ETV Bharat / state

কোরোনা আবহে নজর কাড়ছে চড়িদার ছৌ-মুখোশ মাস্ক

কোরোনা আবহে ছৌ মুখোশের আদলে মাস্ক বানিয়ে বাজার ধরতে চাইছেন শিল্পীরা । এই মাস্ক বেচে কিছুটা হলেও আর্থিক হাল ফিরবে বলে আশা করছেন তাঁরা ।

author img

By

Published : Sep 1, 2020, 8:52 PM IST

Updated : Sep 1, 2020, 9:15 PM IST

aa
মাস্ক

পুরুলিয়া, 1 সেপ্টেম্বর : কোরােনার থাবায় বন্ধ হয়েছে ছৌ নাচ l গত পাঁচ মাসের বেশি সময় ধরে কোনও আসর পাননি ছৌ দলগুলি l চাহিদা নেই ছৌ মুখোশেরও । অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনাও বন্ধ হয়েছে l তাই দোকানের ঝাপ খুললেও খাঁ খাঁ করছে ছৌ মুখােশ গ্রাম তথা পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানা এলাকার চড়িদা l এই বদলে যাওয়া পরিস্থিতিতে রুটি-রােজগারের আশায় ছৌ মুখােশের আদলে মাস্ক বানিয়ে নজর কাড়ছে চড়িদা গ্রামের মুখােশ শিল্পীরা l সাড়াও পাচ্ছেন ভালো ।

কোরােনা আবহে এই মুখোশ-মাস্ক যেন ফ্যাশানেও ঢুকে পড়েছে l তাই এই মাস্কের চাহিদাও বেড়েছে ব্যাপক l ভিন জেলায় তো বটেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও এর চাহিদা বেড়েছে ব্যাপক l কাপড়, কাগজ ও রং দিয়ে শিল্পকর্ম ফুটিয়ে তুলে পুরুষ ও মহিলার চেহারার আকারে তৈরি করা হচ্ছে মুখােশ মাস্ক l মহিলাদের জন্য তৈরি মাস্কে ঠোঁট রাঙানো আছে লিপস্টিকে । পুরুষের মুখে গোঁফ লাগানো ও বাচ্চাদের জন্য গোঁফ ছাড়া মাস্কও রয়েছে l শিল্পীরা প্রতিটি মাস্ক এমনভাবে হালকা করে তৈরি করছেন যাতে কেউ ওই মাস্ক পরে অস্বস্তি বোধ না করেন l কানে বা মাথার পিছনের বাঁধার ব্যবস্থাও রয়েছে । মুখােশের পিছন থেকে মাস্ককে আলাদা করে তা প্রয়ােজন মতো পরিষ্কারও করা যাবে l

ছৌ মুখোশের মাস্ক বানিয়ে বাজার ধরতে চাইছেন শিল্পীরা

ছৌ মুখােশ শিল্পী ত্রিগুণী সূত্রধর, ভোলানাথ সূত্রধররা জানান, "চৈত্র বৈশাখ মাসে ছৌ নাচের মরশুম । ওই সময় ছৌ মুখােশ বিক্রি হয় l তাছাড়া ওই সময়ে পর্যটকরাও ভিড় জমান পাহাড়ে l সেই সময়ে পর্যটকরাও পুরুলিয়ার স্মৃতি হিসেবে ছৌ মুখোশ কেনেন l কিন্তু এ বছর এই সময় টানা লকডাউন থাকায় দোকান বন্ধই ছিল l তাই মুখোশ বিক্রি একদমই হয়নি l মুখােশ বানাতে আগে থেকে আনা কাঁচামালও সব নষ্ট হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে l আর এখন দোকান খুললেও কোরোনা আবহে পর্যটকরা আর পা রাখছেন না l ফলে রংবাহারি মুখােশ বিক্রিবাটা একেবারেই নেই l এই সময়ে মাস্কের চাহিদা বেশি রয়েছে । তাই ছৌ মুখােশের আদলে মাস্ক বানিয়ে বাজারে নজর কাড়ার একটা ছোট্টো প্রয়াস চালাচ্ছি l এই মাস্কের চাহিদাও বাড়ছে l ঝাড়খণ্ড থেকে অনেকগুলি মাস্ক তৈরির অর্ডার পেয়েছি l মাস্কের দাম রাখা হয়েছে 120 টাকা থেকে 200 টাকা l"

