ETV Bharat / state

উজ্জ্বলা গ্যাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে পুরুলিয়ায় গ্রেপ্তার BJP নেতা - তৃণমূল

গ্রেপ্তার করা হল পুরুলিয়ার BJP নেতাকে । উজ্জ্বলা গ্যাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ । তার বিরুদ্ধে IPC 420, 106, 34 , 188, 71A(2) ধারায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ l

ছবি
ছবি
author img

By

Published : Jun 6, 2020, 9:50 AM IST

পুরুলিয়া, 6 জুন : উজ্জ্বলা গ্যাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়া শহরের BJP নেতা রাজেশ মণ্ডল l আজ পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই BJP নেতাকে l তার বিরুদ্ধে IPC 420, 106, 34 , 188, 71A(2) ধারায় বিপর্যয় মোকাবিলা ধারায় মামলা রুজু করেছে পুলিশ l

অভিযুক্তকে গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক l এই ঘটনায় ওই BJP নেতাকে ফাঁসানো হয়েছে বলে দাবি BJP-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর l অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী জানান, " সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে রাজনৈতিক দল নির্বিশেষে আইনি ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন l আর এখন সেটাই হয়েছে l"

পুরুলিয়া শহরের বাসিন্দা BJP নেতা রাজেশ মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন পরিবারের তরফে উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রকল্প দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ আসে পুলিশের কাছে l এরপরই তদন্ত চালিয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই BJP নেতাকে l গতকাল তাকে জেলা আদালতে তোলা হয় l ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, " BJPকে কালিমালিপ্ত করার এটা একটা চক্রান্ত করেছে তৃণমূল l তৃণমূলের পায়ের জমি সরে গেছে অনেক আগেই l এখন BJP কর্মীদের ফাঁসিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল l তৃণমূলকে একেবারে ঠান্ডা করে দেওয়া শুধু সময়ের অপেক্ষা । এর যোগ্য জবাব দেব l " অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী জানান, "সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে পুলিশ প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে l যারাই এই ধরনের কাজ করবে, রাজনৈতিক দল নির্বিশেষে ব্যবস্থা নেওয়া উচিত l"

পুরুলিয়া, 6 জুন : উজ্জ্বলা গ্যাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার পুরুলিয়া শহরের BJP নেতা রাজেশ মণ্ডল l আজ পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই BJP নেতাকে l তার বিরুদ্ধে IPC 420, 106, 34 , 188, 71A(2) ধারায় বিপর্যয় মোকাবিলা ধারায় মামলা রুজু করেছে পুলিশ l

অভিযুক্তকে গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক l এই ঘটনায় ওই BJP নেতাকে ফাঁসানো হয়েছে বলে দাবি BJP-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর l অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী জানান, " সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে রাজনৈতিক দল নির্বিশেষে আইনি ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন l আর এখন সেটাই হয়েছে l"

পুরুলিয়া শহরের বাসিন্দা BJP নেতা রাজেশ মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন পরিবারের তরফে উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রকল্প দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ আসে পুলিশের কাছে l এরপরই তদন্ত চালিয়ে পুরুলিয়া সদর থানার পুলিশ গ্রেপ্তার করে ওই BJP নেতাকে l গতকাল তাকে জেলা আদালতে তোলা হয় l ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, " BJPকে কালিমালিপ্ত করার এটা একটা চক্রান্ত করেছে তৃণমূল l তৃণমূলের পায়ের জমি সরে গেছে অনেক আগেই l এখন BJP কর্মীদের ফাঁসিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূল l তৃণমূলকে একেবারে ঠান্ডা করে দেওয়া শুধু সময়ের অপেক্ষা । এর যোগ্য জবাব দেব l " অন্যদিকে, তৃণমূলের জেলা সভাপতি তথা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী জানান, "সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে পুলিশ প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে l যারাই এই ধরনের কাজ করবে, রাজনৈতিক দল নির্বিশেষে ব্যবস্থা নেওয়া উচিত l"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.