ETV Bharat / state

CBI Probe on Jhalda Murder Case : ঝালদা কাউন্সিলর খুনে ক্লোজ পুলিশ কর্মীদের জেরায় ডাক সিবিআইয়ের - ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে তদন্তে সিবিআই

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই (Calcutta HC Orders CBI Probe on Jhalda Murder Case) ৷ ওই ঘটনায় ক্লোজ হওয়া পাঁচজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই ৷ তাঁদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন গোয়েন্দারা ৷

cbi summons five closed police personnel on jhalda murder case
CBI Probe on Jhalda Murder Case : ঝালদা-কাণ্ডে ক্লোজ পুলিশ কর্মীদের জেরায় ডাক সিবিআইয়ের
author img

By

Published : Apr 8, 2022, 9:27 PM IST

পুরুলিয়া, 8 এপ্রিল : এবার ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুন কাণ্ডে ক্লোজ হওয়া পাঁচজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই (CBI Summons Five Closed Police Personnel on Jhalda Murder Case) । শুক্রবার মহিলা পুলিশ আধিকারিক অনিমা অধিকারী-সহ আরও চার পুলিশ কর্মীকে ডেকে পাঠায় সিবিআই । তার মধ্যে দু’জন এনভিএফ কর্মীও রয়েছেন। ক্লোজ হওয়া পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা ।

অভিযোগ, যেদিন তপন কান্দু খুন (Jhalda Murder Case) হন, সেদিন পুলিশের একটি গাড়ি ঘটনাস্থল থেকে প্রায় 1 কিমির মধ্যেই ছিল । অথচ ঘটনার পর ওই গাড়িতে থাকা পুলিশ কর্মীরা গা ছাড়া মনোভাব দেখিয়েছিলেন বলে অভিযোগ করে মৃতের পরিবার । সেই অভিযোগের পরই জেলা পুলিশের তরফ থেকে এই পাঁচ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয় । এবার তাঁদের থেকে ঘটনার বিষয়ে জানার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ।

উল্লেখ্য, তদন্তভার নেওয়ার পরই সিবিআই আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । পরিদর্শন করেন ঘটনাস্থলও । তারপরই শুক্রবার ঘটনার দিন যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । ডাকা হয়েছে অভিযুক্ত আইসি সঞ্জীব ঘোষকেও ।

আরও পড়ুন : Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই

পুরুলিয়া, 8 এপ্রিল : এবার ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুন কাণ্ডে ক্লোজ হওয়া পাঁচজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল সিবিআই (CBI Summons Five Closed Police Personnel on Jhalda Murder Case) । শুক্রবার মহিলা পুলিশ আধিকারিক অনিমা অধিকারী-সহ আরও চার পুলিশ কর্মীকে ডেকে পাঠায় সিবিআই । তার মধ্যে দু’জন এনভিএফ কর্মীও রয়েছেন। ক্লোজ হওয়া পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা ।

অভিযোগ, যেদিন তপন কান্দু খুন (Jhalda Murder Case) হন, সেদিন পুলিশের একটি গাড়ি ঘটনাস্থল থেকে প্রায় 1 কিমির মধ্যেই ছিল । অথচ ঘটনার পর ওই গাড়িতে থাকা পুলিশ কর্মীরা গা ছাড়া মনোভাব দেখিয়েছিলেন বলে অভিযোগ করে মৃতের পরিবার । সেই অভিযোগের পরই জেলা পুলিশের তরফ থেকে এই পাঁচ পুলিশ কর্মীকে ক্লোজ করা হয় । এবার তাঁদের থেকে ঘটনার বিষয়ে জানার জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ।

উল্লেখ্য, তদন্তভার নেওয়ার পরই সিবিআই আধিকারিকরা বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়ি গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন । পরিদর্শন করেন ঘটনাস্থলও । তারপরই শুক্রবার ঘটনার দিন যাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । ডাকা হয়েছে অভিযুক্ত আইসি সঞ্জীব ঘোষকেও ।

আরও পড়ুন : Tapan Kandu Murder: তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.