ETV Bharat / state

রঘুনাথপুরে সরকারি জমির দখলদারি নিয়ে সংঘর্ষ, জখম 13 - clash

সরকারি জমির দখলদারি নিয়ে সংঘর্ষে জখম 13 জন । ঘটনায় গ্রেপ্তার 5 জন ।  পুরুলিয়ার রঘুনাথপুরের 6 নম্বর ওয়ার্ডের পুরাতন লালবাজার এলাকার ঘটনা ।

সরকারি জমির দখলদারি নিয়ে সংঘর্ষ
author img

By

Published : Jun 20, 2019, 7:39 PM IST

Updated : Jun 20, 2019, 8:36 PM IST

রঘুনাথপুর, 20 জুন : সরকারি জমির দখলদারি নিয়ে সংঘর্ষে জখম 13 জন । তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনায় গ্রেপ্তার 5 জন । পুরুলিয়ার রঘুনাথপুরের 6 নম্বর ওয়ার্ডের পুরাতন লালবাজার এলাকার ঘটনা ।

রঘুনাথপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় ফাঁকা পড়ে থাকা একটি সরকারি জমি রঘুনাথপুর ষোলোআনা কমিটি লিজ়ে নিয়েছিল । সেখানে ওই কমিটির পক্ষ থেকে সামাজিক প্রকল্প, মেরেজ হল, পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু ওই জমিটি এলাকারই ধীবর সম্প্রদায়ের কয়েকজন মিলে জবরদখল করে । ষোলআনা কমিটি তার প্রতিবাদ করলে তা মানতে চান না ধীবর সম্প্রদায়ের মানুষজন । এই ঘটনায় যাতে কোনও ঝামেলা না হয় তারজন্য গতরাতে 6 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় একটি বৈঠক ডাকা হয় ষোলআনা কমিটির পক্ষ থেকে । বৈঠকে ধীবর সম্প্রদায়ের লোকজনকেও ডাকা হয় । কিন্তু তাঁরা বৈঠকে অংশগ্রহণ করেননি । ফলে বৈঠকটি ভেস্তে যায় ।

ভিডিয়োয় দেখুন

এরপরই কমিটির সদস্যরা ওই সরকারি জমি পরিদর্শন করতে গেলে ধীবর সম্প্রদায়ের বেশ কিছু লোকজন ধারালো অস্ত্র, লাঠি, ইট, পাথর দিয়ে তাঁদের উপর হামলা করে । তাঁদের লক্ষ্য করে ইট, পাটকেল ছোড়ে । ঘটনায় আহত হন কমিটির মোট 13 জন সদস্য । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে পুলিশ । ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় ধীবর সম্প্রদায়ের লোকজনেরা । তাঁদের বিরুদ্ধে পরে থানায় অভিযোগ দায়ের করা হয় । আজ পুলিশ অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেপ্তার করেছে ।

এপ্রসঙ্গে পৌরপ্রধান ভবেশ চ্যাটার্জি বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । এটা একটা জমিকে কেন্দ্র করে বাজারের ষোলোআনা কমিটি ও ধীবরদের মধ্যে বচসা হয় । আমি পুলিশকে বলেছি তদন্ত করতে । কারণ যাঁরা দোষী তাঁদের যেন শাস্তি হয় ।"

ঘটনায় আহত ষোলোআনা কমিটির সদস্য শচিদুলাল দে (শিক্ষক) ও সোমনাথ চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

রঘুনাথপুর, 20 জুন : সরকারি জমির দখলদারি নিয়ে সংঘর্ষে জখম 13 জন । তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনায় গ্রেপ্তার 5 জন । পুরুলিয়ার রঘুনাথপুরের 6 নম্বর ওয়ার্ডের পুরাতন লালবাজার এলাকার ঘটনা ।

রঘুনাথপুর শহরের 6 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় ফাঁকা পড়ে থাকা একটি সরকারি জমি রঘুনাথপুর ষোলোআনা কমিটি লিজ়ে নিয়েছিল । সেখানে ওই কমিটির পক্ষ থেকে সামাজিক প্রকল্প, মেরেজ হল, পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । কিন্তু ওই জমিটি এলাকারই ধীবর সম্প্রদায়ের কয়েকজন মিলে জবরদখল করে । ষোলআনা কমিটি তার প্রতিবাদ করলে তা মানতে চান না ধীবর সম্প্রদায়ের মানুষজন । এই ঘটনায় যাতে কোনও ঝামেলা না হয় তারজন্য গতরাতে 6 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় একটি বৈঠক ডাকা হয় ষোলআনা কমিটির পক্ষ থেকে । বৈঠকে ধীবর সম্প্রদায়ের লোকজনকেও ডাকা হয় । কিন্তু তাঁরা বৈঠকে অংশগ্রহণ করেননি । ফলে বৈঠকটি ভেস্তে যায় ।

ভিডিয়োয় দেখুন

এরপরই কমিটির সদস্যরা ওই সরকারি জমি পরিদর্শন করতে গেলে ধীবর সম্প্রদায়ের বেশ কিছু লোকজন ধারালো অস্ত্র, লাঠি, ইট, পাথর দিয়ে তাঁদের উপর হামলা করে । তাঁদের লক্ষ্য করে ইট, পাটকেল ছোড়ে । ঘটনায় আহত হন কমিটির মোট 13 জন সদস্য । তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । খবর দেওয়া হয় পুলিশে । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে পুলিশ । ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় ধীবর সম্প্রদায়ের লোকজনেরা । তাঁদের বিরুদ্ধে পরে থানায় অভিযোগ দায়ের করা হয় । আজ পুলিশ অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেপ্তার করেছে ।

এপ্রসঙ্গে পৌরপ্রধান ভবেশ চ্যাটার্জি বলেন, "এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । এটা একটা জমিকে কেন্দ্র করে বাজারের ষোলোআনা কমিটি ও ধীবরদের মধ্যে বচসা হয় । আমি পুলিশকে বলেছি তদন্ত করতে । কারণ যাঁরা দোষী তাঁদের যেন শাস্তি হয় ।"

ঘটনায় আহত ষোলোআনা কমিটির সদস্য শচিদুলাল দে (শিক্ষক) ও সোমনাথ চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

sample description
Last Updated : Jun 20, 2019, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.