ETV Bharat / state

Unidentified Body Recover: জাতীয় সড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার - Unidentified Body Recover

পুরুলিয়া-রাঁচি 32 নম্বর জাতীয় সড়কের উপর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্য়ক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (unidentified body recovered) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Unidentified Body Recover
মৃতদেহ উদ্ধার
author img

By

Published : Mar 28, 2022, 3:58 PM IST

পুরুলিয়া, 28 মার্চ: পুরুলিয়া-রাঁচি 32 নম্বর জাতীয় সড়কের উপর গোলবেড়া মোড়ের কাছে একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকল এক ব্যক্তির মৃতদেহ (unidentified body recovered)। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ও স্থানীয় সিভিক কর্মীরা।

আরও পড়ুন : Girl Body Found Beside Railtrack : বৈষ্ণবনগরে রেললাইনের পাশে ছাত্রীর গলাকাটা দেহ ! সন্দেহে প্রেমিক

জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের ধারে পড়েছিল দেহটি ৷ অনেকক্ষণ ধরেই পড়েছিল মৃতদেহটি ৷ কারওরই নজরে পড়েনি ৷ মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে বলে জানায় পুলিশ ৷

পুরুলিয়া, 28 মার্চ: পুরুলিয়া-রাঁচি 32 নম্বর জাতীয় সড়কের উপর গোলবেড়া মোড়ের কাছে একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকল এক ব্যক্তির মৃতদেহ (unidentified body recovered)। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ও স্থানীয় সিভিক কর্মীরা।

আরও পড়ুন : Girl Body Found Beside Railtrack : বৈষ্ণবনগরে রেললাইনের পাশে ছাত্রীর গলাকাটা দেহ ! সন্দেহে প্রেমিক

জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের ধারে পড়েছিল দেহটি ৷ অনেকক্ষণ ধরেই পড়েছিল মৃতদেহটি ৷ কারওরই নজরে পড়েনি ৷ মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে বলে জানায় পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.