পুরুলিয়া, 28 মার্চ: পুরুলিয়া-রাঁচি 32 নম্বর জাতীয় সড়কের উপর গোলবেড়া মোড়ের কাছে একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকল এক ব্যক্তির মৃতদেহ (unidentified body recovered)। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ ও স্থানীয় সিভিক কর্মীরা।
জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের ধারে পড়েছিল দেহটি ৷ অনেকক্ষণ ধরেই পড়েছিল মৃতদেহটি ৷ কারওরই নজরে পড়েনি ৷ মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে বলে জানায় পুলিশ ৷