ETV Bharat / state

পুরুলিয়ায় নাবালিকাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার BJP মণ্ডল সভাপতি

11 বছরের ওই নাবালিকা দীর্ঘদিন ধরে সুব্রতবাবুর বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করত । অভিযোগ, কাজ না পারলে তাকে মারধর করা হত । এর জেরে সে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে তাকে উদ্ধার করে হুড়া থানার পুলিশ । তারপরই ওই নাবালিকা পুরো ঘটনাটি হুড়া থানার পুলিশকে জানায় । এর পরেই গতকাল রাতে সুব্রত দাসকে গ্রেপ্তার করে হুড়া থানার পুলিশ ।

author img

By

Published : Dec 16, 2019, 10:48 PM IST

BJP
সুব্রত দাস

পুরুলিয়া, 16 ডিসেম্বর : নাবালিকা পরিচারিকাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলার হুড়া মণ্ডলের BJP সভাপতি সুব্রত দাস । পুরুলিয়া আদালত আজ তাঁকে 15 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷ নাবালিকাকে আজ চাইল্ড লাইনের পুরুলিয়া শাখার হাতে তুলে দেওয়া হয় ।

11 বছরের ওই নাবালিকা দীর্ঘদিন ধরে সুব্রতবাবুর বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করত । অভিযোগ, কাজ না পারলে তাকে মারধর করা হত । এর জেরে সে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে তাকে উদ্ধার করে হুড়া থানার পুলিশ । তারপরই ওই নাবালিকা পুরো ঘটনাটি হুড়া থানার পুলিশকে জানায় । এর পরেই গতকাল রাতে সুব্রত দাসকে গ্রেপ্তার করে হুড়া থানার পুলিশ ।

ওই নাবালিকাকে আজ চাইল্ড লাইনের পুরুলিয়া শাখার হাতে তুলে দেওয়া হয় । অভিযুক্তকে পুরুলিয়া আদালতে পেশ করা হলে বিচারক তাকে 15 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । যদিও BJP-র দাবি তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশের সাহায্যে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন তাদের নেতাকে । স্থানীয় তৃণমূলের তরফে BJP-র চক্রান্তের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে । পাশাপাশি অভিযুক্ত BJP নেতার শাস্তি দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

পুরুলিয়া, 16 ডিসেম্বর : নাবালিকা পরিচারিকাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার হলেন পুরুলিয়া জেলার হুড়া মণ্ডলের BJP সভাপতি সুব্রত দাস । পুরুলিয়া আদালত আজ তাঁকে 15 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ৷ নাবালিকাকে আজ চাইল্ড লাইনের পুরুলিয়া শাখার হাতে তুলে দেওয়া হয় ।

11 বছরের ওই নাবালিকা দীর্ঘদিন ধরে সুব্রতবাবুর বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করত । অভিযোগ, কাজ না পারলে তাকে মারধর করা হত । এর জেরে সে বাড়ি থেকে পালিয়ে যায় । পরে তাকে উদ্ধার করে হুড়া থানার পুলিশ । তারপরই ওই নাবালিকা পুরো ঘটনাটি হুড়া থানার পুলিশকে জানায় । এর পরেই গতকাল রাতে সুব্রত দাসকে গ্রেপ্তার করে হুড়া থানার পুলিশ ।

ওই নাবালিকাকে আজ চাইল্ড লাইনের পুরুলিয়া শাখার হাতে তুলে দেওয়া হয় । অভিযুক্তকে পুরুলিয়া আদালতে পেশ করা হলে বিচারক তাকে 15 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । যদিও BJP-র দাবি তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশের সাহায্যে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন তাদের নেতাকে । স্থানীয় তৃণমূলের তরফে BJP-র চক্রান্তের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে । পাশাপাশি অভিযুক্ত BJP নেতার শাস্তি দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

Intro:নাবালিকা পরিচারিকাকে মারধর ও অত্যাচারের অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলার হুড়া মন্ডল বিজেপির সভাপতি সুব্রত দাস।জানা যায়, তার বিরুদ্ধে অভিযোগ ১১ বছরের নাবালিকাকে বাড়িতে পরিচারিকা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করাতেন। শুধু তাইনয় কাজ না পারলে তাকে মারধর করা হতো এবং তার উপরে অত্যাচার করা হতো।Body:অত্যাচারের কারণে সে বাড়ি থেকে পালিয়ে যায়।তাকে উদ্ধার করে হুড়া থানার পুলিশ। তারপরই নাবালিকাটি পুরো ঘটনাটি হুড়া থানার পুলিশকে জানায়।এর পরেই গতকাল রাতে সুব্রত দাসকে গ্রেফতার করে হুড়া থানার পুলিশ।Conclusion:বর্তমানে ওই নাবালিকাকে পুরুলিয়া চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়।আজ সুব্রত দাসকে পুরুলিয়া আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।যদিও বিজেপির দাবি তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশের সাহায্যে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন তাদের নেতা কে। অপরদিকে তৃণমূলের বিজেপির চক্রান্তের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি অভিযুক্তর করা শাস্তির দাবি করে তৃণমূল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.