেও জানিয়েছেন তিনি । এদিকে ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করার জন্য রবিবার সন্ধ্যা নাগাদ পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ ছাত্রের বাবা ৷ এরপরই নিখোঁজ ছাত্রের সন্ধানে তদন্তে নেমেছে পুরুলিয়া সদর থানার পুলিশ ৷

আরও পড়ুন : স্কুলে বেরিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, 6 দিন পর থানার দ্বারস্থ পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.