ETV Bharat / state

পঞ্চায়েত সমিতির BJP সদস্যের বাড়িতে আগুন, মিলল "মাওবাদী" পোস্টার - maoist posters

পঞ্চায়েত সমিতির BJP-র সদস্যের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থান থেকে মিলল মাওবাদী পোস্টার । ঘটনাটি পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের তিলাই গ্রামের ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 30, 2019, 2:57 PM IST

Updated : Jun 30, 2019, 3:25 PM IST

পুরুলিয়া, 30 জুন : পঞ্চায়েত সমিতির BJP-র সদস্যের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থান থেকে মিলল মাওবাদী পোস্টার । ঘটনাটি পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের তিলাই গ্রামের । গতকাল মাঝরাতে পঞ্চায়েত সমিতির সদস্য মালতি রাজোয়ারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । খড়ের চালে আগুন ধরিয়ে দেয় । পরে স্থানীয় হনুমান মন্দিরে মেলে কালো পতাকা । যাতে লেখা "এই তো শুরু ।" "মাওবাদী" লেখা পোস্টারে মেলে মেরে ফেলার হুমকিও । আপাতদৃষ্টিতে বিষয়টিকে মাওবাদী হামলা মনে হলেও ভিন্ন মত পুলিশের । তাদের দাবি, কোনও মাওবাদী নয়, কাজটির সঙ্গে জড়িত সাধারণ দুষ্কৃতীরা । শুরু হয়েছে তদন্ত ।

গতকাল রাতে মালতি রাজোয়াড়ের বাড়ি ও সংলগ্ন এলাকা থেকে মেলে একাধিক পোস্টার । যার কোনওটিতে লেখা "রাজনীতি করলে বিপদ হবে। নেতারা সাবধান ।" আবার কোনওটিতে হুমকি দিয়ে লেখা, "যদি কেউ অন্যায় করে থাকে তাহলে মরতে হবে ।" কোনওটিতে লেখা, "আবার এসেছি, CPI(M) মাওবাদী ।" পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে । এবিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "এই ঘটনার সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই । এটা স্থানীয় দুষ্কৃতীদের কাজ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

a
হুমকির পোস্টার

অন্যদিকে, ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি করে স্থানীয় BJP নেতৃত্ব । জেলার সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "BJP কর্মীদের আতঙ্কিত করতেই এসব করা হচ্ছে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তারা জানায়, হিংসার রাজনীতিতে তারা বিশ্বাস করে না ।

a
এই ঘরেই আগুন ধরিয়ে দেওয়া হয়

প্রসঙ্গত, বলরামপুর এলাকায় এর আগে একাধিক BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে । এবার মাওবাদীদের নামে হুমকির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । ঘটনার পর মালতি রাজোয়াড়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

পুরুলিয়া, 30 জুন : পঞ্চায়েত সমিতির BJP-র সদস্যের বাড়িতে আগুন দিল দুষ্কৃতীরা । ঘটনাস্থান থেকে মিলল মাওবাদী পোস্টার । ঘটনাটি পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের তিলাই গ্রামের । গতকাল মাঝরাতে পঞ্চায়েত সমিতির সদস্য মালতি রাজোয়ারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । খড়ের চালে আগুন ধরিয়ে দেয় । পরে স্থানীয় হনুমান মন্দিরে মেলে কালো পতাকা । যাতে লেখা "এই তো শুরু ।" "মাওবাদী" লেখা পোস্টারে মেলে মেরে ফেলার হুমকিও । আপাতদৃষ্টিতে বিষয়টিকে মাওবাদী হামলা মনে হলেও ভিন্ন মত পুলিশের । তাদের দাবি, কোনও মাওবাদী নয়, কাজটির সঙ্গে জড়িত সাধারণ দুষ্কৃতীরা । শুরু হয়েছে তদন্ত ।

গতকাল রাতে মালতি রাজোয়াড়ের বাড়ি ও সংলগ্ন এলাকা থেকে মেলে একাধিক পোস্টার । যার কোনওটিতে লেখা "রাজনীতি করলে বিপদ হবে। নেতারা সাবধান ।" আবার কোনওটিতে হুমকি দিয়ে লেখা, "যদি কেউ অন্যায় করে থাকে তাহলে মরতে হবে ।" কোনওটিতে লেখা, "আবার এসেছি, CPI(M) মাওবাদী ।" পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে । এবিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "এই ঘটনার সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই । এটা স্থানীয় দুষ্কৃতীদের কাজ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

a
হুমকির পোস্টার

অন্যদিকে, ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি করে স্থানীয় BJP নেতৃত্ব । জেলার সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা বলেন, "BJP কর্মীদের আতঙ্কিত করতেই এসব করা হচ্ছে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তারা জানায়, হিংসার রাজনীতিতে তারা বিশ্বাস করে না ।

a
এই ঘরেই আগুন ধরিয়ে দেওয়া হয়

প্রসঙ্গত, বলরামপুর এলাকায় এর আগে একাধিক BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে । এবার মাওবাদীদের নামে হুমকির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । ঘটনার পর মালতি রাজোয়াড়ের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ ।

দেখুন ভিডিয়ো
Intro:পুরুলিয়াঃ পুরুলিয়ার বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের তিলাই গ্রামে গতকাল রাত্রে বিজেপির জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যা মালতি রাজোয়াড়ের বাড়িতে মাওবাদী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।Body:জানা যায়, পুড়িয়ে দেওয়া হয় তার খড়ের চালা।৮ থেকে ১০ টি সাদা কাগজে লেখা পোষ্টার ফেলে দিয়ে যায় তারা।এবং একটি হনুমান মন্দিরে কালো পতাকা দিয়ে যায়।আর যাওয়ার সময় বলে যায় এই তো শুরু।Conclusion:এদিন রাত্রি একটা নাগাদ পুলিশ গিয়ে পোস্টার গুলি তুলে আনে।তাতে বানান ভুল অনেক।পুলিশের সন্দেহ এর পেছনে স্থানীয় দুষ্কৃতিদের হাত থাকতে পারে।
Last Updated : Jun 30, 2019, 3:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.