পুরুলিয়া, 20 সেপ্টেম্বর: পুরুলিয়ায় উদ্ধার হল একটি ক্যামিলিয়ন (Chameleon Recovered)৷ তাকে ঘিরেই উৎসাহ ধরা পড়েছে স্থানীয়দের মধ্যে ৷ ক্যামিলিয়নটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে (Purulia news)৷
পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত লহরিয়া শিব মন্দির সংলগ্ন এলাকা থেকে মেলে ক্যামিলয়নটি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন । তাঁরা লহরিয়া মন্দির থেকে অযোধ্যা পাহাড়ে ওঠার সময় রাস্তায় দেখতে পান কয়েকটি বাচ্চা ছেলে ওই ক্যামিলিয়নটিকে ঘিরে রেখেছে ।
উদ্ধারকারীদের মধ্যে সঞ্জয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি জানান, "আমরা লহরিয়া শিব মন্দির থেকে অযোধ্যা পাহাড়ে ওঠার সময় মন্দিরের সামনে ক্যামিলিয়নটিকে বাচ্চাগুলির কাছ থেকে উদ্ধার করি । সেটিকে অযোধ্যা বনাঞ্চলের কর্মীদের হাতে তুলে দিয়েছি ।"
আরও পড়ুন: চন্দ্রকোনাতে উদ্ধার বিরল প্রজাতির ক্যামেলিয়ন
বনদফতরের কর্মীরা জানিয়েছেন, ক্যামিলিয়নটির স্বাস্থ্য পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