aa
ছৌ-এর আদলে তৈরি

পুরুলিয়া, 1 সেপ্টেম্বর : কোরােনার থাবায় বন্ধ হয়েছে ছৌ নাচ l গত পাঁচ মাসের বেশি সময় ধরে কোনও আসর পাননি ছৌ দলগুলি l চাহিদা নেই ছৌ মুখোশেরও । অযোধ্যা পাহাড়ে পর্যটকদের আনাগোনাও বন্ধ হয়েছে l তাই দোকানের ঝাপ খুললেও খাঁ খাঁ করছে ছৌ মুখােশ গ্রাম তথা পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি থানা এলাকার চড়িদা l এই বদলে যাওয়া পরিস্থিতিতে রুটি-রােজগারের আশায় ছৌ মুখােশের আদলে মাস্ক বানিয়ে নজর কাড়ছে চড়িদা গ্রামের মুখােশ শিল্পীরা l সাড়াও পাচ্ছেন ভালো ।

কোরােনা আবহে এই মুখোশ-মাস্ক যেন ফ্যাশানেও ঢুকে পড়েছে l তাই এই মাস্কের চাহিদাও বেড়েছে ব্যাপক l ভিন জেলায় তো বটেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও এর চাহিদা বেড়েছে ব্যাপক l কাপড়, কাগজ ও রং দিয়ে শিল্পকর্ম ফুটিয়ে তুলে পুরুষ ও মহিলার চেহারার আকারে তৈরি করা হচ্ছে মুখােশ মাস্ক l মহিলাদের জন্য তৈরি মাস্কে ঠোঁট রাঙানো আছে লিপস্টিকে । পুরুষের মুখে গোঁফ লাগানো ও বাচ্চাদের জন্য গোঁফ ছাড়া মাস্কও রয়েছে l শিল্পীরা প্রতিটি মাস্ক এমনভাবে হালকা করে তৈরি করছেন যাতে কেউ ওই মাস্ক পরে অস্বস্তি বোধ না করেন l কানে বা মাথার পিছনের বাঁধার ব্যবস্থাও রয়েছে । মুখােশের পিছন থেকে মাস্ককে আলাদা করে তা প্রয়ােজন মতো পরিষ্কারও করা যাবে l

ছৌ মুখোশের মাস্ক বানিয়ে বাজার ধরতে চাইছেন শিল্পীরা

ছৌ মুখােশ শিল্পী ত্রিগুণী সূত্রধর, ভোলানাথ সূত্রধররা জানান, "চৈত্র বৈশাখ মাসে ছৌ নাচের মরশুম । ওই সময় ছৌ মুখােশ বিক্রি হয় l তাছাড়া ওই সময়ে পর্যটকরাও ভিড় জমান পাহাড়ে l সেই সময়ে পর্যটকরাও পুরুলিয়ার স্মৃতি হিসেবে ছৌ মুখোশ কেনেন l কিন্তু এ বছর এই সময় টানা লকডাউন থাকায় দোকান বন্ধই ছিল l তাই মুখোশ বিক্রি একদমই হয়নি l মুখােশ বানাতে আগে থেকে আনা কাঁচামালও সব নষ্ট হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে l আর এখন দোকান খুললেও কোরোনা আবহে পর্যটকরা আর পা রাখছেন না l ফলে রংবাহারি মুখােশ বিক্রিবাটা একেবারেই নেই l এই সময়ে মাস্কের চাহিদা বেশি রয়েছে । তাই ছৌ মুখােশের আদলে মাস্ক বানিয়ে বাজারে নজর কাড়ার একটা ছোট্টো প্রয়াস চালাচ্ছি l এই মাস্কের চাহিদাও বাড়ছে l ঝাড়খণ্ড থেকে অনেকগুলি মাস্ক তৈরির অর্ডার পেয়েছি l মাস্কের দাম রাখা হয়েছে 120 টাকা থেকে 200 টাকা l"

aa
ছৌ-এর আদলে তৈরি
Last Updated : Sep 1, 2020, 9:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.