ETV Bharat / state

টানা বৃষ্টিতে ভাঙল খালের পাড়, ধসে গেল রাস্তা - বৃষ্টিতে রাস্তায় ধস

টানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে খালের পাড় ৷ আর তার জেরে ভেঙে পড়েছে রাস্তার একাংশ ৷ পুরুলিয়ার কাশীপুর ব্লকের রাঙ্গুনি গ্রামের ঘটনা ৷ দ্রুত খাল সংস্কার করে খালের পাড় ও রাস্তা মেরামতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

canal bank broken by heavy rain in Purulia
টানা বৃষ্টিতে ভাঙল খালের পাড়, ধসে গেল রাস্তা
author img

By

Published : Jun 17, 2021, 4:18 PM IST

পুরুলিয়া, 17 জুন : বর্ষা শুরু হতেই বাড়ছে দুর্ভোগ ৷ কোথাও ভেঙে পড়ছে রাস্তা, কোথাও আবার ভাঙছে খালের পাড় ৷ বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন পুরুলিয়ার কাশীপুর ব্লকের রাঙ্গুনি গ্রামের বাসিন্দারা ৷ টানা বৃষ্টির জেরে ধস নামল গ্রামের লাল মাটির রাস্তা লাগোয়া খালের পাড়ে ৷ আর তার জেরেই ধসে গেল রাস্তার একাংশ ৷

এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন স্থানীয় বেকো গ্রাম পঞ্চায়েতের 10টি গ্রামের বাসিন্দারা ৷ তাঁরা জানিয়েছেন, এই 10টি গ্রামে অন্তত 15 হাজার মানুষের বাস ৷ খাল পাড়ের এই রাস্তাই তাঁদের বিভিন্ন জায়গায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ৷ এখন রাস্তা ধসে যাওয়ায় যাতায়াত বন্ধ ৷

বিপদে পড়েছেন এলাকার কৃষকরাও ৷ খাল লাগোয়া রাস্তার পাশেই রয়েছে চাষের জমি ৷ সেখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেন স্থানীয় কৃষকরা ৷ অথচ খালের পাড় এবং রাস্তা ভেঙে যাওয়ায় জল ঢুকে পড়ছে চাষের জমিতে ৷ ফলে অনেকেরই ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ একে লকডাউন পরিস্থিতি কাজকর্মের বেহাল দশা, তার উপর এই ক্ষতি ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকার কৃষিজীবী মানুষজন ৷

আরও পড়ুন : টানা বৃষ্টিতে ধস উলুবেড়িয়ার রাস্তায়

পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন গ্রামের মানুষ ৷ তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার ভেঙে যাচ্ছে খালের পাড় ৷ গত বছরও একই ঘটনা ঘটেছিল ৷ তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের ৷ সমস্য়ার স্থায়ী সমাধান করতে দ্রুত খাল সংস্কার করে খালের পাড় ও রাস্তা মেরামতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

পুরুলিয়া, 17 জুন : বর্ষা শুরু হতেই বাড়ছে দুর্ভোগ ৷ কোথাও ভেঙে পড়ছে রাস্তা, কোথাও আবার ভাঙছে খালের পাড় ৷ বৃহস্পতিবার এমনই ঘটনার সাক্ষী থাকলেন পুরুলিয়ার কাশীপুর ব্লকের রাঙ্গুনি গ্রামের বাসিন্দারা ৷ টানা বৃষ্টির জেরে ধস নামল গ্রামের লাল মাটির রাস্তা লাগোয়া খালের পাড়ে ৷ আর তার জেরেই ধসে গেল রাস্তার একাংশ ৷

এই ঘটনার জেরে বিপাকে পড়েছেন স্থানীয় বেকো গ্রাম পঞ্চায়েতের 10টি গ্রামের বাসিন্দারা ৷ তাঁরা জানিয়েছেন, এই 10টি গ্রামে অন্তত 15 হাজার মানুষের বাস ৷ খাল পাড়ের এই রাস্তাই তাঁদের বিভিন্ন জায়গায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ৷ এখন রাস্তা ধসে যাওয়ায় যাতায়াত বন্ধ ৷

বিপদে পড়েছেন এলাকার কৃষকরাও ৷ খাল লাগোয়া রাস্তার পাশেই রয়েছে চাষের জমি ৷ সেখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করেন স্থানীয় কৃষকরা ৷ অথচ খালের পাড় এবং রাস্তা ভেঙে যাওয়ায় জল ঢুকে পড়ছে চাষের জমিতে ৷ ফলে অনেকেরই ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছে ৷ একে লকডাউন পরিস্থিতি কাজকর্মের বেহাল দশা, তার উপর এই ক্ষতি ৷ ঘটনায় ক্ষুব্ধ এলাকার কৃষিজীবী মানুষজন ৷

আরও পড়ুন : টানা বৃষ্টিতে ধস উলুবেড়িয়ার রাস্তায়

পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন গ্রামের মানুষ ৷ তাঁদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের অভাবেই বারবার ভেঙে যাচ্ছে খালের পাড় ৷ গত বছরও একই ঘটনা ঘটেছিল ৷ তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের ৷ সমস্য়ার স্থায়ী সমাধান করতে দ্রুত খাল সংস্কার করে খালের পাড় ও রাস্তা মেরামতির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.